Bengali newsletter: Covid-19 latest + dawn raids crack down on crime, new homes & more

Having trouble viewing this email? View it as a Web page.

Tower Hamlets banner
Wear a face cover

আপনার দায়িত্ব আপনি পালন করুন – মুখ ঢেকে রাখুন

যখন বাইরে বের হবেন, তখন সরকারের কোভিড-১৯ নির্দেশিকা যথাযথভাবে অনুস্মরণ করুন।

যদিও গরমের এই সময়ে মুখে মাস্ক পরিধান বা মুখ ঢেকে রাখাটা বেশ অস্বস্তিকর, তারপরও যেখানে এটা করা অত্যাবশকীয়, যেমন পাবলিক ট্রান্সপোর্ট, দোকানপাট ও হাসপাতাল ইত্যাদি স্থানে এটি পরিধান করুন। ৮ আগষ্ট থেকে যেসব স্থানে অবশ্যই মুখে আচ্ছাদন পরতে হবে, তার তালিকা আরো সম্প্রসারিত করা হয়েছে। যেমন এখন থেকে সিনেমা হল, উপাসনালয়, জাদুঘর, সেলুন, লাইব্রেরী, কমিউনিটি সেন্টার সহ অসংখ্য অভ্যন্তরীন পাবলিক স্পেস ও ভেন্যুতে মাস্ক পরিধান বা মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক। ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রোধ করতে দয়া করে সর্বশেষ নির্দেশনাগুলো অনুস্মরণ করার মাধ্যমে আপনার নাগরিক দায়িত্ব পালন করুন।

বাইরে থেকে ঘরে ঢোকার সাথে সাথে সাবান – পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া এবং বাইরে অবস্থানকালে অন্যদের থেকে শারিরীক দূরত্ব বজায় রাখা – এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না, সেসম্পর্কে বিস্তারিত জানতে হলে ক্লিক করুন Read more এই লিঙ্কে।

Cover up >


Test & Trace

আপনার মধ্যে কোভিড-১৯ এর কোন লক্ষণ দেখা দিলে দ্রুত টেস্ট বুক করুন

এনএইচএস টেস্ট এন্ড ট্রেস হচ্ছে একটি জাতীয় কর্মসূচি, যার লক্ষ্য হচ্ছে কারো মধ্যে যদি কোভিড-১৯ এর লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুততার সাথে তার পরীক্ষা করার বিষয়টি নিশ্চিত করা। এছাড়া কারো টেস্ট বা পরীক্ষার ফল পজিটিভ হলে, তার সাথে সাম্প্রতিক সময়ে যাদের সরাসরি যোগাযোগ হয়েছে, তাদের চিহ্নিত করা এবং প্রয়োজনে তাদের জানিয়ে দেয়া, যাতে করে তারাও ঘরে অবস্থান করেন এবং এর ফলে ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া বন্ধ করা সম্ভবপর হবে।

টাওয়ার হ্যামলেটসকে নিরাপদ রাখা এবং আক্রান্ত ও সংক্রমণের হার কমিয়ে আনার ক্ষেত্রে টেস্ট এন্ড ট্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম।

বর্তমানে বারায় ভ্রাম্যমান টেস্টিং ইউনিট পরিচালনা করা হচ্ছে। এছাড়া হোম টেস্টিং কিটের অর্ডার দেয়া যাবে। পরবর্তী মোবাইল টেস্টিং এর তারিখ হচ্ছে ১৩ এবং ১৬ আগষ্ট।

যদি আপনার মধ্যে কোভিড-১৯ এর কোন উপসর্গ থাকে, তাহলে অতিসত্বর তা পরীক্ষার জন্য বুক করুন। নিচের বাটনে ক্লিক করে আপনি সহজেই টেস্ট বুক করতে পারবেন।

Book a test >


Park playgrounds

খুলে দেয়া হলো পার্কের প্লেগ্রাউন্ড ও আউটডোর জিম

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাৎসরিক নিরাপত্তা যাচাই শেষে দু’টি ছাড়া (পপলারের বার্টলেট পার্ক এবং মাইল এন্ডের চিলড্রেন্স প্লে পার্ক) আমাদের সকল পার্কের প্লেগ্রাউন্ড এবং আউটডোর জিম সবার জন্য খুলে দেয়া হয়েছে।

আমরা আশা করছি, শিশুরা ও তাদের পরিবার আবারও ঘরের বাইরে মেতে উঠতে পারবে খেলাধূলায়। প্লেগ্রাউন্ড এবং এর সরঞ্জামাদি ব্যবহার করার সময় নিরাপত্তামূলক পরামর্শগুলো মেনে চলুন এবং শিশুরাও যাতে এসব পরামর্শ অনুস্মরণ করে, সেজন্য তাদেরকে সহযোগিতা করুন।

Visit your local park > 


Budget

কোভিড-১৯ নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান

কোভিড – ১৯ এর মহামারীজনিত পরিস্থিতি মোকাবেলায় অত্যধিক ও অতিরিক্ত ব্যয় নির্বাহ করতে গিয়ে আমাদের বাজেটে ৩০ মিলিয়ন পাউন্ডের অর্থনৈতিক ব্ল্যাকহোলের সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করতে ‘যা যা করণীয়, তা করা হবে’ বলে সরকার যে অঙ্গিকার করেছিলো, যদি সরকার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে কাউন্সিলকে তহবিল সংক্রান্ত কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে সতর্ক করেছেন মেয়র জন বিগস।

সম্প্রতি আমাদের কেবিনেট মিটিংয়ে মারাত্মক আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। লকডাউনের প্রথম ৪ মাসের পরিসংখ্যানে দেখা গেছে যে, অত্যাবশকীয় ব্যয় বৃদ্ধি এবং পক্ষান্তরে আয় হ্রাস পাওয়ায়, কাউন্সিলকে অতিরিক্ত ৬০ মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হয়েছে। অথচ সরকার কেবলমাত্র এই পরিমাণ অর্থের অর্ধেক দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Read more >


Town Hall

টাওয়ার হ্যামলেটসে বর্ণবৈষম্য দূর করতে কমিশন গঠন

টাওয়ার হ্যামলেটসে কীভাবে বর্ণ বৈষম্য দূর করা যায়, তা নিয়ে এক ভার্চূয়াল আলোচনা অনুষ্ঠানে মেয়র জন বিগস বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের ক্ষেত্রে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রাতিষ্ঠানিক বর্ণবাদ ও নিগ্রহের বিরুদ্ধে বিশ্বের কোটি কোটি মানুষকে সোচ্চার করেছে। কৃষ্ণাঙ্গ, এশীয় ও সংখ্যালঘু জাতিগত পটভূমির লোকেরা যে বিদ্যমান অবিচারগুলো সহ্য করে চলেছে, তা থেকে উত্তরণে কী কী পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে আমাদের আরো নজর দেয়ার ও ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।"

বারার বাসিন্দাদের জন্য বৃহত্তর সাম্যতা ও সুযোগ অর্জন নিশ্চিত করতে কী কী ধরনের বাস্তব ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনা যায়, তা অনুসন্ধান করার জন্য একটি কমিশন গঠন করা হবে, যার নেতৃত্ব দেবেন ডেপুটি মেয়র কাউন্সিলর আসমা বেগম।

ডেপুটি মেয়র কাউন্সিলর আসমা বেগম বলেন, "আমরা সবাই এটা জানতাম যে জাতিগত বৈষম্য বিদ্যমান, কিন্তু জর্জ ফ্লয়েডের নৃশংস হত্যাকান্ড এই ইস্যূটিকে মানুষের মনের মধ্যে গেঁথে দিয়েছে এবং আমি আশা করি এটি পরিবর্তনের অনুঘটক হিসেবে প্রমাণিত হবে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল রেস কমিশন গঠন করায় আমি খুবই সন্তুষ্ট। এই কমিশনের লক্ষ্য হবে সত্যিকারের সাম্য প্রতিষ্ঠার জন্য কী ধরনের ইতিবাচক পদক্ষেপ নেয়া যায়, তা চিহ্নিত করতে সকল অংশিদারদের একত্রিত করা।"

বিস্তারিত পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন -

Read more >


New homes

পরিত্যক্ত কার পার্কে নির্মান করা হয়েছে ২৪টি কাউন্সিল ফ্ল্যাট

স্টেপনী গ্রীণের একটি পরিত্যক্ত কার পার্ক, যা এক সময় সমাজ বিরোধী কার্যকলাপের নিরাপদ স্থানে পরিণত হয়েছিলো, সেখানে এখন নির্মান করা হয়েছে ২৪টি কাউন্সিল ফ্ল্যাট।

২০০০ নতুন কাউন্সিল বাড়ি নির্মানের যে প্রতিশ্রুতি দিয়েছিলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, তারই অংশ হিসেবে জুবিলি স্ট্রিটের লেভিটাস হাউসটি সর্বশেষতম উন্নয়ন। এটি তিনটি সাইটের মধ্যে প্রথম যার নির্মান কাজ এই গ্রীষ্মেই শেষ হওয়ার কথা। সবগুলো সাইটের নির্মান কাজ সম্পন্ন হলে ৭৭টি কাউন্সিল ফ্লাট সরবরাহ করা সম্ভব হবে।

এই ভবনে বসবাসকারী বাচ্চাদের খেলাধূলার জন্য রয়েছে বড় আকারের প্লে এরিয়া, যেখানে থাকবে ক্লাইম্বিং ফ্রেম, সুইংস, সী সো, ট্রাম্পোলাইনস এবং উন্মুক্ত স্থান।

মেয়র জন বিগস এবং ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর হাউজিং, কাউন্সিলর সিরাজুল ইসলাম সম্প্রতি এসব সুবিধাগুলো সরেজমিনে যাচাই করে দেখেছেন। বিস্তারিত তথ্য রয়েছে নিচের লিঙ্কে -

Find out more >


Play Street

২০ সেপ্টেম্বর কার ফ্রি ডে

লন্ডন কার ফ্রি ডে বা গাড়িমুক্ত দিবস হচ্ছে ২০ সেপেটম্বর রোববার। এ উপলক্ষে আবাসিক এলাকার রাস্তাগুলোকে প্লে স্ট্রিট হিসেবে গড়ে তোলার সুযোগ দিচ্ছি আমরা।

নিজের কমিউনিটিকে জানার পাশপাশি গাড়িমুক্ত রাস্তায় শিশুদের খেলাধূলায় মেতে ওঠার অসাধারণ সুযোগ হচ্ছে এটি। তবে আপনি যদি আপনার এলাকার কোন রাস্তায় ঐ দিন বাচ্চাদের খেলাধূলার আয়োজন করতে চান, তাহলে এখনই প্রতিবেশিদের সাথে কথা বলুন এবং অনুমিত চেয়ে আবেদন করুন।

Read more >


Operation Continuum

অপারেশন কোন্টিনামঃ ৬ জন গ্রেফতার ও মাদক জব্দ

মহামারীর কারণে টাওয়ার হ্যামলেটসে অপরাধ দমনে আমাদের প্রচেষ্টা থেমে নেই। গত সপ্তাহে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন আবাসিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ ক্লাস এ ড্রাগস জব্দ করা হয়েছে।

কাউন্সিল, মেট পুলিশ ও হাউজিং এসোসিয়েশনগুলোর সমন্বয়ে গঠিত অপরাশেন কোন্টিনাম এর অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হয়। ড্রাগ বা মাদক কেনাবেচা বন্ধ করতে এবং বারাকে নিরাপদ করার লক্ষ্যে এই পার্টনারশীপ গড়ে তোলা হয়।

Find out more >


Black History Month 2019

ব্ল্যাক হিস্ট্রি মান্থ এর ছবি পাঠান

ব্ল্যাক হিস্ট্রি মান্থ ফটো – ওপেন এক্সিবিশন ২০২০ এর জন্য ছবি জমা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
কৃষ্ণাঙ্গ জনগোষ্টির সমৃদ্ধ কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীতে যে কেউ ব্ল্যাক হিস্ট্রি মান্থ এর এ বছরের ইভেন্ট কিংবা গত বছরের ইভেন্টের ওপর তোলা ছবি জমা দিতে পারেন।
বাছাইকৃত ছবিগুলো অক্টোবর মাসে অনলাইন প্রদর্শনীতে স্থান পাবে। ছবি জমা দেয়ার শেষ সময় ২১ আগষ্ট।

আগামী অক্টোবর মাসে আপনি যদি কোন ইভেন্টের (অনলাইন কিংবা রিয়েল লাইফ) পরিকল্পনা করে থাকেন, তাহলে সেসম্পর্কেও আমাদের অবহিত করুন।

Share your plans > 


Free family meals

হেলদি হলিডেজ প্রোগ্র্যাম এর আপডেট

আমাদের স্বাস্থ্যকর ছুটির দিনের খাবারের প্রোগ্রামের আপডেট! 

এখন থেকে আপনি হোয়াইটচ্যাপল এবং শেডওয়েলে নতুন দু’টি লোকেশন থেকে ফ্রি মিল ও ফুড ব্যাগ সংগ্রহ করতে পারবেন।

আপনার পরিবার যদি এগুলো পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হোন, তাহলে আপনি ২৮ আগষ্ট পর্যন্ত বারার ৬টি লকেশনের যেকোন একটি থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। এই গ্রীষ্মে নিজেকে সক্রিয় রাখার এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে উদ্বুদ্ধ করতে নানা এক্টিভিটিজ ও আইডিয়ার একটি প্যাকও আপনি সংগ্রহ করতে পারেন।

Map of locations >


Citizenship ceremonies resumes

টাউন হলে অনুষ্ঠিত হলো সিটিজেনশীপ সিরেমনি

হোম অফিসের অনুমোদনের পর গত সপ্তাহে আমরা গ্রুপ সিটিজেনশীপ সিরেমনির আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের কাউন্সিল চেম্বারে আয়োজিত বিশেষ কোভিড-সুরক্ষিত অনুষ্ঠানে প্রায় ১০০ জন নতুন ইউকে সিটিজেনকে আমরা স্বাগত জানিয়েছি।

সুরক্ষা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তার কারণে অনুষ্ঠানগুলো এখনো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেনি। আগত লোকজনকে মুখ ঢেকে রাখতে হয়েছে এবং কাউন্সিল চেম্বারে পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে বসতে হয়েছে এবং দুর্ভাগ্যক্রমে নতুন নাগরিকরা তাদের পরিবারের লোকজন বা বন্ধুবান্ধবদেরও আমন্ত্রণ জানাতে পারেননি।

পরিবর্তিত পরিস্থিতি সত্বেও আমরা আশা করছি, আসন্ন সপ্তাহগুলোতে অসংখ্য নতুন ইউকে সিটিজেনদের স্বাগত জানাতে পারবো।

Citizenship latest >


Useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. If you know someone who would like to receive advice in Bengali, they can subscribe to 'Bengali newsletter' for weekly news and updates.