Bengali newsletter - protect yourself and others from Covid-19

Having trouble viewing this email? View it as a Web page.

Newsletter banner 2020

COVID Champion

কোভিড-১৯ কমিউনিটি চ্যাম্পিয়ন হতে বাসিন্দাদের প্রতি আহ্বান

টাওয়ার হ্যামলেটসে কোভিড-১৯ এর সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। তাই, সর্বশেষ পরামর্শ ও সকল ধরনের তথ্য যাতে করে কমিউনিটির প্রতিটি মানুষ সময়মত অবহিত হতে পারেন, সেজন্য সহযোগিতা করতে বারার বাসিন্দাদেরকে কোভিড-১৯ কমিউনিটি চ্যাম্পিয়ন হিসেবে দায়িত্ব পালনের জন্য কাউন্সিলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এই কর্মসূচিটি খুবই সহজ। বাসিন্দারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সাইন আপ করবেন এবং তারপর কাউন্সিল নিয়মিত কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় আপ-টু-ডেট পরামর্শ ও তথ্যাদি তাদের সাথে শেয়ার করবেন। চ্যাম্পিয়নরা এসব পরামর্শ ও তথ্য তাদের পরিবার পরিজন, বন্ধু-বান্ধব ও বৃহত্তর কমিউনিটির লোকজনকে তা অবহিত করবেন এবং এসব বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা করতে সবাইকে উদ্বুদ্ধ করবেন।

মেয়র অব টাওয়ার হ্যামলেটস, জন বিগস কমিউনিটি চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে অবহিত রাখতে বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মধ্যে যারা আছেন, তাদেরকে সহযোগিতা কমিউনিটি চ্যাম্পিয়ন হয়ে আপনার দায়িত্ব পালন করুন। আমাদের প্রবীণ, সামাজিকভাবে বিচ্ছিন্ন অথবা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অনভ্যস্ত বাসিন্দা সবচেয়ে অসহায় ও অরক্ষিত লোকজনের ওপর মহামারীর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। এই ধরনের বাসিন্দাদের কাছে পৌঁছাতে সবচেয়ে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আমাদের কোভিড চ্যাম্পিয়নরা।

ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর এডাল্টস, হেলথ এন্ড ওয়েলবিয়িং, কাউন্সিল রাচেল ব্লেইক বলেন, আমাদের কমিউনিটিকে নিরাপদ রাখতে টাওয়ার হ্যামলেটস্ চ্যাম্পিয়নরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বরোতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বন্ধু-বান্ধব, পরিবার ও কমিউনিটির লোকজনের সাথে সরাসরি কথোপকথনের মাধ্যমে চ্যাম্পিয়নরা গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পৌঁছে দিয়ে সাহায্য করতে পারেন। 

জনস্বাস্থ্য সংক্রান্ত সকল পরামর্শ যথাযথভাবে অনুসরণ করতে বাসিন্দাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। দয়া করে মনে রাখুন:

  • সাবান ও পানি দিয়ে ঘন ঘন এবং প্রতিবার কমপক্ষে ২০ সেকেন্ড ভালো করে হাত ধৌত করুন। সাবান-পানি পাওয়া না গেলে আপনি হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে পারেন।
  • গণপরিবহন, দোকান পাট, এবং অন্যান্য সকল আবদ্ধ স্থানে মুখে মাস্ক বা আচ্ছাদন পরুন। অধিকাংশ ইনডোর স্থান ও ভেন্যুতে এটি বাধ্যতামূলক, তা-ই এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকুন।
  • যাদের সাথে আপনি বাস করেন না, কিংবা একই সাপোর্ট বাবল শেয়ার করেন না, তাদের কাছ থেকে যেক্ষেত্রে সম্ভব দুই মিটার দূরত্ব বজায় রাখার চেষ্ঠা করুন।
  • আপনার পরিবারের সদস্য নয়, এমন লোকজনের ৬ এর অধিক কোন গ্রুপে অর্থাৎ একসাথে সামাজিক মেলামেশা (ইনডোর, আউটডোর, প্রাইভেট হোম অর্থাৎ যেকোন স্থানে) থেকে বিরত থাকুন।
  • যদি আপনার কোভিড-১৯ এর কোন লক্ষণ দেখা দেয় যেমন, উচ্চ তাপমাত্রার জ্বর, নতুন করে ক্রমাগত কাশি কিংব স্বাদ অথবা ঘ্রাণ শক্তি লোপ পাওয়া, তাহলে ফ্রি টেস্ট বুক করুন এবং টেস্টের রেজাল্ট না পাওয়া পর্যন্ত ঘরেই অবস্থান করুন।
  • যদি কোভিড-১৯ টেস্ট এর ফল পজিটিভ হয়, তাহলে কমপক্ষে ১০ দিন সেল্ফ-আইসোলেট বা স্ব-বিচ্ছিন্ন অবস্থায় থাকুন। লক্ষণ দেখা দেয়া এবং টেস্টের ব্যবস্থা করার দিনগুলো এরমধ্যে অন্তর্ভূক্ত।
  • যদি এনএইচএস এর টেস্ট এন্ড ট্রেস থেকে আপনাকে বলা হয় যে কোভিড-১৯ এর আক্রান্ত কারো সরাসরি সংস্পর্শে আপনি এসেছেন, তাহলে সেল্ফ-আইসোলেটে থাকুন।

কোভিড-১৯ কমিউনিটি চ্যাম্পিয়ন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং এতে যোগ দিতে চাইলে ভিজিট করুন: www.towerhamlets.gov.uk/covidchampions

Sign up & find out more >


Flu vaccine

ফ্লূ মওসুম আসন্ন – এখনই ভ্যাকসিন বা টিকা নিন

শীতকাল কড়া নাড়ছে দরোজায় - ফ্লু’র মওসুমও সমাগত প্রায়। তাই, ঝুঁকির মধ্যে রয়েছেন যারা, তাদের এখনই ফ্লু ভ্যাকসিন বা টিকা নেয়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দেয়া উচিত।

ফ্লু স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং প্রতি বছরই লোকেরা দুঃখজনকভাবে মারা যায়। নিজেকে সুরক্ষিত রাখতে এক নম্বর পন্থা হচ্ছে ফ্লূ ভ্যাকসিন নেওয়া এবং আপনার জিপি কিংবা ফার্মেসিতে গিয়ে আপনি খুব সহজে ও অতি দ্রুততার সাথেই এই টিকা নিতে পারেন। এ বছর, সরকার যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ব্যাপক ফ্লু’র টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। আগের চেয়ে অনেক বেশি লোক এবার বিনামূল্যে এই টিকা পাবেন, এদের মধ্যে রয়েছেনঃ

  • কোভিড-১৯ মহামারীর সবচেয়ে ব্যাপক প্রাদুর্ভাবের সময় যাদেরকে শিল্ডিং অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছিলো তারা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ।
  • ইয়ার সেভেন পর্যন্ত সকল স্কুলগামি শিক্ষার্থী।
  • ২ ও ৩ বছর বয়সী সকল শিশু।
  • ৬৫ বছরের বেশি বয়সী লোকেরা, গর্ভবতী মহিলা এবং যাদের পূর্ব-বিদ্যমান শারিরীক জটিলতা রয়েছে।
  • ৫০ থেকে ৬৫ বছর বয়সী লোকেরা - যারা টিকা পাবেন বছরের শেষ নাগাদ ।
  • আবাসিক অথবা নার্সিং হোমে বসবাসকারী প্রত্যেককে এবং প্রবীণ অথবা ডিজেবল লোকদের পরিচর্যায় নিয়োজিত সকল কেয়ারার।

জরুরী পরিচর্যার ওপর থেকে শীতকালীন চাপ কমানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই বর্ধিত টিকাদান প্রকল্প গ্রহণ করা হয়েছে। ফ্লুর প্রাদুর্ভাব শুরু হওয়ার আগেই এই অটোম বা শরতকালীন সময়ের মধ্যেই ফ্লুর টিকা গ্রহণ করার জন্য এই টিকার লাভের উপযোগী সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি। আপনার নিজেকে, আপনার পরিবার এবং আপনার কমিউনিটিকে সুরক্ষিত রাখুন। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন - www.nhs.uk/fluvaccine

Find out more >


Sept parks

আমাদের পার্কগুলো নিয়ে গর্ববোধ করুন

বৃটেনকে পরিচ্ছন্ন করতে ‘কীপ বৃটেন টাইডি’ দেশব্যাপি পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে, যা চলবে ২৭ সেপ্টেম্বর রোববার পর্যন্ত। নির্ধারিত বিন্গুলোতে আবর্জনা ফেলে অথবা বিন্গুলো যদি পূর্ণ থাকে, তাহলে আবর্জনাগুলো সাথে করে ঘরে নিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের ১২০টিরও বেশি পার্ক ও উন্মুক্ত স্থানগুলোকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা বারার বাসিন্দা ও পার্কে বেড়াতে যাওয়া লোকজনকে অনুরোধ করছি।

ভিক্টোরিয়া পার্ক ফ্রেন্ডস এর স্বেচ্ছাসেবীরা এই অভিযানকে সমর্থন করছেন এবং কাউন্সিলের সহযোগিতায় গত রোববার ভিক্টোরিয়া পার্ক এর দ্যা হাব এ সামাজিক দূরত্ব বজায় রেখেই আবর্জনা অপসারণ কার্যক্রম পরিচালনা করেন।

পুরো গ্রীষ্মকাল জুড়েই ৯০ জন স্বেচ্ছাসেবী ও স্টাফ ভিক্টোরিয়া পার্ককে পরিচ্ছন্ন রাখতে ৯ হাজার ১৮০ ঘন্টা ব্যয় করেন। আপনার নিজের পার্কগুলোকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আপনার নাগরিক দায়িত্বটুকু পালন করুন এবং আপনার সহযোগিতা করতে আমাদের সাহায্য করুন।

Join the national effort > 


Poplar High St

ভয়াবহ বিমান আক্রমণের স্মৃতি

আশি বছর আগে ১৯৪০ ও ১৯৪১ সালে জার্মানীর বোমারু বিমানের ঝটিকা হামলায় বিধ্বস্ত হয়েছিলো যুক্তরাজ্যের বহু শহর - নগর - বন্দর ও অগনিত মানুষের জীবন। লন্ডনের ইস্ট ইন্ড, ডক এলাকা এবং টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন জনপদও সেই হামলায় পরিণত হয়েছিলো ধ্বংসস্তুপে।

সেই বোম্বিং এর ফলে আমাদের বারার ধ্বংসপ্রাপ্ত রাস্তা, ভবন ও জনজীবনের ঐতিহাসিক ছবির সংগ্রহশালা উন্মুক্ত করেছে আমাদের লকাল হিস্ট্রি লাইব্রেরী এন্ড আর্কাইভস। ঐ দুঃসহ সময়েও ইস্ট লন্ডনারদের প্রাণোচ্ছলতা এবং নতুন করে নিজেদের জীবন, ঘরবাড়ি ও অবকাঠামোগুলো পূণঃনির্মান ঝাঁপিয়ে পড়ার অসাধারণ মনোবল ফুটে উঠেছে এসব ছবিতে।

Find out more >


Stepney City farm

স্টেপনি সিটি ফার্ম ভিজিটরদের স্বাগত জানাতে শুরু করেছে আবার

স্টেপনি সিটি ফার্ম গত সপ্তাহ থেকে আবারও ভিজিটরদের স্বাগত জানানো শুরু করেছে। এটি এখন মঙ্গলবার থেকে রোববার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রতি শনিবার ভিজিটররা সেখানকার ফার্মার মার্কেটও ভিজিট করতে পারবেন।

ফার্মের স্টাফ, স্বেচ্ছাসেবী ও প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভিজিটররা যাতে আবার আগের মতো পরিদর্শন করতে সক্ষম হন, সেই লক্ষ্যে সিটি ফার্মে লোকজনকে আবার নিয়ে আসতে কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন। এখানে আসার আগে ফার্মের পরামর্শ ও নিরাপত্তামূলক পদক্ষেপ সম্পর্কে অবহিত হোন।

Go back to the farm >


Ask About Asthma

অ্যাজমা নিয়ন্ত্রণে তিনটি সহজ ও কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ

লন্ডনের প্রতি ১০ জন শিশু ও তরুণ বয়সীদের মধ্যে এ্যাজমা বা হাঁপানি রয়েছে। অথচ এ্যাজমা ম্যানেজমেন্ট সম্পর্কে বা ইনহেলার ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে তাদের অর্ধেকেরও কম সংখ্যকই জানে। এ্যাজমা সমস্যা যথাযথভাবে ম্যানেজ বা মোকাবেলা করতে না পারার কারনে প্রতি বছরে ৪ হাজারের মতো শিশু ও তরুণ বয়সীকে ভর্তি হতে হয় হাসপাতালে। এদের মধ্যে ১৭০ জনের ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর আকার ধারন করে, যার কারণে তাদের ক্ষেত্রে ইনটেনসিভ কেয়ারের প্রয়োজন হয়।

এই মাসে, আস্ক এবাউট অ্যাজমা #AskAboutAsthma ক্যাম্পেইনের পক্ষ থেকে নিজেদের অ্যাজমা সমস্যা নিয়ন্ত্রণে রাখতে তিনটি সহজ ও কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য শিশু ও কিশোর তরুণ বয়সী ও তাদের পরিবার এবং তাদের পরিচর্যাকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শিশুদের স্কুলে ফিরে যাওয়া এবং একই সাথে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে সময়টা ভীষণ চ্যালেঞ্জের, তাই এটি বর্তমান সময়ের মতো এতটা গুরুত্বপূর্ণ আর কখনোই হয়নি।

Learn more >


Business masterclass

Let us help you get back to business

আবারও ব্যবসায় ফিরে যেতে আপনার সহযোগিতায় রয়েছি আমরা

ব্যবসা বাণিজ্যের জন্য এ বছরটি অভূতপূর্ব এক চ্যালেঞ্জের। ছোট বড় সব আকার ও ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ওপর মহামারী মারাত্মক প্রভাব ফেলেছে। অর্থনীতির চাকা আবার চলতে শুরু করলেও আমরা সবাই জানি যে অনেকের ক্ষেত্রেই পূণরুদ্ধারের পথ হবে দীর্ঘ এবং এই পথে থাকবে অনেক সমস্যা ও প্রতিবন্ধকতা।
বিজনেস কনসালটেন্টদের নেটওয়ার্ক মাস্টারসাম এর সাথে মিলে আমাদের এন্টারপ্রাইজ টিম অনলাইন মাস্টারক্লাসের অনেকগুলো সিরিজ পরিচালনা করছে, যার মাধ্যমে টাওয়ার হ্যামলেটসের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িতদের ফ্রি ট্রেনিং ও এডভাইস দেয়া হচ্ছে।

এই অনলাইন মাস্টার ক্লাসের পরবর্তী সেশনটি অনুষ্টিত হবে ১ অক্টোবর, বৃহস্পতিবার, যেখানে কোভিড-১৯ মহামারী শেষে স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন ও পুণরুদ্ধার কিভাবে করা যাবে, তা নিয়ে আলোকপাত করা হবে।

Find out more >


Small grants

স্মল গ্র্যান্ট স্কিম

আপনি কি টাওয়ার হ্যামলেটসে অবস্থিত ছোট আকারের স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা ব্যক্তি উদ্যোগের সাথে সম্পৃক্ত?

স্থানিয় জনসাধারনের নতুন প্রজেক্ট আইডিয়াকে বাস্তবে রূপ দিতে, স্টার্ট-আপ এন্টারপ্রাইজে সহায়তা দিতে এবং আমাদের কমিউনিটিগুলোর শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে ফাউন্ডেশন ফর ফিউচার লন্ডন এর উদ্যোগে দ্যা ওয়েস্টফিল্ড ইস্ট ব্যাংক ক্রিয়েটিভ ফিউচার ফান্ড গঠন করা হয়েছে।

২০০ পাউন্ড থেকে সর্বোচ্চ ৫০০০ পাউন্ড পর্যন্ত অনুদান তহবিল দেয়া হবে। ২৮ সেপ্টেম্বর, সোমবার বেলা ১২টা মধ্যে এপ্লিকেশন করতে হবে।


school children

স্কুলে যাওয়া আসার সময়কে নিরাপদ করতে স্কুল স্ট্রিট প্রকল্প

টাওয়ার হ্যামলেটসের শিশু ও তাদের পরিবারগুলো আমাদের প্রথম ৬টি স্কুল স্ট্রিট প্রকল্প বাস্তবায়নের ফলে স্কুলগুলোর চারাপাশের রাস্তাগুলো শান্ত ও নিরাপদ হওয়ার সুফল ভোগ করবে।

স্কুল স্ট্রিট প্রজেক্টের আওতায় আনা পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে, ফুটপাত প্রশস্তকরণ, নিরাপদ ক্রসিং (পারাপার), বাইক এবং স্কুটার রাখার ব্যবস্থা, স্কুল খোলা থাকা দিনগুলোর শুরু ও শেষ হওয়ার সময় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ বা সীমাবদ্ধ করা এবং পার্শ্ববর্তী রাস্তাগুলোতে গাড়ি চলাচলের কারণে নিঃসৃত দূষণ ফিল্টার বা শোষন করতে গাছপালা লাগানো।

প্রথম পর্যায়ের স্কুল স্ট্রিটগুলোর পাশাপাশি ট্রান্সপোর্ট ফর লন্ডন এর অর্থায়নে ২৫টি স্কুলের গেইটের কাছে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে অস্থায়ি ব্যবস্থাদি গ্রহণ করা হবে।

Find out more >


Every Mind Matters v2

বাচ্চাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক নতুন প্রচারাভিযান

মহামারীর এই সময়ে বেশির ভাগ পরিবারই তাদের দৈনন্দিন জীবনে উত্থান-পতনের অভিজ্ঞতা অর্জন করেছে। শিশু ও তরুণ বয়সীরা এখন আবার স্কুল কিংবা কলেজে ফিরে গেছে। বর্তমান সময়ের প্রেক্ষিতে বাচ্চারা যাতে তাদের নিজেদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার দেখভাল নিজেরাই করতে পারে এবং এ ব্যাপারে তাদেরকে সহায়তা করতে পিতামাতা ও কেয়ারগণকে সক্ষম করে তুলতে পাবলিক হেলথ ইংল্যান্ড একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে।
পরামর্শটি এনএইচএস কর্তৃক সমর্থিত এবং শিশু ও ইয়াংদের মেন্টাল হেলথ বিষয়ক শীর্ষস্থানীয় চ্যারিটি সংগঠনগুলোর পার্টনারশীপের ভিত্তিতে এটি তৈরী করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে শিশু কিংবা কমবয়সী ছেলেমেয়ে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সংকট আছে এমন লক্ষণগুলো চিহ্নিত করতে মা-বাবা ও কেয়ারারদের সাহায্য করা এবং কিভাবে বাচ্চাদের সহায়তা করা যায়, সেব্যাপারে তাদের সক্ষম করে তোলা।

এই প্রচারাভিযানকে সফল করতে সেলিব্রেটি অভিভাবকদের সহযোগিতায় একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র তৈরী করা হয়েছে।

Find out more >


curry

স্থানীয় অনেক রেস্টুরেন্ট এখনো ইট্ আউট অফার দিচ্ছে

এই বারায় রয়েছে অগনিত রেস্টুরেন্ট, ক্যাফে ও পাব এবং তাদের অনেকগুলোই ‘ইট্ আউট টু হেল্প আউট’ অফারটির মেয়াদ সেপ্টেম্বর মাসেও অব্যাহত রেখেছে।

কোবরা বিয়ারের সাথে পার্টনারশীপের ভিত্তিতে এটি সম্ভব হয়েছে - টাওয়ার হ্যামলেটসের অংশগ্রহণকারী রেস্টুরেন্টগুলোতে শুধুমাত্র খাবারের বিলে জনপ্রতি ১০ পাউন্ড পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।  এর মধ্যে ব্রিক লেনের কিছু রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনি সাময়িক সময়ের জন্য রাস্তার একাংশে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন।

আপনার নিকটবর্তী রেস্টুরেন্ট খুঁজে পেতে অথবা আপনি যদি ব্যবসার মালিক হন, তাহলে এই অফার প্রোগ্রামের অংশ নিতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Find out more > 


Have your say...


SP map

সাউথ পপলার মাস্টারপ্ল্যান সম্পর্কে আপনার অভিমত তুলে ধরুন

সাউথ পপলার এলাকার প্রবৃদ্ধিকে ইতিবাচক করতে এবং এর উন্নয়ন প্রজেক্টগুলো যাতে আমাদের বিদ্যমান ও নতুন কমিউনিটির জন্য সুফলদায়ক হয়, তা নিশ্চিত করতে আমরা নতুন একটি পরিকল্পনা নির্দেশিকার খসড়া তৈরী করছি। এজন্য আমরা আপনার অভিমত জানতে আগ্রহী।

ভবিষ্যতের প্ল্যানিং এপ্লিকেশনগুলোর ক্ষেত্রে এবং ট্রান্সপোর্ট লিঙ্কস অর্থাৎ যোগাযোগ অবকাঠামো, কমিউনিটি সুবিধাদি ও উন্মুক্ত স্থানগুলোর মত স্থানিয় ইস্যূগুলোতে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নতুন এই গাইডেন্স বা নির্দেশিকা প্রভাব ফেলবে। আপনার অভিমত তুলে ধরতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Have your say >


QMUL plan

ইউনিভার্সিটি ক্যাম্পাস সম্প্রসারণ প্রকল্প সম্পর্কে আপনার অভিমত জানান

কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন এর প্রবৃদ্ধির উচ্চাকাক্সক্ষাকে গাইড বা নির্দেশনার জন্য আসন্ন মাসগুলোতে আমাদের প্ল্যানিং টিম একটি মাস্টারপ্ল্যান তৈরী করবে।

ভবিষ্যতে ক্যাম্পাস সম্প্রসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় কমিউনিটি ও চারপাশের এলাকাগুলোর স্বার্থের সাথে সংযুক্ত রয়েছে - এটা নিশ্চিত করতে এই পরিকল্পনা সাহায্য করবে।
আপনার অভিমত তুলে ধরতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Share your ideas >


Useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link

Updates in other languages

If you know someone who would like to receive advice in Bengali, they can subscribe to 'Bengali newsletter' for weekly news and updates.