Bengali newsletter: ensuring Tower Hamlets is Covid-19 compliant, Ask the Mayor online, and more

Having trouble viewing this email? View it as a Web page.

Newsletter banner 2020
COVID-19 Enforcement

কোভিড-১৯ বিধিনিষেধ মেনে চলা নিশ্চিত করতে কাউন্সিল –পুলিশের যৌথ প্রয়াস

বারার সর্বস্তরের বাসিন্দা এবং ব্যবসায়ীরা কোবিড-১৯ বিধিবিধান যথাযথভাবে মেনে চলছেন - এটি নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অফিসাররা পুলিশের সাথে কাজ করে যাচ্ছেন। এ জন্য প্রতিদিন প্রায় ২০ জন কাউন্সিল অফিসারকে সারা বারায় মোতায়েন করা হয়।

শুধুমাত্র গত এক সপ্তাহে এই টিম প্রায় ৪,৫০০টি পর্যবেক্ষণ করেছে, যার মধ্যে তারা ৬০টি ব্যবসা প্রতিষ্ঠানকে সনাক্ত করেছে, যারা কোভিড-১৯ বিধিবিধান যথাযথভাবে না মেনে ব্যবসা পরিচালনা করছে। দলটি তাদেরকে অবশ্যই প্রতিপালনীয় বিধান সম্পর্কে ইতিবাচক পরামর্শ দেয় এবং যারা সংশ্লিষ্ট নিয়মগুলো মানছে না তাদেরকে সতর্কীকরণ নোটিশ অথবা নির্দিষ্ট জরিমানার নোটিশ প্রদান করে। বিধিবিধানের গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে দলটি আইনী পদক্ষেপ নিতে পুলিশকেও সহযোগিতা করে থাকেন।

Find out more


Ask the Mayor

অনলাইনে মেয়রকে প্রশ্ন করুন ঃ মঙ্গলবার ২৪ নভেম্বর

মেয়র জন বিগস তার নিয়মিত ‘আস্ক দ্যা মেয়র ইভেন্ট’ অর্থাৎ মেয়রের সাথে প্রশ্ন-উত্তর পর্ব অনলাইনে পরিচালনা করবেন। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত মেয়রকে সরাসরি প্রশ্ন করার অনুষ্ঠানে যোগ দিন এবং মেয়রের কাছ থেকে জেনে নিন আপনার জিজ্ঞাসার উত্তরগুলো।

এবারের এই ইভেন্টে আগামী দিনগুলোতে কাউন্সিল কিভাবে কঠিন আর্থিক পরিস্থিতি মোকাবেলা করবে সেদিকে নজর দেয়া হবে এবং কোন্ কোন্ সার্ভিস বা সেবাগুলো আপনার কাছে সবেচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আপনার অভিমত জানতে চাওয়া হবে।

এই প্রশ্ন-উত্তর সেশনে যোগ দিতে চাইলে আপনাকে নাম নিবন্ধন বা রেজিষ্ট্রি করতে হবে এবং চাইলে আপনি অনুষ্ঠানের আগেই আপনার প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন।

Register now >


NHS Flu Partner

বাচ্চাদের ফ্লু'র টিকাদান

যেসকল বাবা-মা তাদের বাচ্চাদের ফ্লু’র টিকা দিতে সম্মত হবেন, তাদেরকে নাকে স্প্রের মাধ্যমে এই টিকা দেয়া হবে। তবে, পোসাইন বা শূকরসংক্রান্ত উপাদান থাকায় যেসকল অভিভাবক তাদের বাচ্চাদের নাকে স্প্রের মাধ্যমে দেয়া টিকা প্রত্যাখ্যান করেছিলেন, তাদেরকে এখন নন-পোসাইন অর্থাৎ শূকর-সংক্রান্ত উপাদানমুক্ত বিকল্প টিকা ইনজেকশনের মাধ্যমে দেয়ার অফার করা হচ্ছে, চলতি নভেম্বর মাসের শেষ নাগাদ পর্যন্ত পাওয়া যাবে। যেসকল পিতামাতা এব্যাপারে তাদের ইচ্ছার কথা জানাচ্ছেন, জিপি কিংবা স্কুলের টিকাদান সার্ভিসের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হবে।

বার্ষিক টিকাদান কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আপনার শিশু কোথায় ফ্লুজাব পাবে, সেসম্পর্কে জানতে হলে এই লিঙ্কে ক্লিক করুন।

Find out more >


Stay Home -BN

ঘরে থাকুন, নিরাপদ থাকুন

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া থামাতে সারাদেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং চিলড্রেন্স সেন্টারগুলো যেমন খোলা রয়েছে, তেমনি আমাদের পার্ক ও উন্মুক্ত স্থানগুলোর এবার খোলা রাখা হয়েছে।

খাবার বিক্রয়কারী দোকান একং মার্কেটগুলোও যথারীতি খোলা রয়েছে এবং কিছু কিছু প্রতিষ্ঠান টেকওয়ে এবং ক্লিক-এন্ড-কালেক্ট সার্ভিস পরিচালনা করছে।

বিন সংগ্রহও অব্যাহত রাখা হয়েছে এবং আমাদের রিইউজ এন্ড রিসাইক্লিং সেন্টার খোলা রয়েছে।

অনুগ্রহ করে এটা মনে রাখবেন যে, এনএইচএস আগের মতোই খোলা রয়েছে - তাই, আপনার বিদ্যমান মেডিক্যাল এপয়েনটমেন্টগুলোতে উপস্থিত হন এবং যদি আপনার কোন সহযোগিতার দরকার হয়, তাহলে স্বাভাবিক সময়ের মতোই আপনার জিপি কিংবা এনএইচএস ১১১ এর সাথে যোগাযোগ করুন।

যদি আপনাকে বাড়ির বাইরে যেতেই হয়, তাহলে দয়া করে নিয়মিত হাত ধোয়া, মুখ ঢেকে রাখা বা মাস্ক পরা এবং অন্যদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়টি মনে রাখবেন।

দয়া করে এই চ্যালেঞ্জিং সময়ে আপনার মানসিক স্বাস্থ্য ও সুস্থ্যতার যত্ন নিন এবং পরিবার পরিজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশিদের খোঁজ খবর নিতে ভুলবেননা।

Local updates >


IAM

ঘৃণার কোন স্থান নেই ঃ ইসলামোফোবিয়া সচেতনতার মাস

নভেম্বর হচ্ছে ইসলামোফোবিয়া এওয়ারনেস মান্থ (আই.এ.এম) অর্থাৎ ইসলামবিদ্বেষ সম্পর্কে জনসচেতনতার মাস। এর লক্ষ্য হচ্ছে ইসলামোফোবিয়া বা ইসলামবিদ্বেষের উত্থান সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং এর সাথে সংশ্লিষ্ট যেকোন ঘটনা সম্পর্কে পুলিশের কাছে ভালোভাবে রিপোর্ট করতে সকলকে উৎসাহিত করা।

টাওয়ার হ্যামলেটসে, আমরা এটা বিশ্বাস করি যে, ইসলামোফোবিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এটি কিভাবে উপস্থাপিত হতে পারে, সেসম্পর্কে সচেতনতা বাড়ানো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আপনি যদি ইসলামোফোবিয়া এবং অন্যান্য যেকোন প্রকারের ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে চান, তাহলে দয়া করে আমাদের ‘ঘৃণার কোন স্থান নেই’ অঙ্গিকারে স্বাক্ষর করুন।

হেইট ক্রাইম বা ঘৃণাজনিত অপরাধকে কাউন্সিল অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে থাকে এবং আমরা অপরাধীদের সনাক্ত করতে, ঘৃণাজনিত অপরাধ কী সেসম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং কীভাবে ঘটনা সম্পর্কে রিপোর্ট করতে হয়, লোকজনকে তা ভালোভাবে অবহিত করতে আমাদের অংশিদারদের সাথে কাজ করে যাচ্ছি।

More on hate crime >


Day Support

ডে সাপোর্ট সার্ভিস বিষয়ক কনসালটেশন

আমরা বর্তমানে এডাল্ট সোশ্যাল কেয়ার সার্ভিসের আওতাধীন ডে সাপোর্টের ক্ষেত্রে প্রস্তাবিত পরিবর্তনগুলো নিয়ে কনসালটেশন বা পরামর্শ কার্যক্রম পরিচালনা করছি। ডে সাপোর্ট সার্ভিসে প্রাপ্তবয়স্কদের যত্ন ও সহযোগিতা দরকার এমন কার্যক্রম, সেবা ও ডে সেন্টারগুলো অন্তর্ভূক্ত।

আমরা প্রস্তাবগুলো সম্পর্কে আপনার মতামত শুনতে চাই। আমাদের অনলাইন কনসালটেশন এবং এনগেইজমেন্ট ওয়েবসাইট ‘লেট’স্ টক টাওয়ার হ্যামলেটস্’ (Let's talk Tower Hamlets) ভিজিট করে আপনার অভিমত আমাদের জানান।

৯ নভেম্বর সোমবার থেকে শুরু হয়েছে এই কনসালটেশন, যা শেষ হবে ৪ জানুয়ারি ২০২১ তারিখে।

এই অনলাইন পরামর্শ কার্যক্রমের পাশাপাশি, যারা এইসব ডে সাপোর্ট সার্ভিসগুলো ব্যবহার করছেন এবং প্রস্তাবিত পরিবর্তনগুলো যাদের ওপর সরাসরি প্রভাব ফেলবে - তাদেরকে আমরা এ বিষয়ে চিঠি লিখে জানাচ্ছি।
বারার ডে সাপোর্ট সম্পর্কে আপনার অভিমত জানাতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Tell us your views >


Inequalities Commission

আরো ন্যায়সঙ্গত টাওয়ার হ্যামলেটস গড়তে সহায়তা করুন

স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি ত্যাগকারীদের ভালো ক্যারিয়ার গড়ার ইতিবাচক অগ্রগতির সম্ভাবনাময় চাকুরি লাভের ক্ষেত্রে যে ইস্যূগুলো বাঁধা হয়ে দাড়ায়, তা নিয়ে এ সপ্তাহে কাউন্সিলের দ্যা ব্ল্যাক, এশিয়ান এন্ড মাইনোরিটি এথনিক ইনইক্যূয়েলিটিজ কমিশন এর বিশেষ এক মিটিংয়ে বিস্তর আলোচনা হয়েছে।

কমিউনিটি নেতৃত্ব, স্বাস্থ্য ক্ষেত্রে বৈষম্য এবং কর্মসংস্থানের পাশাপাশি এই কমিশনের অন্যতম প্রধান ফোকাসের ক্ষেত্র হলো শিক্ষা। এসকল বিষয়ে এখনো আপনি আপনার অভিমত জানাতে পারেন এবং বাস্তবসম্মত ও টেকসই পরিবর্তন আনতে কমিশনের কাজে আপনি সহায়তা করতে পারেন।

Get involved >


Idea Store

বাচ্চাদের জন্য আইডিয়া স্টোরের ফ্রি ও দুর্দান্ত কার্যক্রম

আইডিয়া স্টোরের কর্মসূচি ও বাচ্চাদের ইভেন্টগুলোকে অনলাইনে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে এবং প্রতিটি এক্টিভিটির জন্য নির্ধারিত ইমেইলে ক্লিক করুন। কিভাবে যোগ দেবেন সেসম্পর্কে বিশদ তথ্য ও জুম কোড নিয়ে টিম আপনার সাথে যোগাযোগ করবে।

৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য সকল এক্টিভিটিজ ফ্রি এবং প্রোগ্রাম শুরুর সময় প্রতিটি বাচ্চার সাথে অবশ্যই একজন প্রাপ্তবয়স্ককে থাকতে হবে।

আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত এই এক্টিভিটিজগুলো পরিচালিত হবে এবং আবার তা শুরু হবে ৪ জানুয়ারি থেকে। ক্রিসমাস গ্রেইপভাইন থেকে আমরা শুনেছি যে, উত্তর মেরু থেকে আগত বিশেষ অতিথি হ্যালো বলতে কিছু কিছু ইভেন্টে যোগ দিতে পারেন!!!

Get involved >


Idea Store

লাইব্রেরী সার্ভিস সংক্রান্ত আপডেট

বারার বাসিন্দারা যাতে বইয়ের অর্ডার দিতে ও তা সংগ্রহ করতে পারেন অথবা কম্পিউটার ব্যবহার করতে পারেন, সেজন্য জাতীয়ভাবে আরোপিত বিধিনিষেধগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমাদের আইডিয়া স্টোরগুলো সীমিত আকারে কিছু সার্ভিস প্রদান করে যাচ্ছে।

আপনি অনলাইনে অথবা ফোনে বই অর্ডার দিতে পারেন এবং নিচে উল্লেখিত তিনটি আইডিয়া স্টোরের মধ্যে আপনার পছন্দের যেকোন একটি থেকে অর্ডারকৃত বই সংগ্রহ করতে পারেন। 

যদি আপনার বাসায় কম্পিউটার অথবা ইন্টারনেট ব্যবহারের সুযোগ না থাকে, অথচ অত্যাবশকীয় অনলাইন পাবলিক সার্ভিস ব্যবহার করার দরকার পড়ে, তাহলে আপনি উল্লেখিত তিনটি লোকেশনে ফোন করে কম্পিউটার ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে পারেন।

প্রাপ্তবয়স্কদের শিক্ষণ কার্যক্রমগুলো হয় অনলাইনে অথবা তাদের নিয়মিত সময় অনুযায়ি স্টোরেই পরিচালিত হচ্ছে। ফিট্নেস ও ডান্স বিষয়ক সকল ক্লাস হয় অনলাইনে হচ্ছে অথবা বন্ধ রাখা হয়েছে। বারার অন্য আইডিয়া স্টোর ও লাইব্রেরীগুলো আপাতত বন্ধ রয়েছে, তবে আমাদের অনলাইন সার্ভিস যথারীতি চালু রয়েছে।

More on Idea Stores >


NHS here

এনএইচএস-এর সকল কার্যক্রম চলছে যথারীতি

স্বাস্থ্যসেবা ক্ষেত্রের সাথে জড়িত শীর্ষস্থানীয় পেশাজীবিরা বাসিন্দাদের এটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে, এপয়েন্টমেন্টে অংশ নেয়া কিংবা, সার্জারি এবং এএন্ডই (এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি) বিভাগে যাওয়াটা পুরোপুরি নিরাপদ। জরুরী স্বাস্থ্য সেবার প্রয়োজনে, প্রথমেই আপনাকে এনএইচএস ১১১ নাম্বারে কল করা দরকার। তবে জীবন পরিবর্তনকারী জরুরি পরিস্থিতিতে ৯৯৯ এ কল করুন।

প্রত্যেকেরই স্বাস্থ্যের ওপর কোভিড-১৯ এর হুমকি থাকা সত্বেও রোগীদের নিরাপদ স্বাস্থ্য সেবা দিতে রয়েল লন্ডন এবং মাইল এন্ড হাসপাতালসহ সকল হাসপাতালেই প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

চলমান এই মহামারীতে হসপিটাল সার্ভিসগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে বার্টস হেলথ ওয়েবসাইট ভিজিট করুন। সেখানে বিভিন্ন ভাষায় পরামর্শও পাওয়া যাচ্ছে।

Barts Health advice >


Brick Lane

ব্রিক লেনে অস্থায়িভাবে রাস্তা বন্ধ রাখার ব্যাপারে আপনার অভিমত জানান

গত আগষ্ট মাসে কোভিড-১৯ রেস্ট্রিকশনস্ বা বিধিনিষেধ শিথিল হওয়ার প্রেক্ষিতে খোলা পরিবেশে খাওয়া দাওয়া এবং পথচারি ও সাইকেল চালকদের জন্য রেস্টুরেন্ট ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত ব্রিক লেনে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছিলো।

বাক্সটন স্ট্রিট এবং পেডলি স্ট্রিটের মধ্যবর্তী অংশ ছাড়া বাকী এলাকা বন্ধ রাখার সময়সীমা এরই মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। তাই এ ব্যাপারে আমরা আপনার ভাবনা ও অভিমত জানতে চাই।

ব্রিক লেনের জন্য নেয়া অস্থায়ী পদক্ষেপসমূহের ওপর একটি মতামত জরিপ পরিচালনা করা হচ্ছে। কোন কোন্ পদক্ষেপ কাজ করেছে, আর কোন্টি করেনি, তা চিহ্নিত করে ভবিষ্যতের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরীতে সহায়তা করতে আপনার মতামত আমাদেরকে জানান। এই সার্ভেতে অংশ নেয়ার শেষ সময় ২৯ নভেম্বর। আগ্রহীরা নিচের লিঙ্কে ক্লিক করে সার্ভেতে অংশ নিতে পারবেন।

Fill in our survey >


SLS

এসএলএস এবং সেন্ড সার্ভিসের ওপর কন্সালটেশনে অংশ নিন

আমাদের সাপোর্ট ফর লার্নিং (এসএলএস) এবং স্পেশাল এডুকেশনাল নিডস্ এন্ড ডিজেবিলিটিজ (সেন্ড) সার্ভিসের প্রস্তাবিত পরিবর্তনের ওপর আমরা কনসালটেশন বা পরামর্শ কার্যক্রম পরিচালনা করছি।

প্রস্তাবণাগুলো সম্পর্কে বিস্তারিত এবং মিটিংয়ের দিনক্ষণ ও কিভাবে সাড়া দিতে হয়, সেসম্পর্কে জানতে আমাদের অনলাইন কনসালটেশন পেজ দেখুন। ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে কনসালটেশন এবং এটি চলবে ৬ জানুয়ারি ২০২১ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

 Find out more > 


New Mum

নতুন মা হয়েছেন? আপনার মতামত শেয়ার করুন

আপনি কী নতুন মা হয়েছেন এবং টাওয়ার হ্যামলেটসে বসবাস করেন? গত এক বছরের মধ্যে আপনি প্রেগন্যান্ট গর্ভবতী থাকাকালীন, ডেলিভারি সময় এবং প্রসব-উত্তরকালীন সময়ে যে স্বাস্থ্য সেবা পেয়েছেন, সেসম্পর্কে আপনার অভিমত জানতে চায় দ্যা ইস্ট লন্ডন ম্যাটারনিটি ভয়েজ পার্টনারশীপ।
এই সার্ভের লক্ষ্য হচ্ছে নতুন মা’দের জন্য সার্ভিসকে আরো উন্নত করা।


Covid-19: Useful links


Thank you for reading

Share this email with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe for updates using this link

Updates in other languages

If you know someone who would like to receive advice in Bengali, they can subscribe to 'Bengali newsletter' for weekly news and updates.