Bengali Newsletter: Ramadan Mubarak from the Mayor, coronavirus video from some famous faces and more local advice

Having trouble viewing this email? View it as a Web page.

Tower Hamlets banner
Message from the Mayor

এই বসন্তে ভালো থাকুন

আমরা এপ্রিলের দ্বিতীয়ার্ধে প্রবেশের সাথে সাথে মওসুমের পরিবর্তনগুলো লক্ষ্য করতে শুরু করেছি। উষ্ণ আবহাওয়া ও লম্বা দিন নিয়ে হাজির হয়েছে বসন্ত। যদিও এই পরিবর্তন আমাদের অনেকের মধ্যেই স্বস্তি বোধ নিয়ে আসতে পারে, কিন্তু লকডাউন বা অবরুদ্ধকালীন নানা ব্যবস্থাদি অব্যাহত থাকায় বর্তমান সময়টি সকলের জন্যই নিঃসন্দেহে অনেক চ্যালেঞ্জের। পরিবর্তনের এই সময়ে যারা পরস্পরের খোঁজ খবর নিচ্ছেন এবং সরকারের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

স্থানীয় অসংখ্য মানুষ পুরো মাসজুড়ে ইসলামি ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্রতম আধ্যাত্মিক মাস রামাদান পালন করবেন। এসময়ে স্বাস্থ্যবার্তা সম্পর্কে ওয়াকিবহাল থাকা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো অনুসরণ করা খুবই গুরুত্বপুর্, তাই করোনাভাইরাসের চলমান প্রাদুর্ভাবের সময় লোকজনের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ রোজা পালন নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটসের জিপি সার্ভিস সহযোগিতা করে যাচ্ছে।

এটি স্মরণে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে, যারা অসুস্থ্য অথবা দীর্ঘকালীন স্বাস্থ্য সমস্যা যাদের রয়েছে, তাদের জন্য রোজা রাখা অর্থাৎ উপবাস থাকাটা বাধ্যতামূলক হিসেবে বিবেচিত হয়না। এ ব্যাপারে বিস্তারিত উপদেশ প্রকাশ করেছে এনএইচএস।

রমজানের সময় যদি আপনার মধ্যে করোনাভাইরাসের লক্ষণগুলো দেখা যায়, তাহলে পানিশূন্যতা এড়াতে রোজা ভাঙ্গার জন্য আমরা আপনাকে বিশেষভাবে পরামর্শ দিচ্ছি।

আপনি নিশ্চিত না হলে অনুগ্রহ করে এনএইচএস এর পরামর্শ নিন।

আমাদের সকলকে সুরক্ষিত রাখতেই সামাজিক দূরত্ব বজায় রাখার বিধান কার্যকর রয়েছে। তাই, এ সময়ে প্রযুক্তি ব্যবহার করে নানা উপায়ে রোজা রাখার পাশাপাশি পরিবার ও বন্ধবান্ধবদের সাথে সংযুক্ত থাকা যাবে। বার্টস হেলথ এর চ্যাপলেইন্সি এন্ড বেরেইভমেন্ট সার্ভিসেস এর প্রধান জনাব ইউনুস দুধওয়ালা এই ভিডিওতে বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেছেন।

আপনি রোজা পালন করেন কিংবা না করেন, আমাদের সকলের কাজ হচ্ছে বাড়ির মধ্যে অবস্থান করা। এই কাজের মাধ্যমে আপনি যেমন এনএইচএস-কে রক্ষা করছেন, তেমনি জীবন বাঁচাতেও সহায়তা করছেন।

আপনাকে যদি নিজের বাসার বাইরে যেতে হয়, তাহলে শুধুমাত্র নিচের কারণগুলোর জন্য এবং যতটা সম্ভব কম সময়ের জন্য তা হওয়া উচিত:

  • সত্যিকার অর্থেই আপনার প্রয়োজন রয়েছে, এমন কোন সামগ্রী কেনার জন্য।
  • একা, কিংবা আপনার সাথে বাস করেন এমন একজনকে সাথে নিয়ে দিনে মাত্র একবারের জন্য ব্যায়াম করতে অর্থাৎ হাঁটা বা দৌঁড়ানো বা সাইকেল চালানোর জন্য ঘরের বাইরে যেতে পারেন।
  • চিকিৎসার প্রয়োজনে - যেমন ফার্মেসিতে যাওয়া বা অন্য কোন অসহায় ব্যক্তির জন্য অত্যাবশকীয় সামগ্রী পৌঁছে দেয়া।
  • যে কাজ ঘরে বসে করা সম্ভব নয়, সেই কাজের নিমিত্তে বাইরে যাওয়া।

নিরাপদ থাকুন,

মেয়র বিগস


Ramad Kareem - BEN

এবারের রামাদান হোক নিরাপদ ও স্বাস্থ্যকর

আমাদের অসংখ্য বাসিন্দা রামাদানের সিয়াম সাধনা শুরু করেছেন। তবে করোনাভাইরাস মহামারীর কারনে এবছরের এই পবিত্র মাসটি সম্পূর্ণ এক ভিন্ন পরিবেশে পালিত হবে।

মূলত, রামাদান হচ্ছে সকলের একত্রিত হওয়া এবং এক কমিউনিটি হয়ে ওঠার উপলক্ষ। কিন্তু এবার সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিতান্তই প্রয়োজন না হলে বাইরে যাওয়া থেকে বিরত থেকে নিজ নিজ ঘরে অবস্থান করার সরকারি পরামর্শগুলো যথাযথভাবে অনুসরণ করা প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত মসজিদগুলো বন্ধ থাকবে, কিন্তু আপনি পরিবারের অপরপর সদস্য, অর্থাৎ আপনার সাথে বসবাস করছেন, তাদের নিয়ে একসাথে নিজ ঘরেই নামাজ বা ইবাদত করতে পারেন।

স্বাস্থ্যজনতি সমস্যার কারণে যাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, রোজা রাখা তাদের জন্য নিরাপদ হবে কি-না সেটা নিশ্চিত হতে নিজেদের জিপি’র সাথে কথা বলার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোন উপসর্গ যদি আপনার মধ্যে দেখা যেতে শুরু করে, তাহলে পানিশূণ্যতা এড়াতে রোজা ভেঙ্গে ফেলার জন্যও আমরা আপনাকে বিশেষভাবে পরামর্শ দিচ্ছি।

মুসলিম কাউন্সিল অব বৃটেন, ইস্ট লন্ডন মস্ক এবং ‘ওপেন ইফতা’ কর্তৃক রামাদান বিষয়ক নির্দেশিকা ও তথ্যাবলী প্রকাশ করা হয়েছে, যেখানে রামাদান মাসে ঘরে অবস্থান করেও কিভাবে নিজের কমিউনিটির সাথে সম্পৃক্ত থাকা যাবে, সেসম্পর্কিত সহায়তামূলক তথ্য পাওয়া যাবে।

লকডাউনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করছে। রামাদানের ইবাদাত, অর্থাৎ তারাবিহর নামাজ ও রাত্রীকালীন কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন আয়োজন এখন অনলাইনে শোনা যাবে। এছাড়া আপনি জুম এর মতো ভিডিও কলিং প্লাটফরম ব্যবহার করে ভার্চুয়াল ইফতার মাহফিলেরও আয়োজন করতে পারবেন। 

রামাদান উপলক্ষে মেয়র জন বিগস এবং ইস্ট লন্ডন মসজিদের ইমাম মুহাম্মদ মাহমুদের বিশেষ ভিডিওবার্তা দেখতে ক্লিক করুন: Ramadan Kareem video message

Find out more >


2 M Stay

নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার সময়ে নিরাপদ থাকুন

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, যেমন খাবার দাবার কেনার সময় সর্বাবস্থায় নিরাপদ থাকার জন্য আমরা বাসিন্দাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

যত কম সম্ভব ঘরের বাইরে আপনার যাওয়া উচিত এবং সর্বাবস্থায় আপনাকে অবশ্যই, যেমন কেনাকাটার জন্য লাইনে দাঁড়ানো অবস্থাতেও সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ অন্যের কাছ থেকে আপনার শারীরিক দূরত্বের নির্দেশিকা যথাযথভাবে মেনে চলতে হবে।

বড় বড় সুপারমার্কেটগুলোতে, লোকজন যাতে নিরাপদ দূরত্বে দাঁড়ান, সেজন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু ছোট ছোট দোকানগুলোর বাইরে অপেক্ষা করার সময় লোকজনকে খুব কাছাকাছি বা ঘনিষ্ট হয়ে দাঁড়াতে দেখা যাচ্ছে।

নিজের এবং অন্যের সুরক্ষার জন্য, দিনের যে সময়টায় দোকানপাটে ব্যস্ততা থাকেনা, তেমন সময়ে প্রয়োজনীয় সামগ্রি কেনাকাটা করতে যাওয়ার চেষ্টা করুন, যখন লাইনে দাঁড়াবেন - তখন অন্যের কাছ থেকে আপনার দূরত্ব দুই মিটার বা ৬ ফুট রাখুন এবং দোকানের ভেতরে আইল বা সেলফের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার সময়ও দূরত্ব নিশ্চিত করুন। নিয়মগুলো মেনে চললে জীবন বাঁচবে।

Help stop the spread >


British-Asian celebrity video

ব্রিটিশ-এশিয়ান সেলেব্রেটিদের ভিডিও বার্তা

করোনাভাইরাস মহামারীর সময় কীভাবে নিরাপদ থাকতে হবে, সেসম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বেশ কয়েকজন ব্রিটিশ-এশিয়ান সেলিব্রেটি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন।

ভিডিওটি দেখুন এবং অত্যন্ত গুরুত্বপুর্ণ পরামর্শগুলো সব কমিউনিটির মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এটি শেয়ার করুন।

Watch the video >


COVID-19 fund

কাউন্সিলগুলোকে অতিরিক্ত তহবিল দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় আমাদের যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই কাজে সহায়তার জন্য সারাদেশের কাউন্সিলগুলো সরকারের কাছ থেকে অতিরিক্ত ১.৬ বিলিয়ন পাউন্ড আর্থিক সহায়তা পাবে। আমাদের অত্যাবশকীয় সেবাখাতগুলো চালিয়ে যাওয়া এবং বারার সবচেয়ে অসহায় বাসিন্দাদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাওয়ার ক্ষেত্রে এই তহবিল খুবই সহায়ক হবে।

সরকারের কাছ থেকে এর আগে প্রাপ্ত আর্থিক অনুদান দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল গত সপ্তাহে ১০.৫ মিলিয়ন পাউন্ডের একটি বিশেষ তহবিল গঠনের কথা ঘোষনা করে। এই তহবিল দিয়ে করোনাভাইরাসের কারণে গুরুতর আর্থিক সমস্যার মুখোমুখি শিশু ও প্রাপ্তবয়স্ক, গৃহহীন মানুষ এবং পরিবারগুলোর সুরক্ষায় বিভিন্ন সার্ভিস প্রদান করা হচ্ছে।

আমরা বর্তমান চ্যালেঞ্জিং সময়ে যে সার্ভিসগুলো দিয়ে যাচ্ছি, নতুন তহবিল তাতে উল্লেখযোগ্যভাবে সহায়ক ভূমিকা রাখবে।

More info >


Families

পরিবারগুলোর জন্য পরামর্শ ও সহায়তা

টাওয়ার হ্যামলেটসের পরিবারগুলোর সাহায্য ও সহযোগিতা করতে দ্যা প্যারেন্ট এন্ড ফ্যামিলি সাপোর্ট সার্ভি এবং ফ্যামিলি ইনফোরমেশন সার্ভিস এর কার্যক্রম চালু রয়েছে।

করোনাভাইরাসের কারনে, বর্তমানে এই সার্ভিস শুধুমাত্র ফোনে কিংবা ইমেইলের মাধ্যমে পাওয়া যাবে। ভিডিও কল করেও এপয়েন্টমেন্ট করা যেতে পারে। সম্ভব হলে, ইংরেজি, বাংলা, সোমালি ও তুর্কি ভাষির ব্যবস্থাও করা হবে।

সার্ভিসগুলোর মধ্যে রয়েছে:

  • পিতা-মাতা, পরিচর্যাকারী ও অভিভাবকদের জন্য পরামর্শ, নির্দেশিকা এবং ব্যবহারিক সহায়তা।
  • স্পেশাল এডুকেশনাল নিডস এন্ড ডিজেবিলিটিজ (SEND) অর্থাৎ বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন ও শারিরিকভাবে সক্ষমতার ঘাটতি রয়েছে এমন শিশুদের, তাদের পিতা-মাতা, পরিচর্যাকারী ও অভিভাবকদের জন্য প্রয়োজনীয় তথ্য, পরামর্শ, নির্দেশিকা এবং ব্যবহারিক সহায়তা।
  • SEND গ্রুপভূক্ত তরুণ বয়সীদের জন্য তথ্য, পরামর্শ ও সহায়তা
  • অভিভাবকত্ব সংক্রান্ত উপদেশ, অনলাইন প্যারেন্টিং প্রোগ্রামসমূহে অংশ নেয়া ও সহযোগিতা লাভ।
  • স্কুল স্থানান্তর এবং আপিল আবেদন সম্পর্কিত তথ্য ও পরামর্শ।
  • চাইল্ডকেয়ার ব্রোকারেজ, বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের এবং অসহায় পরিবারগুলোর জন্য সহায়তা।

যদি আপনি আমাদের সাথে কথা বলতে চান, তাহলে ০২০ ৭৩৬৪ ৬৪৯৫ / ৬৩৯৮ নাম্বারে ফোন করুন (সোমবার থেকে শুক্রবার, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) অথবা ইমেইল করুন - fis@towerhamlets.gov.uk

অভিভাবকদের জন্য উপয়োগী আরো তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় রিসোর্সেস এবং নির্দেশিকার জন্য আমাদের লকাল অফার, সার্ভিস ও তথ্যাবলীর অনলাইন ডিরেক্টরি ভিজিট করুন।

Visit the Local Offer >


Roman road tribute

রোমান রোডে কৃতজ্ঞতা প্রকাশের অসাধারণ দৃশ্য

টাওয়ার হ্যামলেটস বারার সর্বত্রই স্বাস্থ্যসেবা ও জরুরি কাজে নিয়োজিত কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের - ধন্যবাদ জানানোর অসাধারণ সব বার্তা আমাদের নজরে পড়ছে। বর্তমান সময়ে এনএইচএস ও এর স্বাস্থ্যকর্মীবৃন্দসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত সকল কর্মীদের ধন্যবাদ জানানোর এমন দৃশ্য আমাদের সবার মনকে ছুঁয়ে গেছে। রোমান রোডের এই অসাধারণ আয়োজনে যারাই জড়িত, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।

টাওয়ার হ্যামলেটসের কমিউনিটি স্প্রিট বা চেতনার নজির আর কোথাও পাওয়া যাবেনা। আমাদের এটাই মনে করিয়ে দেয় যে, আমরা ঐকবদ্ধভাবে বর্তমানের কঠিন সময়কে পার করবোই।

আপনি কিংবা আপনার বাচ্চা কী ড্রয়িং বা পেইন্টিংয়ের মতো সৃজনশীল কাজে আগ্রহী? যদি তাই হয়, তাহলে আপনার সৃষ্টিকে, অর্থাৎ অংকিত ডিজাইনকে সাঁটিয়ে রাখুন ঘরের জানালায়, সামনের দরোজায়, দেয়ালে কিংবা ফেন্সে এবং #TowerHamletsTogether - এই হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন।

এই জনপদে আশা ও ইতিবাচকতার গল্পগুলো, নিরাপদ থাকার বার্তাগুলো হ্যাশট্যাগ ব্যবহার করে শেয়ার করতে আমরা কমিউনিটিকে অনুরোধ জানাচ্ছি।

#TowerHamletsTogether >


Bereavmentservice

স্বজনহারা পরিবারগুলোর জন্য শোক ও শেষকৃত্যে সহায়তা

কোভিড-১৯ এর কারণে যে পরিবারগুলো প্রিয়জন হারিয়েছে, তাদের এই কঠিন সময়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আমরা আমাদের পার্টনার বা স্থানিয় অংশিদারদের সাথে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্ছি। সরকারি নির্দেশিকার ভিত্তিতে সকল ব্যবহারিক তথ্য অন্তর্ভূক্ত করতে আমরা আমাদের ওয়েবসাইট আপডেট বা হালনাগাদ করেছি।

পরিবারের সবচেয়ে কাজের সদস্যরা যাতে পূর্ণ নিরাপত্তার সাথে ফিউনারেল বা শেষকৃত্যে অংশ নিতে পারেন এবং মৃত স্বজনকে শেষ বিদায় জানাতে পারেন, তা নিশ্চিত করাটাই এই আপডেটের মূল লক্ষ্য।

এই আপডেটের মধ্যে পরিবারগুলোকে সহায়তাকারী নতুন টিমগুলোর বিবরণ, বরায় কিভাবে মৃত্যু নিবন্ধন করতে হবে এবং শোক ও আর্থিক সহায়তার বিশদ বিবরণ রয়েছে।

Find our more >


Stay at home resources

শুরু হয়ে গেছে সামার টার্ম: ঘরে থেকেই স্কুল

হয়তো স্কুলের সামার টার্ম শুরু হয়ে গেছে, কিন্তু, কার্যত এখনো বাচ্চাদের থাকতে হচ্ছে বাসায়। তাই, বাড়িতেই স্কুল বয়সি বাচ্চাদের শিক্ষণ কার্যক্রম পরিচালনায় সাহায্য করার জন্য অভিভাবক ও কেয়ারারদের উপযোগী শিক্ষামূলক রিসোর্সেস বা অনলাইন উপকরণগুলো আমরা একত্রিত করেছি।

স্কুল চলাকালীন সময় উত্তীর্ণ হওয়ার পর ঘরের মধ্যে শিশু ও কিশোর তরুণ বয়সীরা যাতে তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারে, নিজেদের সুস্থ্যতা নিশ্চিত করতে পারে, ঘরের মধ্যে সক্রিয় শরীর চর্চা করতে পারে ও আনন্দ-বিনোদনে সময় কাটাতে পারে, সেজন্য তাদের সহযোগিতা করার উপযোগী সকল গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনি এখানে পাবেন।

At home resources >


Rent deferral

কমার্শিয়াল টেনেন্টদের জন্য ভাড়া স্থগিতকরণ স্কীম চালু

কাউন্সিলের কমার্শিয়াল বা বাণিজ্যিক ভাড়াটেদের জন্য রেন্ট ডেফেরাল স্কিম বা ভাড়া স্থগিত রাখার নতুন একটি উদ্যোগ নেয়া হয়েছে। আমরা এটা স্বীকার করি যে, ব্যবসাগুলো বর্তমানে একটি অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, এবং ল্যান্ডলর্ড হিসেবে এক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা দিতে চাই। আশা করা যায় যে, এই স্কীম বা প্রকল্পটি ব্যবসাগুলিকে তাদের নগদ অর্থ প্রবাহ পরিচালনা করতে সাহায্য করবে, বর্তমানের সময়ের চাপ কিছুটা কমাবে এবং স্টাফ ও সাপ্লায়ারদের পেমেন্ট দেয়া এবং পরিচালনা ব্যয় মিটিয়ে যাওয়ার মতো তাৎক্ষণিক আর্থিক প্রতিশ্রুতিগুলো রক্ষা করাটা তাদের জন্য সহজ হবে।

এই প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরে আমরা আমাদের সকল ভাড়াটেকে লিখিতভাবে অবহিত করেছি এবং সকল তথ্য অনলাইনেও পাওয়া যাচ্ছে। কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

Submit application >


PPE

ডিরেক্ট পেমেন্ট গ্রহিতাদের জন্য নতুন নির্দেশিকা

যারা ডিরেক্ট পেমেন্ট সাপোর্ট এন্ড পার্সোনাল হেলথ বাজেট অর্থাৎ ব্যক্তিগত স্বাস্থ্য বাজেট ও আর্থিক সহায়তাসমূহের অর্থ সরাসরি পেয়ে থাকেন, তাদের জন্য নতুন একটি বিশদ নির্দেশিকা প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড সোশ্যাল কেয়ার। বুধবার প্রকাশিত এই নির্দেশিকার ‘প্রশ্ন ও উত্তর সেকশনে’ রয়েছে গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্যাবলী।

যারা ডিরেক্ট পেমেন্ট পেয়ে থাকেন, নতুন গাইডেন্স বা নির্দেশিকা সম্পর্কে তাদের অবহিত করে চিঠি পাঠানো হবে এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষামূলক সামগ্রি বিষয়ে আপডেট দেয়া হবে।

জিপি কেয়ার গ্রুপের উদ্যোগে আগামী সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬.৩০টা থেকে ৭.৩০ টা পর্যন্ত কেয়ারারদের পিপিই বিষয়ক সহায়তার ওপর একটি ওয়েবিনার অর্থাৎ অনলাইন-সেমিনার অনুষ্ঠিত হবে।

কেয়ার সার্ভিস বা পরিচর্যা সেবা প্রদানকারী যেকেউ, যেমন ঘরে গিয়ে পরিচর্যা সেবা প্রদানকারী, ব্যক্তিগত সহকারি হিসেবে দায়িত্ব পালনকারী, অনানুষ্ঠানিক কেয়ারার এবং ডিরেক্ট পেমেন্ট গ্রহণকারী সকলের জন্য এই ওয়েবিনার উন্মুক্ত।

Join the webinar >


DrinkCoach

বেশি পান করছেন নাতো?

আপনি কী মনে করেন, স্বাভাবিক সময়ের চেয়ে এখন আপনি বেশি পান করছেন? সারা দেশের পাব ও বারগুলো বন্ধ থাকা সত্বেও, এক গবেষণায় দেখা যাচ্ছে যে, এ্যালকোহল বা মদজাতীয় পানীয় বিক্রির হার সাম্প্রতিক সময়ে ২৯১ পার সেন্ট বৃদ্ধি পেয়েছে। উদ্বেগ, মানসিক চাপ ও বিচ্ছিন্নতা মোকাবেলায় অনেকেই হয়তো ঘরে বসে মদপানে আসক্ত হয়ে পড়ছেন।

মদপানেই সমস্যার দ্রুত সমাধান - এমনটা আপাত মনে হতে পারে, কিন্তু মাত্রাতিরিক্ত মদপান দীর্ঘমেয়াদে স্বাস্থ্য-সমস্যা এবং এমনকি আসক্তির দিকে ঠেলে দিতে পারে।

লকডাউনের সময় যদি আপনি দেখতে পান যে একটি গ্লাস দুটি হয়ে গেছে, তবে পানীয় আপনাকে কীভাবে প্রভাবিত করছে সেটি দেখতে কেন কয়েক মিনিট সময় ব্যয় করবেন না? ড্রিঙ্ককোচ এ্যালকোহল টেস্টটি সম্পূর্ণ ফ্রি, দ্রুত ও গোপনীয়তার সাথে সম্পন্ন করা যায় এবং টাওয়ার হ্যামলেটসে সহায়তামূলক সেবাও পাওয়া যায়।

Take the test


Support for business ratepayers

বিজনেস রেট পরিশোধকারীদের জন্য সহায়তা

আপনার ব্যবসাপ্রতিষ্ঠানও পেতে পারে সরকারের আর্থিক প্রণোদনা

১৯ এপ্রিল পর্যন্ত আমরা বারার ৩,১৬৫টি ব্যবসা প্রতিষ্ঠানের বিজনেস রেইট বাবদ ৯৮,৬৮২,১২৫ পাউন্ড মওকুফ করেছি। পাশাপাশি ২,১৪১টি ছোট ও মাঝারি আকারের ব্যবসায় প্রতিষ্ঠানকে ১০ হাজার পাউন্ড করে অনুদান ও আরো ১,০৩০টি বিজনেসকে ২৫ হাজার পাউন্ড অনুদান দেয়া হয়েছে।

এছাড়া আর্থিক অনুদানের আরো ৩১,৪০৫,০০ পাউন্ড হস্তান্তরের লক্ষ্যে আমরা ২,৫৯৯টি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি, যারা এখনো তাদর ব্যাংক ডিটেইলস সরবরাহ করেননি।

এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যাংকের বিশদ বিবরণ সরবরাহ করতে হবে এবং কাউন্সিলের সুরক্ষিত ‘মাই এ্যাকাউন্ট’ পোর্টালে তাদের ব্যাংকের সর্বশেষ স্ট্যাটমেন্টের কপি আপলোড করতে হবে। আমরা যাতে সাপোর্ট পেমেন্ট দিতে পারি, সেজন্য কিছু ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে যথাযথ সাড়া পাওয়ার অপেক্ষা করছি।

গত সপ্তাহান্তে বারার রেটপেয়াররা অর্থাৎ বাণিজ্যিক করদাতারা আমাদের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। যদি আপনি মনে করেন এটি আপনার ব্যবসার জন্য প্রযোজ্য, তবে দয়া করে পড়ুন এবং যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিন।

Get business support >

 


Coronavirus: useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus.

Anyone can subscribe using this link

Updates in other languages

If you know someone who would like to receive updates in Bengali, they can subscribe to 'Bengali newsletter' for news and advice in Bengali. 

The government is also publishing advice in a range of languages on its website.