Bengali e-newsletter: updates from Tower Hamlets Council

Having trouble viewing this email? View it as a Web page.

Tower Hamlets banner
Crane Collapse

বো এলাকায় ক্রেন দুর্ঘটনা

বুধবার ৮ জুলাই বো এলাকায় ক্রেন দুর্ঘটনায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, বুধবার অপরাহ্নে ক্রেন ভেঙ্গে পড়ার ঘটনায় আমরা হতবাক এবং বর্তমান এই দুঃসময়ে অতর্কিত এই দুর্ঘটনার শিকার যারা হয়েছেন, তাদের প্রতি আমাদের সহানুভুতি রইলো। এই দুর্ঘটনার শিকার বাসিন্দাগণ ও লন্ডন ফায়ার ব্রিগেডকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে কাউন্সিল।

এদিকে দুর্ঘটনার প্রেক্ষিতে জরুরি সার্ভিসের ভারী যান চলাচলের সুবিধার্থে দুর্ঘটনাস্থলের কাছের রাস্তাগুলোতে পার্ক করে রাখা কিছু গাড়িকে পার্শ্ববর্তী এলাকার রাস্তাগুলোতে সরিয়ে নেয়া হয়েছে। যদি আপনার গাড়ি আপনি যেখানে পার্ক করেছিলেন, সেখানে দেখতে না পান, তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ১০১ নাম্বারে কল করুন - আপনার গাড়িটি কোথায় রয়েছে সেসম্পর্কে সঠিক তথ্যটি পুলিশ আপনাকে জানাতে সক্ষম হবে।


Test and Trace

টেস্ট এন্ড ট্রেস সম্পর্কে হালনাগাদ তথ্য

কারো মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে যাতে পরীক্ষা ও সনাক্ত করা হয়, তা নিশ্চিত করতেই সারা দেশব্যাপি এনএইচএস টেস্ট এন্ড ট্রেস কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে, কারো কোভিড-১৯ টেস্ট রেজাল্ট পজিটিভ হলে, তার সাথে সাম্প্রতিক সময়ে যাদের যাদের যোগাযোগ হয়েছে, তাদের সকলকে চিহ্নিত করা এবং প্রয়োজনে, তাদেরকে এটা অবহিত করা যে কোভিড-১৯ এ আক্রান্ত কোন একজনের সংস্পর্শে তারা এসেছিলেন, যাতে করে তারা নিজ ঘরে স্ব-বিচ্ছিন্ন অবস্থায় থাকেন এবং এভাবেই ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রোধ করা।

টাওয়ার হ্যামলেটসকে সুরক্ষিত রাখা এবং আক্রান্ত ও সংক্রমণের হার কম রাখতে এটি হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ প্রয়াস। কীভাবে এটি (টেস্ট এন্ড ট্রেস) কাজ করে সেসম্পর্কে সঠিক তথ্য আপনি, আপনার পরিবার ও বন্ধু বান্ধবরা পাচ্ছেন, সেটা নিশ্চিত করুন। ১১৯ নাম্বারে ফোন করে অথবা www.nhs.uk/conditions/coronavirus-covid-19/testing-and-tracing/get-an-antigen-test-to-check-if-you-have-coronavirus/ এই লিংকে গিয়ে অনলাইনে টেস্ট বুক করতে পারেন।

www.towerhamlets.gov.uk/lgnl/health__social_care/health_and_medical_advice/Coronavirus/Test_and_Trace.aspx - কাউন্সিলের এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাবেন –

Test and Trace > 


Columbia road market

আমাদের মার্কেটগুলোয় পুণরায় ফিরে আসছে প্রাণচাঞ্চল্য

দেশের মধ্যে সেরা কয়েকটি মার্কেট রয়েছে আমাদের। যেমন কলাম্বিয়া রোড ফ্লাওয়ার মার্কেট, যা এই সপ্তাহান্তেই ফের চালু হচ্ছে, যার মধ্য দিয়ে এই বার্তাই জানিয়ে দেয়া হচ্ছে যে আমাদের এই বরায় অর্থনৈতিক ও সামাজিক পূণরুদ্ধারের পথে যাত্রা শুরু হলো।

এ পর্যন্ত পাওয়া ফিডব্যাক অত্যন্ত ইতিবাচক, তাই আমরা স্থানিয় সকল বাসিন্দা, ক্রেতা সাধারণ ও বিক্রেতা - সকলের সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বারার মার্কেটগুলোকে নিরাপদে পুণরায় খোলা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাউন্সিল স্টাফরা যে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, সেজন্য তাদেরকেও ধন্যবাদ।

আমরা লক্ষ্য করছি যে, অসংখ্য দোকানপাট, পাব ও রেস্টুরেন্ট আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে। আপনি নিশ্চয় এটা লক্ষ্য করবেন যে, মার্কেটগুলোর মতোই এসব ব্যবসা প্রতিষ্ঠানও ক্রেতার চাপ, সামাজিক দূরত্ব অনুসরণ ও কোভিড-১৯ এর সংক্রমণ রোধে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে।

দুর্ভাগ্যবশত, আমাদের পার্কগুলো যত ব্যস্ত হয়ে উঠছে, ততই সেখানে আবর্জনার পরিমাণ বাড়ছে। এসব ময়লা আবর্জনা অপরাসণ করতে আমাদের পক্ষে যা যা করার সম্ভব, আমরা তা করে যাচ্ছি, তবে আমরা সকলেই চাই যে, এ ব্যাপারে আমাদের সকলের যে দায়িত্ব সেটা যেন আমরা পালন করি। যদি আপনি আপনার পরিত্যক্ত বা আবর্জনা বিনে না ফেলেন, তাহলে দয়া করে তা সাথে করে নিজ বাসায় নিয়ে যান। যদি আপনি পিকনিক করেন অথবা এক সাথে পান করতে বন্ধুদের সাথে পার্কে মিলিত হন, তাহলে আপনার সকল রাবিশ দায়িত্বশীলতার সাথে বিনে ফেলার সুবিধার্থে সাথে করে ব্যাগ নিয়ে যান।

আপনার অব্যাহত সহযোগিতার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যখনই আপনার পক্ষে সম্ভব হবে, তখনই স্থানিয়ভাবে কেনাকাটা করবেন এবং নিজের ও অন্যদের সুরক্ষার স্বার্থে নিয়মিত ভালো করে হাত ধোয়ার বিষয়টি সর্বদা মনে রাখবেন।


Do not use playgrounds

প্লেগ্রাউন্ডগুলো আবার খোলার আগে নিরাপত্তা যাচাই করা হবে

আপনাদের অনেকেই বারবার এই প্রশ্ন করছেন যে, “আমি পাবে যেতে পারলেও কেন প্লেগ্রাউন্ড ব্যবহার করতে পারছি না?” উন্মুক্ত প্লেগ্রাউন্ড ও আউটডোর জিমগুলো খোলার ব্যাপারে সরকারের নির্দেশনা সম্পর্কে আমরা সচেতন আছি। যদি খুব শিগগিরই সম্ভব না-ও হয়, তবে আগষ্টের শুরুতেই খেলার মাঠগুলো খুলে দেয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আমাদের খেলাধূলা ও জিম সরঞ্জামাদিগুলোর বার্ষিক নিরাপত্তা চেক স্বাধীন সংস্থা দ্বারা করতে হয়। এছাড়া যেহেতু এগুলো বেশ কিছু মাস ধরে অব্যহৃত রয়েছে, তাই এর যথাযথ পরীক্ষা করা খুবই দরকার। ভাইরাসজনিত কাজের অতিরিক্ত চাপের কারণে ইন্সপেক্টররা ভীষন ব্যস্ত থাকায় জুলাই মাসের শেষ নাগাদ তারা আমাদের খেলার মাঠের সরঞ্জামাদি পরীক্ষা করবেন বলে আমরা আশা করছি। তাই দয়া করে প্লেগ্রাউন্ডে ঢোকা অথবা আউটডোর জিম ইক্যুইপমেন্টগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। পরীক্ষা কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা আপনাদের অবহিত করবো। আপনার ধৈর্য্যরে জন্য আপনাকে ধন্যবাদ।

Read more >


Memorial event

স্রেব্রেনিকা গণহত্যার ২৫ বছর পূর্তিঃ বিশেষ স্মরণ অনুষ্ঠান আজ

স্রেব্রেনিকায় গণহত্যার ২৫ বছর উদযাপন করা হচ্ছে এই সপ্তাহে। বসনিয়া যুদ্ধের সময় ১৯৯৫ সালের জুলাই মাসে স্রেব্রেনিকায় ৮ হাজারের বেশি মুসলমানকে, প্রধানত পুরুষ ও বালকদের হত্যা করা হয়।

এই হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে আজ ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ৮.৩০টায় অনুষ্ঠিত হবে ইস্ট লন্ডন স্রেব্রেনিকা মেমোরিয়াল ইভেন্ট।

বার্কিং এন্ড ডেগেনহাম, হ্যাকনি, নিউহ্যাম, রেডব্রীজ এবং ওয়ালথাম ফরেস্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে আপনি হত্যাযজ্ঞ থেকে প্রাণে বেঁচে যাওয়াদের স্মৃতি কথার পাশাপাশি ঘৃণা ও উগ্রবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় আরো বিস্তৃতি পরিসরে কী করা যেতে পারে, সেসম্পর্কে আলোচনা শুনতে পারবেন। অংশ গ্রহণে আগ্রহীরা নীচে লিঙ্কে ক্লিক করে নাম নিবন্ধন করতে পারেন।

Register to join >


Further Education Grant

আপনি কী অধিকতর শিক্ষার জন্য আর্থিক সহায়তা পেতে পারেন?

আগামী সেপ্টেম্বর মাসে কী আপনি নতুন করে শিক্ষা কিংবা প্রশিক্ষণ কোর্স শুরু করতে চান, অথচ প্রয়োজনীয় তহবিল জোগাতে হিসসিম খাচ্ছেন? যাদের সবচেয়ে বেশি আর্থিক সহায়তা দরকার, তাদের জন্য সর্বোচ্চ ৬ হাজার পাউন্ড পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করবে টাওয়ার হ্যামলেটস্ এবং ক্যানরি ওয়ার্ফ ফার্দার এডুকেশন ট্রাষ্ট।

এই স্কীম সম্পর্কে আরো তথ্য জানতে হলে নীচের লিংকে ক্লিক করুন।

Find out more >


Keep Tower Hamlets Safe

টাওয়ার হ্যামলেটসকে সুরক্ষিত রাখার কর্মপরিকল্পনা প্রকাশ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব স্থানিয়ভাবে নিয়ন্ত্রণ করতে আমাদের পরিকল্পনা ‘টাওয়ার হ্যামলেটসকে নিরাপদ রাখুন’ (কীপ টাওয়ার হ্যামলেটস সেফ) চলতি সপ্তাহে আমরা প্রকাশ করেছি। এই বরায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কীভাবে আমাদের সকল অংশীদারদের সাথে কাজ করবো, তার বিশদ কর্মপরিকল্পনা আমরা এতে তুলে ধরেছি।

প্রাদুর্ভাব রোধের ক্ষেত্রে কার্যকর এনএইচএস টেস্ট এন্ড কন্টাক্ট ট্রেসিং (পরীক্ষা ও যোগাযোগ সনাক্তকরণ) খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে জাতীয়ভিত্তিক এনএইচএস টেস্ট এন্ড ট্রেস প্রোগ্রামকে প্রোমট করা। যদি কারো মধ্যে করোনাভাইরাসের সিম্পটম বা লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং এনএইচএস টেস্ট এন্ড ট্রেস এর মাধ্যমে দ্রুত পরীক্ষা করার ব্যবস্থা করুন। ১১৯ নাম্বারে কল করার মাধ্যমে অথবা অনলাইনে আপনি টেস্ট বুক করতে পারবেন। আরো বিস্তারিত পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন।

Read more >


Summer reading challenge 2

সামার রিডিং চ্যালেঞ্জে অংশ নিন

আমাদের আইডিয়া স্টোরগুলোতে খুবই শিগগিরই আসছে দ্যা সিলি স্কোয়াড সামার রিডিং চ্যালেঞ্জ। এবারের বই পড়া উৎসবে উদযাপন করা হবে সুখ, আনন্দ ও হাস্যরস।

বাচ্চাদেরকে অংশ নিতে দিন ভীষণ মজার প্রাণী দলের সাথে যারা কয়েকটি সেরা বইয়ের দারুণ সব মজার চরিত্রকে ধারন করে মেতে ওঠবে আনন্দে। এই উৎসবে অংশগ্রহণকারী শিশুরা আমাদের ই-লাইব্রেরী থেকে বিনা মূল্যে বই ধার নিতে পারবে। আজই সাইন-আপ করুন এই রিডিং চ্যালেঞ্জে এবং মেতে ওঠুন বই পড়ার আনন্দে।

অথবা যদি গল্পগুলো আপনার বাচ্চাদের ভালো লাগে, তাহলে এটা মনে রাখবেন যে, আমাদের আইডিয়া স্টোরের স্টাফরা সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ১০.৩০টায় পরিচালনা করছেন স্টোরি টাইম, মানে গল্প বলার আসর। রিডিং চ্যালেঞ্জে অংশ নিতে আগ্রহীরা ক্লিক করতে পারেন নীচের লিঙ্কে –

Take the challenge >


Have your say

পাবলিক স্পেসে বর্ণ ও সমতা নিশ্চিত করতে আপনার অভিমত জানান

বারার জনসাধারণের স্থানগুলোতে বর্ণ ও সমতার ইস্যূগুলো কিভাবে প্রতিনিধিত্বমূলক হতে পারে, সেসম্পর্কে আপনার অভিমত ১২ জুলাই রোববারের মধ্যে আমাদের জানাতে পারেন।

টাওয়ার হ্যামলেটসে বারার স্মৃতিস্তম্ভ, ফলক, ভবন, রাস্তা বা ইতিহাসের উপস্থাপন, যা নিয়ে পর্যালোচনা হওয়া দরকার বলে আমি মনে করেন, সে সম্পর্কে আমাদের বলুন। এছাড়া আপনি যদি মনে করেন কোন ইস্যূ, বা ঘটনা বা ব্যক্তিবিশেষ যথাযথভাবে মূল্যায়িত হয়নি, বা হচ্ছেনা, তাহলে সেটাও আমাদের জানান।

আপনার সুপারিশগুলো পর্যালোচনা করে বিভিন্ন সম্ভাব্য ফলাফল আসতে পার, যার মধ্যে থাকতে পারে স্থানান্তর, বর্তমান সাইটে অধিকতর বর্ণনামূলক তথ্য সংযোজন, পূণঃনামকরণ অথবা অপসারণ। কোন কোন ক্ষেত্রে হয়তো কোন ধরনের পদক্ষেপ নেয়ার প্রয়োজন না-ও হতে পারে। আপনার কমিউনিটি সম্পর্কে আপনিই সবচেয়ে ভালো জানেন এবং আপনার বক্তব্য শোনাটা গুরুত্বপূর্ণ। অভিমত জানাতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন –

Have your say >


Bike

গ্রীষ্মকালীন হলিডে চাইল্ডকেয়ার স্কিমের জন্য নাম নিবন্ধন শুরু

হলিডে চাইল্ডকেয়ার স্কীমের জন্য ‘আগে আসলে, আগে পাওয়া যাবে’ ভিত্তিতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গ্রীষ্মকালীন এই স্কীম বা প্রকল্প ২৭ জুলাই থেকে ২১ আগষ্ট পর্যন্ত পরিচালিত হবে।

অফস্ট্যাড রেজিস্টার্ড চাইল্ডকেয়ার স্কীম ৩ থেকে ১৩ বছর বয়সী সকল শিশুদের জন্য উন্মুক্ত। এই স্কীম সম্পর্কে আরো তথ্য জানতে এবং বাচ্চার নাম নিবন্ধন করতে আগ্রহীরা নিচের লিঙ্কে ক্লিক করুন।

Learn more and register >


Domestic Violance

পারিবারিক সহিংসতার শিকার লোকজনের জন্য বিশেষ সহায়তা

ঘরোয়া বা পারিবারিক নির্যাতনের শিকার ও তাদের সন্তানদের জন্য স্থানীয় ও জাতীয় ভিত্তিক সহায়তামূলক সেবাগুলো যথারীতি পাওয়া যাচ্ছে। আমরা বাসিন্দাদের এই মর্মে আশ্বস্ত করতে চাই যে, নির্যাতনের হাত থেকে বাঁচার প্রয়োজনে মহামারির কারণে ঘরে থাকা আপনার ক্ষেত্রে দরকার হবে না।

পারিবারিক নির্যাতনের মধ্যে শারীরিক, মনস্তত্ত্বিক, যৌন, মানসিক এবং পারিবারিক সম্মান ভিত্তিক নিগ্রহ অন্তর্ভুক্ত থাকতে পারে। কিছু কিছু কমিউনিটিতে দেখা গেছে যে, নির্যাতনের শিকার লোকজন পারিবারিক সম্মান হারানো এবং লোকলজ্জার ভয়ে সাহায্য চাওয়া থেকে বিরত থাকেন। দয়া করে এটা মনে রাখবেন যে, নির্যাতনের জন্য কখনোই কোন অজুহাত থাকতে পারে না এবং যদি আপনি এমন কারো সাথে বসবাস করছেন যে আপনাকে আহত করছে, হুমকি দিচ্ছে কিংবা এমন আচরণ করছে যার ফলে আপনি ভীত সন্ত্রস্ত হচ্ছেন, তাহলে বিষয়টি নিয়ে কারো সাথে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ।

জরুরী প্রয়োজনে সর্বদা ৯৯৯ এ কল করতে কখনো ভুলবেন না। আপনি যদি বিপদের মধ্যে থাকেন এবং ফোনে কথা বলতে না পারেন, তাহলে ৯৯৯ নম্বারে কল করুন এবং ৫৫ প্রেস করুন। সাথে সাথে আপনার কলটি স্বয়ংক্রিয়ভাবে স্থানিয় পুলিশের কাছে চলে যাবে এবং আপনি কথা বলতে না পারা সত্বেও তারা আপনার সাহায্যে এগিয়ে আসবে। ন্যাশনাল ডমেস্টিক এবিউজ হেল্পলাইন ০৮০৮ ২০০০ ২৪৭ নাম্বারে বিনা খরচে ফোন করে দিনের ২৪ ঘন্টাই পরামর্শ ও সহযোগিতা পাওয়া যায়।

Get support >


Coronavirus: useful links


Thank you for reading

Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link