Bengali newsletter ⚠️ New restrictions + download new NHS app to fight against Covid-19 ⚠️

Having trouble viewing this email? View it as a Web page.

Newsletter banner 2020

Mayor message

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে প্রধান মন্ত্রী দেশজুড়ে কোভিড-১৯ এর বিস্তারের বিরুদ্ধে লড়াই করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় নতুন পদক্ষেপসমূহের রূপরেখা ঘোষনা করেছেন।

আমাদের এই লন্ডনে এবং গোটা যুক্তরাজ্য জুড়েই আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়তে থাকায় ভাইরাসের সংক্রমণের বিস্তার রুখতে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে সঠিক কাজটিই করেছে। নতুন রুলস’ বা বিধিগুলো যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমে আমাদেরকেই টাওয়ার হ্যামলেটসে একে অপরকে নিরাপদ রাখতে হবে। আমি এর থেকে বেশি চাপ দিতে পারি না।

এটা এখন সুস্পষ্ট হয়ে গেছে যে, সকল বয়স গ্রুপের মধ্যেই আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। তাই আমাদের দুর্বল ও অসহায় লোকজনকে এবং এনএইচএস-কে সুরিক্ষত রাখতে এবং সর্বোপরি জীবন বাঁচাতে আমাদের প্রত্যেককে অবশ্যই কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমি জানি, আমরা এটা নিয়ে সকলেই উদ্বিগ্ন এবং এই পরিস্থিতির দ্রুত অবসান চাই আমরা। কিন্তু ভাইরাস এটাকে এভাবে দেখেনা। যদি আপনি কোন বিধিনিষেধ অমান্য করেন, তাহলে মনে রাখবেন - আপনি অন্যের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্চেছন। সরকার বলেছে যে, হাতেগোনা কিছু লোক - যারা ভুল কাজ করছে, অর্থাত বিধিনিষেধ মানছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জরিমানা করা সহ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। আমিও এটাকে সমর্থন করি। এর চেয়ে সহজ কোন বিকল্প নেই।

ব্যক্তি সাধারণ ও ব্যবসার ক্ষেত্রে চলমান বিধিনিষেধ মেনে চলা যে কঠিন, সেটা আমরা জানি। তবে এই বিধিনিষেধ অনুসরণ করার মাধ্যমে আমরা আরো কঠোরতম নিষেধাজ্ঞাগুলো, যা আমাদের দৈনন্দিন জীবনকে আরো বেশি প্রভাব ফেলতে পারে, তা এড়াতে পারি। আমাদের কমিউনিটি ও ব্যবসা বাণিজ্যের স্বার্থে স্কুল-কলেজ, দোকানপাট, রেস্টুরেন্ট/ক্যাফে, উপাসনালয় এবং অন্যান্য ভেন্যূ খোলার রাখার পাশাপাশি জনসাধারণ ও পরিবারগুলোকে নিরাপদ রাখার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।

কোভিড-১৯ এর সংক্রমণ রুখতে টেস্টিং বা পরীক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা এই বরায় টেস্টিং সুবিধা বাড়াতে আমাদের পার্টনারস বা অংশীদারদের সাথে কাজ করে যাচ্ছি। যাদের পরীক্ষা করার দরকার, তাদের জন্য পর্যাপ্ত টেস্টিং সুবিধা নিশ্চিত করতে আমরা সরকারকে অনুরোধ করছি।

আগামী কয়েক মাস হবে খুবই চ্যালেঞ্জিং - আমরা একসাথে ঐক্যবদ্ধ থাকবো এবং এই চ্যালেঞ্জ আমরা সাফল্যের সাথে মোকাবেলা করবো।

সেল্ফ-আইসোলেট অর্থাৎ স্ব-বিচ্চিছন্ন অবস্থায় যারা থাকবেন, তাদের জন্য কাউন্সিলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হয়। যদি আপনার কোন সাহায্যের দরকার হয়, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিজেদের পরিবার, বন্ধু-স্বজন ও প্রতিবেশিদের খোঁজ খবর রাখুন।

নতুন রেস্ট্রিকশনস’ বা বিধিনিষেধগুলো এবং কোভিড-১৯ এর সংক্রমণ থামাতে কীভাবে আমরা সকলে আমাদের দায়িত্ব পালন করতে পারি, সে সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হয়েছে - তা পড়ূন।

নিরাপদে থাকুন

মেয়র বিগস


New Measures

কোভিড - ১৯ এর প্রাদুর্ভাব রুখতে দেশব্যাপি বিধিনিষেধ আরোপ

কোভিড - ১৯ এর প্রাদুর্ভাব রুখতে প্রধান মন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নতুন পদক্ষেপসমূহ ঘোষণা করেছেন।টাওয়ার হ্যামলেটসে একে অপরকে সুরক্ষিত রাখতে এই বিধিনিষেধগুলি আমাদের সকলকে অবশ্যই মেনে চলা উচিত। নতুন বিধিনিষেধগুলোর মধ্যে রয়েছে:

যেক্ষেত্রে সম্ভব ঘরে থেকে কাজ করা: অফিস কর্মীদের যদি সম্ভব হয়, তাহলে নিজেদের ঘরে থেকেই কাজ করতে বলা হচ্ছে। যেসব ক্ষেত্রে ঘরে বসে কাজ করা সম্ভব নয়, সেক্ষেত্রে কর্মীরা কর্মস্থলে যেতে পারবে।

হসপিটালিটি ভেন্যূ: ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে দেশের সকল পাব, বার ও রেস্টুরেন্টে কেবল মাত্র টেবিল সার্ভিসে সীমাবদ্ধ থাকবে। টেকওয়ে চলবে যথারীতি। এছাড়া, বৃহস্পতিবার থেকেই পাব, বার, রেস্টুরেন্ট, ক্যাফে ইত্যাদি সকল ধরনের হসপিটালিটি ভেন্যু রাত ১০টায় বন্ধ করতে হবে (যার অর্থ হলো, প্রতিষ্ঠানগুলো এসময় বন্ধ হয়ে যাওয়া এবং লাস্ট অর্ডার আহ্বান করা যাবেনা। তবে ডেলিভারি অব্যাহত রাখা যাবে।)

মুখ ঢেকে রাখা: খুচরা পণ্য বিক্রিকারী প্রতিষ্ঠান অর্থাৎ সকল ধরনের দোকানপাটের কর্মীদের, টেক্সি এবং প্রাইভেট হায়ার ভেহিক্যাল ব্যবহারকারী সকলকে, এবং হসপিটালিটি সেক্টরের ইনডোরে সকল কাষ্টমার ও স্টাফদের মুখে আচ্ছাদন পরতে হবে। শুধু খাবার বা পানীয়ের পানের জন্য টেবিলে বসে থাকার সময় মুখ ঢেকে রাখার বিধান প্রযোজ্য হবে না।

জমায়েত এবং ‘রুলস অব সিক্স’: ২৮ সেপ্টেম্বর থেকে বিয়ে এবং সিভিল পার্টনারশীপ সিরেমনিতে ৬ জনের গ্রুপে অনধিক ১৫ জন অংশ নিতে পারবেন। ফিউনারেল অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া বা দাফনে সর্বোচ্চ ৩০ জন যোগ দিতে পারবেন। সোমবার থেকে ৬ জনের কম এক গ্ৰুপে ইনডোর গেমস খেলা যাবে।

বিধি প্রয়োগ: মাস্ক না পরা কিংবা ৬ জনের বেশি গ্রুপবদ্ধ বা জমায়েত হওয়ার অপরাধে জরিমানা পরিমান ২০০ পাউন্ডে উন্নীত করা হয়েছে।

কোভিড-সুরক্ষিত ব্যবস্থা: খুচরা, বিনোদন, পর্যটন এবং অন্যান্য সেক্টরে কোভিড-সুরক্ষিত নির্দেশিকা এখন আইনগত বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। এই নির্দেশিকা বা বিধি না মানলে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে এবং প্রতিষ্ঠান বন্ধও করে দেওয়া হতে পারে।

আরো বিষয়াদি: বৃহস্পতিবার ২ অক্টোবর থেকে ব্যবসায়িক সম্মেলন, এক্সিবিশন, এবং বড় বড় ক্রীড়া ইভেন্টের পরিকল্পিত প্রত্যাবর্তন আর সম্ভব হবে না।

শিল্ডিং: দয়া করে নোট করুন - মহামারীর শুরুর দিকে দুর্বল লোকজনকে সুরক্ষিত রাখতে শিল্ডিংয়ের যে নির্দেশিকা দেওয়া হয়েছিলো, তা এখন অব্যাহত না থাকলেও সরকার এটিকে সার্বক্ষণিক পর্যালোচনায় রেখেছে।

নতুন বিধিনিষেধের একটি ভিডিও সারসংক্ষেপ টুইটারে পাওয়া যাচ্ছে। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান মন্ত্রীর ভাষনটিও আপনি ইউটিউবে দেখতে পারবেন।

Read more >


Hands-Face

হাত – মুখ – ব্যবধান: সাধারণ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন

সম্প্রতি কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং এর অতি দ্রুত ছড়িয়ে পরা ও অসহায় দূর্বল লোকজনকে সংক্রমিত করায় আমরা উদ্বিগ্ন। সাধারণ স্বাস্থ্যবিধি মনে রাখা এবং তা সর্বাবস্থায় মেনে চলা আমাদের সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ:

সাবান ও পানি দিয়ে ঘন ঘন এবং প্রতিবার কমপক্ষে ২০ সেকেন্ড ভালো করে হাত ধুয়ে নিন। সাবান-পানি পাওয়া না গেলে হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে পারেন।

গণপরিবহন, দোকান পাট, এবং অন্যান্য সকল আবদ্ধ স্থানে মুখে মাস্ক বা আচ্ছাদন পরুন। অথবা যে স্থানে শারিরীকভাবে দূরত্ব বজায় রাখ সম্ভব নয়, সেখানে মুখ ঢেকে রাখুন। এটা অতি সহজেই নিজে নিজে বানানো যায়।

আপনার পরিবারের বাইরের যেকোন লোকের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন (যেখানে সম্ভব সেখানে দুই মিটার দূরত্ব)।

যদি আপনার মধ্যে কোভিড-১৯ এর কোন লক্ষণ বা উপসর্গ, যেমন খুব বেশি জ্বর, নতুন করে অথবা ক্রমাগত কাশি, কিংবা স্বাদ/ঘ্রাণের স্বাভাবিক অনুভূতিতে পরিবর্তন আসে বা কমে যায়, তাহলে বিনামূল্যে টেস্ট বুক করুন এবং টেস্টের রেজাল্ট না পাওয়া পর্যন্ত ঘরের মধ্যে থাকুন।

আপনার টেস্ট এর ফল যদি পজিটিভ হয় অথবা পজিটিভ হয়েছে এমন কারো সংস্পর্শে যদি আপনি এসে থাকেন এবং এনএইচএস টেস্ট এন্ড ট্রেস কর্তৃক আপনাকে সেল্ফ-আইসোলেট বা স্ব-বিচ্ছিন্ন অবস্থায় থাকার জন্য বলা হয়, তাহলে নিজ ঘরে অবস্থান করুন

বিধিগুলো অনুসরণ করুন এবং সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাসমূহ, যার অনেকগুলোই এখন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য আইনী বাধ্যবাধকতায় পরিণত হয়েছে, সেগুলোর হালনাগাদ তথ্য অবহিত হন।

সর্বশেষ পরামর্শ এবং টাওয়ার হ্যামলেটসে কোভিড-১৯ এর সংক্রমণ সংক্রান্ত তথ্য জানতে হলে আমাদের ওয়েবসাইট দেখুন।


NHS Covid-19 App

NHS কোভিড-১৯ ট্রেসিং এ্যাপ – এখনই ডাউনলোড করুন

ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে NHS কোভিড-১৯ ট্রেসিং এ্যাপ নামে নতুন একটি এ্যাপ চালু করা হয়েছে। দেশের প্রতিটি মানুষকে এই এ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

যেকোন ব্যবসাপ্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের প্রবেশ দ্বারে সাঁটানোর জন্য একটি পোস্টার ডাউনলোড করার মাধ্যমে এই এ্যাপকে সহযোগিতা করতে সরকারের পক্ষ থেকে ব্যবসায়িদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। একই অনুরোধ জানানো হয়েছে উপাসনালয় ও কমিউনিটি ফ্যাসিলিটিজগুলোর দায়িত্বশীলদের প্রতিও। প্রতিটি পোস্টারে একটি কিউআর কোড থাকবে, যা অনেকটা বারকোডের মত, যা মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে অতি সহজেই স্ক্যান করা যাবে।

এ্যাপ ব্যবহারের পাশাপাশি, এই কিউআর কোড (QR Code) কোন ব্যক্তি কোথায় ছিলো তা রেকর্ড করতে এবং পরবর্তীতে কারো কোভিড-১৯ টেস্ট যদি পজিটিভ হয়, তাহলে তার সংস্পর্শে আসা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করতে পাবলিক হেলথ টিমকে সাহায্য করবে।

ব্যবসায়িদের জ্ঞাতার্থে : ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই তাদের নিজস্ব পোস্টার অনলাইনে তৈরী করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তা প্রিন্ট করতে হবে। দয়া করে বিস্তারিত তথ্য জানতে read more এই লিংকে ক্লিক করেন। 

জনসাধারণের জ্ঞাতার্থে : আজই এই এ্যাপ ডাউনলোড করুন - https://covid19.nhs.uk/

এই এ্যাপ কীভাবে কাজ করবে, সেসম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

What the app does >


Test

টাওয়ার হ্যামলেটসে কোভিড – ১৯ এ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লন্ডনের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ এর আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা এখনএটাও জানি যে, লন্ডনে আক্রান্তের মধ্যে ২০ থেকে ২৯ বছর বয়সীদের সংখ্যাই সবচেয়ে বেশি।

আমরা গোটা লন্ডনজুড়ে সংক্রমণের যে প্রবণতা দেখছি, সে অনুযায়ি টাওয়ার হ্যামলেটসেও আক্রান্তের সংখ্যাবাড়ছে। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আক্রান্তের সংখ্যা যাতে অব্যাহতভাবে বাড়তে না থাকে, তা নিশ্চিতকরতে চাই আমরা। গত জুন মাসে টাওয়ার হ্যামলেটসে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সংখ্যা ছিলো মাত্র ৩৭,যা বেড়ে আগষ্ট মাসে উন্নীত হয়েছে ১৩১ এ।

যাদের টেস্ট এর ফল পজিটিভ অর্থাৎ ইতিবাচক হয়েছে, তাদের মধ্যে যে কাজগুলোর মিল ছিলো খুবই সাধারণ,তার মধ্যে রয়েছেঃ হলিডেতে যাওয়া, বাইরে খেতে যাওয়া, কেনাকাটা করতে যাওয়া, ভ্রমণ এবং কর্মস্থলে যাওয়া-আসা।

আমরা যে জিনিসগুলো উপভোগ করি, তা করতে আমাদের সবসময় ভালো লাগে, তবে উদ্ভুত পরিস্থিতিরপ্রেক্ষিতে মজার বা বিনোদনের বিষয়গুলো নিরাপদে করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

সরকারি গাইডলাইন (নির্দেশিকা) যথাযথভাবে অনুসরণ করা এবং কোভিড-১৯ এর ঝুঁকির ব্যাপারে অধিকতরসতর্ক থাকার মাধ্যমে নিজেদের পরিবার, বন্ধু বান্ধব ও কমিউনিটির সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা বারারবাসিন্দাদের প্রতি আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন:

  • নিয়মিত এবং কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুয়ে নিন। যদি সাবান ও পানি না পাওয়া যায়, তাহলে হ্যান্ডসেনিটাইজার ব্যবহার করুন।
  • পরিবারের বাইরের যেকোন ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব (যেখানে সম্ভব ২ মিটার) বজায় রাখুন।
  • পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন, দোকানপাট এবং অন্যান্য আবদ্ধ স্থান, যেখানে শারিরীক দূরত্ববজায় রাখা সম্ভব নয়, সেখানে মাস্ক পরুন অথবা মুখ ঢেকে রাখুন ।
  • যদি আপনার মধ্যে কোভিড-১৯ এর কোন লক্ষণ (ভীষণ জ্বর, নতুন করে অথবা ক্রমাগতভাবেকাশতে থাকা, কিংবা স্বাদ/ঘ্রাণের স্বাভাবিক অনুভূতিতে পরিবর্তন আসা বা কমে যাওয়া) দেখা দেয়,তাহলে সাথে সাথে ফ্রি টেস্ট বুক করুন এবং টেস্ট বা পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ঘরে অবস্থানকরুন। ক্যানরি ওয়ার্ফ এলাকায় , , ১২  ১৫ সেপ্টেম্বর একটি মোবাইল টেস্টিং ইউনিটঅবস্থান করবে।
  • যদি আপনার কোভিড-১৯ এর টেস্ট রেজাল্ট পজিটিভ হয়, অথবা টেস্টের ফল পজিটিভ হয়েছে, এবংএনএইচএস টেস্ট এন্ড ট্রেস এর পক্ষ থেকে স্ব-বিচ্ছিন্ন থাকার জন্য বলা হয়েছে, এমন কারোর সরাসরিসংস্পর্শে আসেন, তাহলে আপনিও ঘরের মধ্যে অবস্থান করুন
  • সেল্ফ-আইসোলেট (স্ব-বিচ্ছিন্ন) থাকাকালে কাউন্সিলের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে।
  • সর্বশেষ পরামর্শ এবং টাওয়ার হ্যামলেটসে কোভিড-১৯ সংক্রমণ সম্পর্কে অবগত থাকুন।

সর্বাবস্থায় সজাগ সতর্ক থেকে এবং সবাই নিজ নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে আমরা টাওয়ারহ্যামলেটসকে নিরাপদ এবং এখানকার জনজীবনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারি।


Useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link

Updates in other languages

If you know someone who would like to receive advice in Bengali, they can subscribe to 'Bengali newsletter' for weekly news and updates.