Bengali newsletter: COVID-19 cases are rising in Tower Hamlets, and more local advice

Having trouble viewing this email? View it as a Web page.

Tower Hamlets banner

KLS-twityter-BN

টাওয়ার হ্যামলেটসে কোভিড – ১৯ এ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লন্ডনের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ এর আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা এখন এটাও জানি যে, লন্ডনে আক্রান্তের মধ্যে ২০ থেকে ২৯ বছর বয়সীদের সংখ্যাই সবচেয়ে বেশি।

আমরা গোটা লন্ডনজুড়ে সংক্রমণের যে প্রবণতা দেখছি, সে অনুযায়ি টাওয়ার হ্যামলেটসেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আক্রান্তের সংখ্যা যাতে অব্যাহতভাবে বাড়তে না থাকে, তা নিশ্চিত করতে চাই আমরা। গত জুন মাসে টাওয়ার হ্যামলেটসে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সংখ্যা ছিলো মাত্র ৩৭, যা বেড়ে আগষ্ট মাসে উন্নীত হয়েছে ১৩১ এ।

যাদের টেস্ট এর ফল পজিটিভ অর্থাৎ ইতিবাচক হয়েছে, তাদের মধ্যে যে কাজগুলোর মিল ছিলো খুবই সাধারণ, তার মধ্যে রয়েছেঃ হলিডেতে যাওয়া, বাইরে খেতে যাওয়া, কেনাকাটা করতে যাওয়া, ভ্রমণ এবং কর্মস্থলে যাওয়া-আসা।

আমরা যে জিনিসগুলো উপভোগ করি, তা করতে আমাদের সবসময় ভালো লাগে, তবে উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে মজার বা বিনোদনের বিষয়গুলো নিরাপদে করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

সরকারি গাইডলাইন (নির্দেশিকা) যথাযথভাবে অনুসরণ করা এবং কোভিড-১৯ এর ঝুঁকির ব্যাপারে অধিকতর সতর্ক থাকার মাধ্যমে নিজেদের পরিবার, বন্ধু বান্ধব ও কমিউনিটির সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা বারার বাসিন্দাদের প্রতি আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন:

  • নিয়মিত এবং কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুয়ে নিন। যদি সাবান ও পানি না পাওয়া যায়, তাহলে হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করুন।
  • পরিবারের বাইরের যেকোন ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব (যেখানে সম্ভব ২ মিটার) বজায় রাখুন।
  • পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন, দোকানপাট এবং অন্যান্য আবদ্ধ স্থান, যেখানে শারিরীক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সেখানে মাস্ক পরুন অথবা মুখ ঢেকে রাখুন ।
  • যদি আপনার মধ্যে কোভিড-১৯ এর কোন লক্ষণ (ভীষণ জ্বর, নতুন করে অথবা ক্রমাগতভাবে কাশতে থাকা, কিংবা স্বাদ/ঘ্রাণের স্বাভাবিক অনুভূতিতে পরিবর্তন আসা বা কমে যাওয়া) দেখা দেয়, তাহলে সাথে সাথে ফ্রি টেস্ট বুক করুন এবং টেস্ট বা পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ঘরে অবস্থান করুন। ক্যানরি ওয়ার্ফ এলাকায় ৬, ৯, ১২ ও ১৫ সেপ্টেম্বর একটি মোবাইল টেস্টিং ইউনিট অবস্থান করবে।
  • যদি আপনার কোভিড-১৯ এর টেস্ট রেজাল্ট পজিটিভ হয়, অথবা টেস্টের ফল পজিটিভ হয়েছে, এবং এনএইচএস টেস্ট এন্ড ট্রেস এর পক্ষ থেকে স্ব-বিচ্ছিন্ন থাকার জন্য বলা হয়েছে, এমন কারোর সরাসরি সংস্পর্শে আসেন, তাহলে আপনিও ঘরের মধ্যে অবস্থান করুন
  • সেল্ফ-আইসোলেট (স্ব-বিচ্ছিন্ন) থাকাকালে কাউন্সিলের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে।
  • সর্বশেষ পরামর্শ এবং টাওয়ার হ্যামলেটসে কোভিড-১৯ সংক্রমণ সম্পর্কে অবগত থাকুন।

সর্বাবস্থায় সজাগ ও সতর্ক থেকে এবং সবাই নিজ নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে আমরা টাওয়ার হ্যামলেটসকে নিরাপদ এবং এখানকার জনজীবনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারি।


Back to School

স্কুল খুলেছে: আপনার সকল প্রশ্নের উত্তর

আমাদের এসোসিয়েট ডিরেক্টর অব পাবলিক হেলথ ফর চিলড্রেন এন্ড ফ্যামিলিজ, ক্যাটি কোলকে বারার শিশু ও কিশোর বয়সীরা সম্প্রতি অনেকগুলো প্রশ্ন করেছে।

স্কুলে ফিরে যাওয়া সম্পর্কিত সকল তথ্য, পরামর্শ এবং সহযোগিতার জন্য ভিডিওটি দেখুন এবং ভিজিট করুন –  www.towerhamlets.gov.uk/backtoschool.

এছাড়া, এটা মনে রাখা দরকার যে, গণপরিবহনের ধারণ ক্ষমতা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। তাই দয়া করে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস, টিউবে চলাচল যতটুকু সম্ভব এড়িয়ে চলুন এবং সম্ভব হলে ড্রাইভ করুন। পায়ে হেঁটে, সাইকেল বা স্কুটারে - যেক্ষেত্রে যেটা সম্ভব সেই উপায়ে স্কুলে যাওয়া আসা করুন। ট্রান্সপোর্ট ফর লন্ডন এর ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পড়ুন।

Video Q & A >


Brick Lane sign

পদচারী ও ভোজনরসিকদের জন্য ব্রিক লেনে যান চলাচল বন্ধ

পদচারীরা যাতে নিরাপদে হাটঁতে পারেন এবং রেস্টুরেন্ট ক্যাফেতে খেতে আসা লোকজন বাইরের পরিবেশে বসে খাবার খেতে পারেন, সেজন্য ব্রিক লেনের কিছু অংশে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

রেস্টুরেন্টগুলোর ব্যবসা বাড়াতে সময়োপযোগি পদক্ষেপ হিসেবে বারার সবচেয়ে জনপ্রিয় এই রাস্তায় আগামী ১০ সপ্তাহ যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এই রাস্তায় অবস্থিত খাবার-দাবার বিক্রিকারী প্রতিষ্ঠানগুলো তাদের শপের বাইরে টেবিল সার্ভিস প্রদান করতে চাইলে পারমিটের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহীরা streetmarkets@towerhamlets.gov.uk – এই ইমেইলে পারমিট চেয়ে আবেদন করতে পারেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

Further details >


Whitechapel flat fire

অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সময়মত পরীক্ষা করায় মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে

আমাদের হাউজিং কর্মকর্তারা যদি প্রায় বছর খানেক আগে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ না দিতেন তাহলে হোয়াইটচ্যাপলের একটি আবাসিক ভবনের সপ্তম তলার ফ্ল্যাটের কিচেনে সংঘটিত অগ্নিকান্ডের পরিণতি আরো ধ্বংসাত্মক হতে পারতো।

গত বছরের সেপ্টেম্বর মাসে পরিদর্শনে গিয়ে কাউন্সিলের হাউজিং অফিসাররা বাড়ির মালিককে সঠিক ফায়ারডোর (অগ্নিরোধক দরোজা) ও অগ্নি সনাক্তকরণ ব্যবস্থা স্থাপন করার নির্দেশ দিয়েছিলেন। সৌভাগ্যবশত এটা হয়েছিলো এবং মাস কয়েক পর ল্যান্ডলর্ড বারার সিলেক্টিভ লাইসেন্স স্কীম গ্রহণ করেছিলেন। আমাদের অফিসার এবং ল্যান্ডলর্ড যথা সময়ে যথাযথ পদক্ষেপ নেয়ার করনে কিচেনে সংঘটিত আগুন ফ্ল্যাটের অন্য রুমগুলোতে ছড়িয়ে পারেনি এবং তিনজন ভাড়াটে নিরাপদে বের হয়ে আসতে পেরেছিলেন।

সিলেক্টভ লাইসেন্সিং স্কীমের নবায়নের মেয়াদ ২০২১ সালের সেপ্টেম্বর থেকে আরো ৫ বছরের জন্য বাড়ানো হবে কিনা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এব্যাপারে কাউন্সিল কনসালটেশন করবে। বিস্তারিত তথ্য জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Find out more >


Wapping Bus Gateway

ওয়াপিং বাস গেটওয়ের ফলে কমেছে ব্যস্ত সময়ের যান চলাচলের চাপ

সড়ক নিরাপত্তা ও বাতাসের মান উন্নত করতে কাউন্সিলের উদ্যোগে ওয়াপিংয়ে বাস গেটওয়ে স্থাপনের ফলে এই এলাকায় ট্রাফিকের চাপ অর্থাৎ যান চলাচলের মাত্রা প্রায় এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে।

ওয়াপিং হাই স্ট্রিটে স্থাপিত এই বাস গেটওয়েতে অটোমেটিক নাম্বার প্লেট রিকোগনিশন ক্যামেরা (এএনপিআর) লাগানো হয়েছে। সোমবার থেকে শুক্রবার - উইকডেজের ব্যস্ত সময় অর্থাৎ পিক টাইমে যদি কোন গাড়ি এই গেট অতিক্রম করে, তাহলে গাড়ি চালককে জরিমানা গুনতে হবে।

ব্লুব্যাজ হোল্ডারদের ক্ষেত্রে ছাড় দেয়া সংক্রান্ত পুরো স্কীমটি কয়েক সপ্তাহের মধ্যে চুড়ান্ত করা হবে। এর ফলে ই১ডব্লিউ এই পোস্টকোডে নিবন্ধিত ব্লুব্যাজ হোল্ডারদের গাড়ি বাস গেটওয়ে অতিক্রম করতে পারবে।

যানবাহনের চাপ কমার পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় ওভারগ্রাউন্ড স্টেশনের বাইরে জেব্রা ক্রসিং স্থাপন, প্রাথমিক বিদ্যালয়গুলোর চারপাশের নিরাপত্তামূলক ব্যবস্থাদি আরো বাড়ানো এবং ওয়াপিং লেন ও ওয়াপিং হাই স্ট্রিটের গুরুত্বপূর্ণ ওয়াকিং রুটের ফুটপাত উন্নয়নের কাজ শুরু হবে।

Find out more >


Holiday childcare

সামার হলিডে চাইল্ডকেয়ার সম্পর্কিত আপডেট

চলতি গ্রীষ্মে আমরা গোটা বরায় ১৬ শ’য়েরও বেশি এক্টিভিটিজে শিশু কিশোর বয়সীদের স্বাগত জানিয়েছে। এ ব্যাপারে অভিভাবক ও পরিবারগুলোর পক্ষ থেকে অনন্য ও ইতিবাচক ফিডব্যাক পেয়েছি।

আমাদের সর্বসাম্প্রতিক রিপোর্টে (নিচের লিঙ্কে ক্লিক করুন) সকল বয়সীদের জন্য পরিচালিত সেশনগুলো সম্পর্কে পড়ুন। অক্টোবর হাফ-টার্মের জন্য চাইল্ডকেয়ার স্কীমে বুকিং কার্যক্রম শুরু হবে ১৪ সেপ্টম্বর থেকে।

Read the report >


Ask the MAyor

মেয়রকে প্রশ্ন করতে চান? যোগ দিন আজকের অনলাইন ইভেন্টে

মেয়র জন বিগস আজ (৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার) বিকাল ৭ থেকে ৮ টা পর্যন্ত অনলাইনে ‘আস্ক দ্যা মেয়র ইভেন্ট’ (মেয়রকে প্রশ্ন করার অনুষ্ঠান) পরিচালনা করবেন।

ঘরে বসেই আপনি স্থানীয় যেসব ইস্যূ আপনার ওপর প্রভাব ফেলছে, সেসব ব্যাপারে মেয়রের কাছ থেকে সরাসরি জানার সুযোগ পাবেন। আজকের সন্ধ্যার এই অনলাইন ইভেন্টে অংশ নিতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে এখনই নিবন্ধন করুন।

Register now >


Useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link

Updates in other languages

If you know someone who would like to receive advice in Bengali, they can subscribe to 'Bengali newsletter' for weekly news and updates.