Bengali newsletter - Covid-19: Please avoid visiting other households in Tower Hamlets

Having trouble viewing this email? View it as a Web page.

Newsletter banner 2020

A message from the Mayor

খুব জরুরি প্রয়োজন ছাড়া কারো ঘরে/ফ্ল্যাটে না যেতে মেয়রের অনুরোধ

খুব জরুরী প্রয়োজন ছাড়া কারো ঘরে না যাবার পরামর্শ দিয়েছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস। টাওয়ার হ্যামলেটসে করোনা ভাইরাসের সংক্রমন আবার বেড়ে যাবার প্রেক্ষিতে দেয়া এক বিশেষ বিবৃতিতে মেয়র এই আহবান জানালেন।

বিবৃতিতে তিনি বলেন, এব্যাপারে সরকারের নীতিমালা বা আইন রয়েছে তবে স্থানীয়ভাবে আমাদেরকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। কারন এটি সবার জীবনএবং মৃত্যুর সাথে সংশ্লিষ্ট একটি ইস্যু। এব্যাপারে আমাদের ব্যক্তিগত উদ্যোগের বিশেষ ভূমিকা রয়েছে। এর ভাল মন্দ দুটোই সবাইকে স্পর্শ করবে।

তিনি বলেন, সাম্প্রতিককালে টাওয়ার হ্যামলেটসে করোনা ভাইরাস বিস্তারের অন্যতম কারন হচ্ছে একে অপরের বাড়ীতে/ফ্ল্যাটে অবাধে যাতায়াত তথা মেলামেশা। তাই খুব জরুরী প্রয়োজন ছাড়া কারো বাড়ীতে না যাবার জন্য আমার বিশেষ অনুরোধ রইলো।

মেয়র বিগস আরো বলেন, বহু জাতির বসবাস টাওয়ার হ্যামলেটসকে যেমন মহান করেছে, তেমনি করোনাভাইরাস একে ঝুকিঁর মধ্যেও ফেলেছে। এজন্যকমিউনিটিকে রক্ষায় আমাদের প্রত্যেককে এই ভাইরাসের বিস্তার রোধে ভূমিকা রাখতে হবে। আমরা যাতে একে অপরকে রক্ষায় সাধ্যমতো সকল পদক্ষেপ গ্রহন করি।

Find out more >


Hands-Face-Distance

কোভিড - ১৯ এর প্রাদুর্ভাব রুখতে নিয়মকানুন মেনে চলুন

কোভিড-১৯ এর আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করার প্রেক্ষিতে নিজের এবং অন্যদের সার্বিক সুরক্ষার স্বার্থে নিয়মকানুনগুলো কঠোরভাবে মেনে চলুনঃ

যেকোন সামাজিক মেলামেশার স্থানের (ন্যূনতম ব্যতিক্রম সহ) ভেতরে কিংবা বাইরে ৬ জনের বেশি লোকের গ্রুপের সাথে আপনি অবশ্যই মিলিত হবেন না। জাতীয়ভাবে কার্যকর হওয়া বিধানগুলোর বাইরেও আমরা আপনাকে নিতান্ত জরুরী প্রয়োজন ছাড়া অন্যদের ঘরে না যাওয়ার জন্য অনুরোধ করছি।

নিয়মিত এবং প্রতিবার কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুয়ে ফেলুন। যদি সাবান-পানি না থাকে, তাহলে হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করুন।

গণপরিবহন (অর্থাৎ বাস, টিউব, ট্রেন, ডিএলআর ইত্যাদি), দোকানপাটের ভেতরে এবং অন্যান্য সকল আবদ্ধ স্থানে মুখে মাস্ক বা আচ্ছাদন পরুন। অথবা যে স্থানে শারিরীকভাবে দূরত্ব বজায় রাখ সম্ভব নয়, সেখানেও মুখ ঢেকে রাখুন। আপনি যদি খাবার বা পানীয়ের জন্য টেবিলে বসে না থাকেন, তাহলে হসপিটালিটি সেক্টর অর্থাৎ রেস্টুরেন্ট, ক্যাফে ইত্যাদিতেও এখন মুখ ঢেকে রাখা আবশ্যক।

আপনার পরিবারের বাইরের যেকোন লোকের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন (যেখানে সম্ভব সেখানে দুই মিটার দূরত্ব)

যদি আপনার মধ্যে কোভিড-১৯ এর কোন লক্ষণ বা উপসর্গ, যেমন খুব বেশি জ্বর, নতুন করে অথবা ক্রমাগত কাশি, কিংবা স্বাদ/ঘ্রাণের স্বাভাবিক অনুভূতিতে পরিবর্তন আসে বা কমে যায়, তাহলে বিনামূল্যে টেস্ট বুক করুন এবং টেস্টের রেজাল্ট না পাওয়া পর্যন্ত ঘরের মধ্যে থাকুন।

আপনার টেস্ট এর ফল যদি পজিটিভ হয় অথবা পজিটিভ হয়েছে এমন কারো সংস্পর্শে যদি আপনি এসে থাকেন এবং এনএইচএস টেস্ট এন্ড ট্রেস কর্তৃক আপনাকে সেল্ফ-আইসোলেট বা স্ব-বিচ্ছিন্ন অবস্থায় থাকার জন্য বলা হয়, তাহলে নিজ ঘরে অবস্থান করুন

ক্যানরি ওয়ার্ফের কাছে একটি মোবাইল টেস্টিং ইউনিট পরিচালিত হচ্ছে, যেখানে গাড়িতে বসেই নমুন দেয়া যায়। এই ভ্রাম্যমান ড্রাইভ থ্রু টেস্টি ইউনিটে পরীক্ষা করতে চাইলে এনএইচএস ওয়েবসাইট এ গিয়ে অথবা ১১৯ নাম্বারে কল করে এপয়েন্টমেন্ট বুক করুন।

Latest advice >


NHS COVID-19 App

নতুন এনএইচএস কোভিড-১৯ এ্যাপ ডাউনলোড করুন

কোভিড-১৯ এর সংক্রমনের বিস্তার রোধ করতে এবং পরস্পরকে সুরক্ষিত রাখতে সহায়তা করতে এনএইচএস নতুন একটি এ্যাপ প্রকাশ করেছে।

এনএইচএস টেস্ট এন্ড ট্রেইস সার্ভিসের অংশ হিসেবেই চালু করা হয়েছে নতুন এই ফ্রি এ্যাপ। আক্রান্তদের কাছাকাছি যাওয়া লোকদের সনাক্তকরণ অর্থাৎ কান্টাক্ট ট্রেইসিংয়ে চলমান কার্যক্রমের পাশাপাশি এই এ্যাপটিও আপনি যদি কোভিড-১৯ টেস্ট পজিটিভ হয়েছে এমন কারো সংস্পর্শে আসেন, তাহলে আপনাকে তা অবহিত করবে। এই এ্যাপের মাধ্যমে আপনি আপনার সিম্পটম বা লক্ষণগুলো সম্পর্কে রিপোর্ট করতে পারবেন, টেস্ট কীটের জন্য ওর্ডার দিতে পারবেন এবং কোন ভেন্যুতে অর্থাৎ দোকানপাট/ক্যাফে/রেস্টুরেন্ট/উপাসনালয় ইত্যাদিতে ঢোকার আগে কিউআর কোড স্ক্যান করে ঢুকতে পারবেন।

টাওয়ার হ্যামলেটসকে নিরাপদ রাখতে আমরা বারার বাসিন্দাদেরকে এই এ্যাপ ডাউনলোড করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভাইরাসের বিরুদ্ধে জাতীয়ভাবে লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে এটি। ব্যবসাগুলো ওয়েবসাইট থেকে একটি পোস্টার ডাউনলোড করে তা নিজেদের প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে সাঁটানোর মাধ্যমে এই এ্যাপটিকে সহযোগিতা করবে।

মনে রাখবেন, এই এ্যাপ এনএইচএসকে ভাইরাস ট্র্যাক করতে সাহায্য করে, কোন ব্যক্তি নয়। এ্যাপের সাথে শেয়ার করা যাবতীয় ডাটা বা তথ্য আপনার ফোনেই সংরক্ষিত থাকবে। সরকার, কিংবা কেউই এটা জানতে পারবে না যে আপনি কে বা কোথায় রয়েছে বা কোথায় ছিলেন। আপনি যে কোন সময় এ্যাপটি এবং এর সকল ডাটা মুছে ফেলতে পারেন।

Download the app now >


Flu jab

শীত আসন্ন - তাই ফ্লু থেকে নিজেকে সুরক্ষিত রাখুন

ফ্লু খুবই মারাত্মক ঢেকে আনে এবং এই ফ্লুতে আক্রান্ত হয়ে প্রতিবছর ইংল্যান্ডে হাজার হাজার মানুয়ের মৃত্যু হয় এবং আরো কয়েক হাজার মানুষকে ভর্তি হতে হয় হসপিটালে। আপনার এবং আপনার শেপাশে যারা থাকেন, তাদের জন্য সর্বোত্তম সুরক্ষা হচ্ছে ফ্লুর টিকা বা ভ্যাকনিসন। এজন্যই, যারা সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন বলে বিবেচিত হন, তাদেরকে এটি বিনামূল্যে প্রদান করা হয়।

প্রাপ্ত বয়ষ্ককদের মধ্যে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি যেমন খুব বেশি, তেমনি কোভিড-১৯ এর ঝুঁকিও অত্যধিক। এবারের শীতে দ্বৈত হুমকির হাত থেকে গোটা জাতিকে বাঁচাতে বিনামূল্যে ফ্লু ভ্যাকসিন দেয়া অতীতের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আপনি যদি ফ্রি ফ্লু ভ্যাকসিন লাভের যোগ্য হন, তাহলে আপনার জিপি অথবা ফার্মাসিস্টের সাথে যোগাযোগ করুন।
যদি আপনার বাচ্চা স্কুলে যায় এবং তার বয়স ৪ থেকে ১১ বছর হয়, তাহলে সম্মতিপত্রটি স্বাক্ষর করে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করুন।

Find out more >


Murals on Aberfeldy Street

নতুন সাজে সেজেছে এভারফেল্ডি স্ট্রিট

পপলারের এভারফেল্ডি স্ট্রিটের অসাধারণ ম্যূরালগুলো কী আপনি দেখেছেন। স্থানীয় ব্যবসাবাণিজ্যকে সহায়তা করার লক্ষ্যে এলাকাকে যেমন রংয়ের উজ্জলতায় ভরিয়ে দেয়া হয়েছে, তেমনি এই ম্যূরালে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহি কাঁথার কিছু ডিজাইন, পুরনো পরিত্যক্ত কাপড়কে রিসাইকল করে ব্যবহার উপযোগী নতুন কিছু তৈরী ঐতিহ্যবাহি এই শিল্প কর্মের চর্চা চলে আসছে শত শত বছর ধরে।

নতুন সাজ সম্পর্কে আপনাকে সম্যক ধারনা দিতে পারবে উপরের এই ছবিটি, যা তুলেছেন রন টাইমিন। পপলার হারকা, ইকোওয়ার্ল্ড লন্ডন, জ্যান ক্যাটিন আর্কিটেক্টস, মিনহোয়াইল স্পেস, লন্ডন ম্যূরাল কোম্পানী, একসেন্ট লন্ডন এবং কাটল কন্সট্রাকশন এর অংশিদারিত্বের ফসল হচ্ছে অসাধারণ এই শিল্পকর্ম।

এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন আমাদের ত্রৈমাসিক প্রকাশনা ‘আওয়ার ইস্ট এন্ড’ এ। পাঠক জরিপে অংশ নিয়ে এই প্রকাশনা সম্পর্কে আপনার অভিমত আমাদের জানান। আমরা আপনার অভিমত শুনতে আগ্রহী এবং রয়েছে ১০০ পাউন্ডের ভাউচার পাওয়ার সুবর্ণ সুযোগ।

Read Our East End >


Adoption campaign image

দত্তক গ্রহণে উদ্বুদ্ধকরনে #ইউক্যানএডপ্ট প্রচারাভিযান শুরু

বাচ্চাদের দত্তক নিতে লোকজনকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ডিপার্টমেন্ট ফর এডুকেশনের সহযোগিতা সারা দেশে এডপশন এজেন্সিগুলোর একটি কোয়ালিশনে যোগ দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। দত্তক বিষয়ক এজেন্সিগুলা সম্মিলিতভাবে হ্যাশট্যাগ ইউ ক্যান এডপ্ট (আপনিও দত্তক নিতে পারেন) শিরোনামে বিশেষ এক ক্যাম্পেইন বা প্রচরাভিযান শুরু করেছে।

ইংল্যান্ডে, প্রায় ৩০০০ বাচ্চার দত্তক পরিবার দরকার এবং গত ৪ বছরে দত্তক নেওয়ার সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে আরো বেশি সংখ্যক মানুষকে দত্তক নিতে উদ্বুদ্ধ করতে নতুন প্রচারাভিযান #ইউক্যানএডপ্ট এর মাধ্যমে কারা দত্তক নিতে পারবেন এবং দত্তক নেয়ার প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করা হবে।

এডপশন বা দত্তক গ্রহণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে www.youcanadopt.co.uk এই ওয়েবসাইট ভিজিট করুন।

Read more >


Stoptober

ধুমপানের অভ্যাস পরিত্যাগ করতে চান?

ধুমপান পরিত্যাগে মাসব্যাপি প্রচরাভিযান ‘স্টপটবার’ শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। ধুমপান ও তামাক বা এজাতীয় পণ্য সেবনকারীদের অভ্যাস পরিত্যাগে উদ্বুদ্ধ করতে ও আগ্রহীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রতিবছর অক্টোবর মাসে দেশব্যাপি এই প্রচারাভিযান চালানো হয়। ২৮ দিনের মধ্যে ধুমপান ছেড়ে দিতে সারা দেশের মিলিয়ন মানুষের সাথে যোগ দিতে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

কুইট রাইট টাওয়ার হ্যামলেটস এর ধুমপান নিরোধক পরামর্শকরা ধুমপানের অভ্যাস পরিত্যাগে আপনার নিজস্ব পরিকল্পনা তৈরী করতে সাহায্য করবেন। এছাড়া এ ব্যাপারে পরামর্শ প্রদান ও নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি প্রদান সহ ধুমপান পরিত্যাগের পুরো সময়কাল আপনাকে তারা সহযোগিতা করে যাবেন।

বিস্তারিত জানতে ও এব্যাপারে সহযোগিতা পেতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন:

Quit now >


Holiday childcare scheme

হলিডে চাইল্ডকেয়ারের জন্য আপনার বাচ্চার আসন নিশ্চিত করুন

অক্টোবর হাফ-টার্মের সময় টাওয়ার হ্যামলেটস হলিডে চাইল্ডকেয়ার পরিচালিত হবে। এজন্য রেজিস্ট্রেশন বা নিবন্ধন কার্যক্রম এখন চলছে। এই চাইল্ডকেয়ার স্কিম আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত সেন্ট মেরি এন্ড সেন্ট মাইকেল প্রাইমারী স্কুলে অনুষ্ঠিত হবে।

বারার কর্মজীবি বাবা মা ও কেয়ারারদের জন্য রেজিষ্ট্রেশন শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে। আপনি যদি এই বারায় বসবাস করে থাকেন এবং ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট গ্রহণ করে থাকেন, তাহলে সাবসিডাইজড রেট অর্থাৎ হ্রাসকৃত মূল্য পেতে পারেন। বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন:

Details and apply >


Black History Month

ব্ল্যাক হিস্ট্রি মান্থ উদযাপন করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

কৃষ্ণাঙ্গ কমিউনিটির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টিকে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল উদযাপন করছে ব্ল্যাক হিস্ট্রি মান্থ। এ উপলক্ষে কাউন্সিলের ব্যবস্থাপনায় ১ অক্টোবর থেকে শুরু হয়েছে ভারচুয়াল ফটোগ্রাফি এক্সিবিশন। এই আলোকচিত্র প্রদর্শনীতে বিভিন্ন বিষয় ভিত্তিসক ৫০টিরও বেশি ছবি স্থান পেয়েছে, যার মধ্যে রয়েছে পোর্ট্রটে, বিক্ষোভ, কর্মস্থলে মহিলা, উৎসব, মিউজিশিয়ান, ডান্সার সহ আরো অনেক কিছু। এবারের গ্রীষ্মকালে কাউন্সিলের পক্ষ থেকে ব্ল্যাক হিস্ট্রি মান্থকে প্রতিনিধিত্ব করে এমন ছবি পাঠাতে আলোকচিত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছিলো। এই আহ্বানে সাড়া দিয়ে প্রায় শতাধিক ছবি জমা পড়ে। 

ব্ল্যাক হিস্ট্রি মান্থ উপলক্ষে পুরো অক্টোবর মাস জুড়েই কাউন্সিলের আইডিয়া স্টোর সমূহ এবং লকাল হিস্ট্রি লাইব্রেরী এন্ড আর্কাইভস  এ বিভিন্ন ধরনের আলোচনা ও উপস্থাপনার আয়োজন করা হয়েছে। এছাড়া বারায় আর্টস ও ভলান্টিয়ার গ্রুপগুলো কর্তৃক বিভিন্ন ধরনের ভারচুয়াল ও সামাজিকভাবে দূরত্ব রেখে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও সহযোগিতা করছে কাউন্সিল। 

ব্ল্যাক হিস্ট্রি  মান্থ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে  অক্টোবর মাস জুড়ে কী কী অনুষ্ঠান কোথায় কখন হচ্ছে, সেসম্পর্কে জানতে হলে ভিজিট করুনঃ

What's on? >


Petticoat Lane Market sign

ওয়েন্টওর্থ স্ট্রিটের উন্নয়ন কাজের জন্য তহবিল

বারার ঐতিহ্যবাহী পেটিকোট লেন মার্কেট এলাকাকে হাইস্ট্রিট হেরিটেজ এ্যাকশন জোন হিসেবে নামকরণের পর এই এলাকার উন্নয়নের জন্য ৬ লাখ পাউন্ডেরও বেশি অর্থ বিনিয়োগ করা হবে।
‘হিস্টোরিক ইংল্যান্ড’ এর এই তহবিলের লক্ষ্য হচ্ছে দোকানপাটের সম্মুখভগ এবং ভিক্টোরিয়ান আমালের পাবলিক টয়েলেটগুলোকে পুণঃসংস্কার করে এর প্রকৃত জৌলস ফিরিয়ে আনা।

Find out more >


Support for people self-isolating

কোভিড-১৯ সহযোগিতা পাওয়া যাচ্ছে

ভাইরাসজনিত কারণে যদি আপনার সেল্ফ-আইসলেশনে থাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাকে সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছে। বারার বাসিন্দাদের খাবার ও ওষুধপত্র পৌঁছে দিতে আমাদের নির্দিষ্ট সাপোর্ট লাইন এখনো খোলা আছে। এছাড়া আপনার কেনাকাটায় কিংবা আর্থিক বিষয়ে পরমর্শ প্রদান এবং আপনাকে সামাজিকভাবে সম্পৃক্ত রাখতে সদা প্রস্তুত রয়েছেন আমাদের নিবেদিত প্রাণ ভলান্টিয়াররা।

যদি আপনাকে সেল্ফ আইসোলেট বা স্ব-বিচ্ছিন্ন হতে বলা হয়, তাহলে সেটা করা এখন যেকোন সময়ের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। দয়া করে এটা মনে রাখবেন যে, সেল্ফ-আইসোলেট না হওয়াটা এখন আইন ভঙ্গের সামিল এবং এজন্য আপনাকে জরিমানাও করা হতে পারে।

Get support >


Covid champions

চ্যাম্পিয়ন হতে আবেদন করুন এবং অন্যদের সাহায্য করুন!

যদি আপনি অন্যদের সহযোগিতা করতে চান, তাহলে কেন আমাদের কোভিড-১৯ কমিউনিটি চ্যাম্পিয়নদের একজন হবেন না? একজন চ্যাম্পিয়ন হিসেবে, আপনি কোভিড-১৯ সংক্রান্ত সকল ধরনের তথ্য টেক্সট ম্যাসেজ, হোয়াটসআপ, ইমেইল বা লাইভ ওয়েবিনার্স এর মাধ্যমে নিয়মিত পাবেন। এরপর সেই তথ্যগুলো আপনি আপনার পরিবার, বন্ধু বান্ধব ও আপনার কমিউনিটির লোকজনের সাথে শেয়ার করবেন।

Be a champion > 


Our East End

‘আওয়ার ইস্ট এন্ড’ পড়ুন এবং আপনার অভিমত জানান

কাউন্সিলের ত্রৈমাসিক প্রকাশণা ‘আওয়ার ইস্ট এন্ড’ এর বর্তমান সংখ্য প্রকাশিত হয়েছে। আমাদের বারার অসাধারণ সব অর্জন ও তথ্য তুলে ধরা হয়েছে এবারের ইস্যূতে। রয়েছে বো এলাকায় জন্ম নেয়া পপ সিঙ্গার ডিজি রাস্কেল এর ওপর প্রচ্ছদ প্রতিবেদন, নানা ধরনের খবর, ফিচার, অনুষ্ঠান ও ইতিহাসের অংশ বিশেষ। এছাড়া কোভিড-১৯ বিষয়ক সকল ধরনের তথ্য ও পরামর্শ রয়েছে এতে, যা টাওয়ার হ্যামলেটসকে নিরাপদ রাখতে সাহায্য করবে।

আমরা যেমন আমাদের নিজেদের এলাকা নিয়ে যেমন গর্বিত, এবং আশা করছি আমাদের পাঠক হিসেবে আপনিও গর্বিত এবং মাস কয়েক পর পর এই ম্যাগাজিনটি আপনার দোরগোড়ায় পেতে চান আপনি। আমাদের এই প্রকাশনাটিকে আরো উন্নত করতে সামগ্রিক দিক আমরা পর্যালোচনা করতে বদ্ধপরিকর। এজন্য চলতি সংখ্যায় একটি মতামত জরিপ অংশ সংযোজন করা হয়েছে। আমরা আপনার অভিমত শুনতে ভীষণভাবে আগ্রহী। এই রিডার সার্ভেতে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে ১০০ পাউন্ডের ভাইচার জেতার সুবর্ণ সুযোগ।

অনলাইনে ‘আওয়ার ইস্ট এন্ড পড়তে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Read Our East End >


Useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus.

If you know someone who would like to receive advice in Bengali, they can subscribe to 'Bengali newsletter' for weekly news and updates.