Bengali e-newsletter: Have your say on how we represent race and equality in Tower Hamlets

Having trouble viewing this email? View it as a Web page.

Tower Hamlets banner
Have your say

পাবলিক সাইটগুলোতে বর্ণ ও সাম্যের যথার্থ প্রতিফলনে কাউন্সিল আপনার অভিমত জানতে চায়

বরার সরকারি জায়গাগুলোতে বর্ণ ও সাম্যের বিষয়গুলো কীভাবে প্রতিফলিত হওয়া উচিত, সেসম্পর্কে আমরা গণপরামর্শ কার্যক্রম শুরু করেছি। এতে অংশ নিয়ে নিজেদের অভিমত তুলে ধরার জন্য কাউন্সিলের পক্ষ থেকে বাসিন্দাদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। আগামী ১২ জুলাই পর্যন্ত এই কনসালটেশন কার্যক্রম চলবে।

এ প্রসঙ্গে নির্বাহী মেয়র জন বিগস বলেন, দিন পনেরো আগে আমরা ওয়েস্ট ইন্ডিয়া কী থেকে দাস ব্যবসায়ি রবার্ট মিলিগানের স্ট্যাচু বা মূর্তি সরিয়েছি। এই অপসারণের মাধ্যমে আমরা এটি স্পষ্ট করেছি যে, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ডাক আমরা শুনেছি। আমাদের বর্ণবাদ বিরোধী এবং সাম্যবাদের মৌলিক মূল্যবোধগুলোকে আমরা কিভাবে বজায় রেখেছি, তা পুণরায় পরীক্ষা করে দেখার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 

মেয়র বলেন, আমাদের এই বরার স্মৃতিস্তম্ভ, ফলক, ভবন, রাস্তার নামকরণের ক্ষেত্রে ইতিহাসের উপস্থাপনা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে কি না এবং এমন কোন কিছু কী আছে, যা আমাদের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বলে বাসিন্দারা মনে করেন, সেসম্পর্কে নিজেদের অভিমত তুলে ধরার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। 

মতামত জানাতে আগ্রহীরা talk.towerhamlets.gov.uk/publicspaces এই ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের লিঙ্কে ক্লিক করেও নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন।

এ প্রসঙ্গে ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর ইক্যুয়েলিটিজ, কাউন্সিলর আসমা বেগম বলেন, বিদ্যমান সাইটগুলোর মধ্যে যেগুলো তারা মনে করেন পর্যালোচনার অংশ হওয়া উচিত, সেগুলো সম্পর্কে আমাদের অবহিত করার পাশাপাশি আমরা জনসাধারণকে অনুরোধ করছি যেসকল ইস্যূ, অর্জনসমূহ বা ব্যক্তি পর্যায়ের সাফল্য আমাদের পাবলিক স্পেসগুলোতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে মনে করেন, সে সম্পর্কেও আমাদের অবহিত করুন।

Have your say > 


Windrush Day graphic

উইন্ডরাশ প্রজন্মকে শ্রদ্ধা নিবেদন

২২ জুন, আমরা উইন্ডরাশ দিবস পালন করেছি। এই দিবস সম্পর্কে এবং উইন্ডরাশ প্রজন্ম সম্পর্কে জানতে আমাদের লকাল হিস্ট্রি লাইব্রেরী এন্ড আর্কাইভস্ ভার্চ্যূয়ালি ভিজিট করার সুযোগ আমরা করে দিয়েছি।

উইন্ডরাশ প্রজন্ম এবং তাদের বংশধর বা উত্তর-প্রজন্মের অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতেই ২০১৮ সাল থেকে প্রতি বছর ২২ জুন পালন করা হয় উইন্ডরাশ দিবস। ১৯৪৮ সালের এই দিনে এইচএমটি এম্পায়ার উইন্ডরাশ নামের একটি জাহাজে করে প্রথমবারের মতো ক্যারিবিয়ান ইমিগ্রেন্ট বা অভিবাসীরা টিলবারি ডক এ এসে অবতরণ করেছিলেন। তাদের এই আগমনের ৭০তম বার্ষিকী স্মরণে ২০১৮ সালে শুরু হয় উইন্ডরাশ দিবস পালন।

ব্ল্যাক হিস্ট্রি মান্থ উপলক্ষে মাইল এন্ড এর আর্টস প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়েছিলো ‘উইন্ডরাশ: পোর্ট্রটে অব এ জেনারেশন’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী। এই ফটো-এসে তৈরীর জন্য আলোকচিত্রী জিম গ্রোভার ক্যারিবিয়ান কমিউনিটির প্রথম প্রজন্মের প্রতিদিনকার জীবন ধারা ক্যামেরাবন্দী করতে দক্ষিণ লন্ডনে তাদের সাথে প্রায় ১২ মাস কাটিয়েছিলেন। এই এক্সিবিশনটি ভার্চ্যুয়ালি পরিদর্শন করতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Visit online exhibition > 


Debbie Jones in a video about returning to school

আপনার সন্তানকে স্কুলে পাঠানোর কথা কী বিবেচনা করছেন?

স্কুলে প্রত্যাবর্তন নিরাপদ হয়েছে কি না তা নিশ্চিত করতে আমরা আমাদের স্কুলগুলোর সাথে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্ছি। আপনি কী আশা করতে পারেন, সেসম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে কাউন্সিলের ডিরেক্টর অব চিলড্রেন্স সার্ভিসেস ডেবি জোনস এর ভিডিও বার্তাটি দেখুন। আপনার সন্তানের স্কুলে ফিরে যাওয়া কেন গুরুত্বপূর্ণ এবং সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে আমাদের স্কুলগুলোর নেয়া পদক্ষেপসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তিনি।

আপনার সন্তান যোগ্য কি না এবং যে কোন ধরনের উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করতে আপনার সন্তানের স্কুলের সাথে যোগাযোগ করুন। অথবা ০২০ ৭৩৬৪ ৬৪৯৫ নাম্বারে ফোন করে (সোমবার থেকে শুক্রবার, সকাল ৯ টা থেকে ৫টা) আমাদের ফ্যামিলি ইনফরমেশন সার্ভিসের সাথে কথা বলুন। ভিডিওটি দেখতে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন।

Watch video > 


Staying home

যারা শিল্ডিং অবস্থায় আছেন, তাদের জন্য পরামর্শ

করোনাভাইরাসের কারণে যারা নিজ ঘরে অতি সুরক্ষিত অবস্থায়, অর্থাৎ শিল্ডিং এ আছেন, তাদের জন্য হালনাগাদকৃত পরামর্শ এবং কী ধরনের সহায়তা পাওয়া যাচ্ছে, তার বিশদ তথ্য সম্বলিত একটি লিফলেট তৈরী করেছে আমাদের স্থানীয় এনএইচএস টিম।

এনএইচএস এর কাছ থেকে যদি আপনি ঘরে অবস্থান করতে এবং অন্যের সাথে মুখোমুখি সাক্ষাত এড়ানোর পরামর্শ সম্বলিত কোন চিঠি পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে সেই পরামর্শ অনুসরণ করা আপনার জন্যই গুরুত্বপূর্ণ। সাধারণ জনগণের জন্য দেয়া নির্দেশনাগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। জুন মাসের শেষ দিন পর্যন্ত শিল্ডিং এ থাকা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হচ্ছে।

বাড়িতে থাকার বিষয় যথাযথভাবে পরিচালনা করতে আপনার জন্য অনেক ধরনের সহায়তামূলক সেবা রয়েছে। এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া, ওষুধ খাওয়া, সক্রিয়া থাকা এবং আপনার নিজের সুস্বাস্থ্যের যত্ন নেওয়া ইত্যাদি। সহায়তামূলক সার্ভিস পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

Access support >


Met Office website

প্রচন্ড গরমের এই দিনে নিরাপদে থাকুন

গ্রীষ্মের এই দিনে তাপমাত্র বাড়ছে। অনেকেই গরম আবহাওয়া উপভোগ করলেও মাত্রাতিরিক্ত গরম কারো কারো, বিশেষ করে দুর্বল লোকজনের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

বড় ধরনের সমাগম না করে ছোট ছোট গ্রুপে সোশ্যাল ডিসটেন্সিং বিধি মেনে এই গরম আবহাওয়া উপভোগ করুন।
দয়া করে মনে রাখবেন, শেডওয়েল বেসিনে সাতাঁর কাটা শুধু নিষিদ্ধই নয়, এটি অত্যন্ত বিপজ্জনকও বটে। এই জলাশয় অনেক গভীর ও পানি খুবই ঠান্ডা এবং পানির নিচে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, যা উপর থেকে দেখা যায়না। সাম্প্রতিক বছরগুলোতে এখানে ডুবে দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন একাধিক লোক। লোকজনকে নিরাপদ রাখতে আমাদের এনফোর্সমেন্ট অফিসাররা এখানে নিয়মিত টহল দিবেন। 

হিটওয়েব সম্পর্কিত পরামর্শগুলো জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Heatwave advice >


Congestion charge road sign

সেন্ট্রাল লন্ডনের কনজেশন চার্জ ও সময়ে পরিবর্তন আনা হয়েছে

সেন্ট্রাল লন্ডনের কনজেশন চার্জের হার সাময়িকভাবে ১৫ পাউন্ডে উন্নিত করা হয়েছে। এছাড়া চার্জ প্রদানের সময়সীমায়ও আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে সপ্তাহের ৭ দিনই সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারিত জোনের (টাওয়ার হ্যামলেটস বারার ছোট একটি অংশ এই জোনের মধ্যে পড়েছে) মধ্যে গাড়ি নিয়ে প্রবেশ করলেই কনজেশন চার্জ দিতে হবে। রেসিডেন্টস ডিসকাউন্টের জন্য নতুন আবেদনের শেষ সময় ১ আগষ্ট শনিবার।

করোনাভাইরাস মহামারীর কারণে ট্রান্সপোর্ট ফর লন্ডন যে অভূতপূর্ব আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তা মোকাবেলায় সাম্প্রতিক সময়ে সরকারি তহবিল দেয়ার শর্ত পূরণের অংশ হিসেবেই এই পরিবর্তনগুলো আনা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এনএইচএস স্টাফ এবং রোগীরা প্রদেয় ফি’র ক্ষেত্রে হ্রাস সুবিধা পাবেন।

কনজেশন চার্জ ও সময় সীমা সংক্রান্ত পরিবর্তনগুলোর বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন।

Read about the changes >


Domestic Abuse

আপনি যদি পারিবারিক নির্যাতনের শিকার হোন, তবে জেনে রাখুন আপনি একা নন

ঘরোয়া বা পারিবারিক নির্যাতনের শিকার লোকজন ও তাদের সন্তানদের জন্য স্থানীয় ও জাতীয় ভিত্তিক সহায়তামূলক সেবাগুলো যথারীতি পাওয়া যাচ্ছে। আমরা বাসিন্দাদের এই মর্মে আশ্বস্ত করতে চাই যে, নির্যাতনের হাত থেকে বাঁচার প্রয়োজনে মহামারির কারণে ঘরে থাকা আপনার ক্ষেত্রে দরকার হবে না।

পারিবারিক নির্যাতনের মধ্যে শারীরিক, মনস্তত্ত্বিক, যৌন, মানসিক এবং পারিবার বা সম্প্রদায়ের তথাকথিত সম্মানের অজুহাতে নিগ্রহ বা নিপীড়ন অন্তর্ভুক্ত থাকতে পারে। কিছু কিছু কমিউনিটিতে দেখা গেছে যে, নির্যাতনের শিকার লোকজন পারিবারিক সম্মান হারানো এবং লোকলজ্জার ভয়ে সাহায্য চাওয়া থেকে বিরত থাকেন। দয়া করে এটা মনে রাখবেন যে, নির্যাতনের জন্য কখনোই কোন অজুহাত থাকতে পারে না এবং যদি আপনি এমন কারো সাথে বসবাস করেন - যে আপনাকে আহত করছে, হুমকি দিচ্ছে কিংবা এমন আচরণ করছে যার ফলে আপনি ভীত সন্ত্রস্ত হচ্ছেন, তাহলে বিষয়টি নিয়ে কারো সাথে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ।

জরুরী প্রয়োজনে সর্বদা ৯৯৯ এ কল করতে কখনো ভুলবেন না। যদি আপনি বিপদের মধ্যে থাকেন এবং ফোনে কথা বলতে না পারেন, তাহলে ৯৯৯ নম্বারে ডায়াল করার পর ৫৫ প্রেস করুন। সাথে সাথে আপনার কলটি স্বয়ংক্রিয়ভাবে স্থানিয় পুলিশের কাছে চলে যাবে এবং আপনি কথা বলতে না পারা সত্বেও তারা আপনার সাহায্যে এগিয়ে আসবে। ন্যাশনাল ডমেস্টিক এবিউজ হেল্পলাইন ০৮০৮ ২০০০ ২৪৭ নাম্বারে (ফ্রি) ফোন করে দিনের ২৪ ঘন্টাই পরামর্শ ও সহযোগিতা পাওয়া যায়।

Get support >


Dicretionary Grant

ক্ষুদ্র ব্যবসা ও দাতব্য সংস্থাগুলোর জন্য অনুদান তহবিল

মহামারী মোকাবেলার অংশ হিসেবে সরকার স্মল বিজনেস গ্র্যান্ট ফান্ড এবং দ্যা রিটেল, লেজার এন্ড হসপিটালিটি গ্র্যান্ট ফান্ড এর মাধ্যমে ছোট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দিচ্ছে।

যদিও এই তহবিল অনেকের জন্য স্বস্তি বয়ে আনলেও নির্দিষ্ট ক্যাটাগরির অন্তর্ভূক্ত না হওয়ায় এবং বিজনেস রেটপেয়ার্স না হওয়ায় কিছু কিছু ব্যবসায় এই অনুদানগুলো থেকে বাদ পড়েছে।

ক্ষুদ্র ব্যবসা, মার্কেট ট্রেডার্স এবং চ্যারিটি বা দাতব্য সংগঠনগুলো, যারা আগের স্কীমগুলোতে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারেনি, তাদেরকে সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন অনুদান স্কীম চালু করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৬ জুলাই ২০২০ সোমবার।

Find out more >


Helpline

করোনাভাইরাস সাপোর্ট লাইন - খোলা থাকার পরিবর্তিত সময়সূচি

করোনাভাইরাস সাপোর্ট ফোনলাইন (০২০ ৭৩৬৪ ৩০৩০) এর অপেনিং আওয়ার্স অর্থাৎ খোল থাকার সময়ে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এই ফোনলাইনটি সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া নাম্বারটি আগের মতো আর উইকেন্ডে (শনি ও রবিবার) অথবা বিকাল ৫টার পর খোলা থাকবে না।

Get support >


Coronavirus: useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link