Newsletter - BENGALI: Saty Home this Bank Holiday Weekend, Vicoria Park reopen, GP practices and pharmacies staying open and many MORE

Having trouble viewing this email? View it as a Web page.

Tower Hamlets banner
Message from the Mayor

সপ্তাহান্তের আপডেটসমূহ এবংসবাইকে হ্যাপি ইস্টারের শুভেচ্ছা

ইস্টার উইকেন্ড অর্থাৎ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ছুটি শুরু হচ্ছে কাল থেকে, অথচ টাওয়ার হ্যামলেটস সহ সারা পৃথিবীতে এবারের ইস্টার উদযাপন হবে ভিন্ন এক পরিবেশে, কারন গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের মহামারী রুখতে লড়াই করে যাচ্ছে।

ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বিদের অন্যতম একটি ধর্মীয় উদযাপন উপলক্ষকে কেন্দ্র করে সাধারণত সবাই একত্রিত হয়ে থাকেন, কিন্তু আমি জানি যে, আমাদের অনেক পরিবার ও প্রিয়জনরা এখন দিন কাটাচ্ছেন বিচ্ছিন্ন অবস্থায় এবং অনেকেই সপ্তাহান্তের এই দীর্ঘ সময়টা কিভাবে কাটাবেন তা নিয়ে চিন্তিত।

যাহোক, জীবন বাঁচাতে এবং এনএইচএস-কে রক্ষা করতে আমাদের সবাইকে ঘরের মধ্যে থাকাটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এর অর্থ হলো, ভিডিও কল, অনলাইনে উপাসনার কার্যবিধি সম্পাদন এবং সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল ইস্টার এগ অনুসন্ধানের মাধ্যমেই এবার আমাদেরকে উদযাপন করতে হবে ইস্টার।

ব্যক্তিবিশেষ ও পরিবারগুলো যাতে নিজেদের ঘরের মধ্যে অবস্থানকালে সুখি, স্বাস্থ্যকর ও আনন্দ বিনোদনের মধ্যে থাকে, তা নিশ্চিত করতে আমরা বিভিন্ন ধরেন ‘স্টে হোম এক্টিভিটিজ’ গ্রহণ করেছি। এব্যাপারে সকল তথ্য পেতে হলে ভিজিট করুন- www.towerhamlets.gov.uk/stayhomeresources

বর্তমান এই কঠিন সময়ে একে অপরকে সহযোগিতা করতে এক কমিউনিটি হিসেবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা, বিশেষ করে যারা খুবই অসহায়, তাদেরকে সুরক্ষা ও সহযোগিতা প্রদানই আমাদের মূল লক্ষ্য। এই উইকেন্ড এ যদি কোন বাসিন্দার জরুরি সহায়তার দরকার হয়, তাহলে তা প্রদানের জন্য আমাদের স্টাফরা সদা প্রস্তুত থাকবেন।

আমি আবারও অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি স্বাস্থ্যপরিচর্যার সাথে জড়িত এবং কমিউনিটিকে নিরাপদ রাখার সকল জনগুরুত্বপূর্ণ সার্ভিসগুলোতে কর্মরত কর্মীদেরকে। নিজ নিজ বাসায় অবস্থান করায় আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

১৩ এপ্রিল শিখ সম্প্রদায়ের নববর্ষ উপলক্ষে কমিউনিটির শিখ সম্প্রদায়কে জানাই শুভ বৈশাখি। পরদিন ১৪ এপ্রিল বাংলা নববর্ষ - এ উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভ বাংলা নববর্ষ।

আমাদের কমিউনিটির প্রতিটি মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ব্যাংক হলিডে উইকেন্ড কাটাবেন - এটাই প্রত্যাশা করছি।

নিরাপদে থাকুন সবাই

মেয়র বিগস


Stay home

যে কেউ সংক্রমিত হতে পারে, যে কেউ এটা ছড়াতে পারে

অনুগ্রহ করে এই সপ্তাহান্তে ঘরের মধ্যে থাকুন। এটা আমাদের সবার মনে রাখা দরকার যে এটা অন্য সময়ের মত ব্যাঙ্ক হলিডে উইকেন্ড নয়। কোরোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা আমাদের সবার জন্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে বারার পার্ক ও ওপেন স্প্যাসেস দায়িত্বশীলতার সাথে ব্যবহার করতে সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

দয়া করে ঘরের মধ্যে থাকুন। খুবই সীমিত উদ্দেশ্যে আপনি বাইরে যেতে পারেন, যেমন: 

  • অত্যন্ত প্রয়োজনীয় নিত্য সামগ্রি কেনাকাটা করতে Ñ শুধুমাত্র দরকার হলেই বের হতে পারেন।
  • দিনে একবার যেকোন এক ধরনের এক্সারসাইজ বা ব্যায়াম করতে - যেমন একা একা অথবা আপনার সাথে বসবাস করেন এমন একজনের সাথে দৌড়ানো, হাঁটা বা সাইকেল চালানো।
  • যেকোন চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে - যেমন, রক্তদান, আঘাত বা আহত হওয়ার ঝুঁকি এড়াতে বা রক্ষা পেতে অথবা কোন অসহায় মানুষকে পরিচর্যা সেবা বা সাহায্য করতে হলে;
  • যে কাজ ঘরে থেকে করা সম্ভব নয় - এমন কাজের জন্য কর্মস্থলের উদ্দেশ্যে বের হতে পারবেন।

দয়া করে মনে রাখবেন, এই কারণগুলো ব্যতিক্রম - এমন কি এই কাজগুলো করার ক্ষেত্রেও ঘরের বাইরে কাটানো সময়টাকে যতটা সম্ভব কমিয়ে আনা আপনার জন্য উচিত হবে এবং ঘরের বাইরের অন্য যেকোন লোকের কাছ থেকে সর্বাবস্থায় দুই মিটার দূরত্ব বজায় রাখুন।

সেইসকল লোকদের জন্য অতিরিক্ত কিছু পরামর্শ:

  • যারা করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।
  • নিজেদের অথবা পরিবারের অন্য কোন সদস্যের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায়, যাদের সেল্ফ-আইসোলেশনে থাকার দরকার।

দয়া করে এনএইচএস এর ওয়েবসাইট বারবার পড়ুন, সেখানে কিভাবে সংক্রমণের মাত্রা কমাতে সাহায্য করা যায়, নিজের সুস্থ্যতা কিভাবে নিশ্চিত করা যায় - এতদসংক্রান্ত যাবতীয় পরামর্শ পাবেন। এবং ব্যবহার করুন এনএইচএস করোনাভাইরাস স্ট্যাটাস চেকার


Free meals

শিশুসহ পরিবারদের জন্য বিনামূল্যে গরম খাবার

যেসকল পরিবারের শিশু রয়েছে, যাদের অনেকেই স্কুল চলাকালীন সময়ে ফ্রি স্কুল মিলের উপর নির্ভরশীল থাকে, তাদেরকে সহায়তার জন্য টাওয়ার হ্যামলেটস বারার ৬টি ভিন্ন লকেশন থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে হট মিল বা গরম খাবারের টেক এওয়ে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার নতুন লকেশন হিসেবে সামুডা হল (ই১৪ ৩জেই) থেকে এই খাবার সরবরাহ করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতির কারণে যেসকল পরিবার তাদের বাচ্চাদের খাবার দাবারের সংস্থান করতে হিমসিম খাচ্ছে, তাদের জন্যই এই ফ্রি খাবার সরবরাহ করা হচ্ছে।

যে ৬টি স্থান থেকে ফ্রি খাবার দেয়া হচ্ছে, সেগুলোতে সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব নির্দেশনা অনুসরণের স্বার্থে দিনে সর্বোচ্চ ৩০০ প্যাকেট খাবার সরবরাহ করা হবে। দয়া করে মনে রাখবেন, এই ফ্রি মিল সোমবার থেকে শুক্রবার - এই ৫ দিন পাওয়া যাচ্ছে। (ইস্টার সেটারডে বা সানডেতে পাওয়া যাবে না)।

বিস্তারিত জানতে ক্লিক করুন


Victoria Park now closed

ভিক্টোরিয়া পার্ক দায়িত্বশীলতার সাথে উপভোগ করুন

১১ এপ্রিল শনিবার ভিক্টোরিয়া পার্ক আবার খুলে দেয়া হচ্ছে। তবে পার্কের খোলা রাখার সময় সীমা কিছুটা কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ি, ভিক্টোরিয়া পার্কের পূর্বাংশ সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত এবং পশ্চিমাংশ ৮.৩০ টা থেকে ৪টা পর্যন্ত খোলা থাকবে।

পার্কটি আবার খুলে দেয়া এবং আবহাওয়াও অনেক ভালো হওয়ার প্রেক্ষিতে পার্কটি দায়িত্বশীলতার সাথে উপভোগ করার জন্য আমরা সকলের প্রতি আবেদন জানাচ্ছি। এর মানে হলো - সবুজ স্থানে প্রবেশ ও সামাজিক দূরত্ব বজায় রাখা সংক্রান্ত সরকারী নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা এবং জনস্বাস্থ্যের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসকল নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছি তা মেনে চলা।

বর্তমান সময়টা ভিন্ন, তাই পার্কগুলোকেও আমাদের ভিন্নভাবে ব্যবহার করা উচিত। সরকারি নির্দেশনা অথবা নতুন আরোপিত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাদি অনুসরণে ব্যর্থ হওয়ার ফল হিসেবে জরিমান কিংবা পার্কটি ফের বন্ধ করে দেয়া হতে পারে।

Victoria Park FAQs >


Bin Collection Update

বিন কালেকশন আপডেট

করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে অন্যান্য বহু প্রতিষ্ঠানের মতো আমাদেরকেও আবর্জনা সংগ্রহ কার্যক্রম বা ওয়্যেষ্ট সার্ভিস চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।

এর ফলে, আমাদেরকে আবর্জনা অপসারণ সার্ভিসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হচ্ছে। সাময়িক সময়ের জন্য পৃথকভাবে ফুড ও গার্ডেন ওয়্যেস্ট কালেকশন স্থগিত রাখা হয়েছে। এই জন্য খাদ্যদ্রব্য কেনাকাটার সময় প্রয়োজনীয়তা আছে কি-না এবং রান্না ও সংরক্ষণ করে রাখার বিষয়টি বিবেচনায় রাখার জন্য আমরা সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। কিভাবে ফুড ওয়্যেস্ট বা খাবারের উচ্ছিষ্টের পরিমান কম রাখা যায়, সে সম্পর্কে দয়া করে ‘লাভ ফুড হেইট ওয়্যেস্ট’ ভিজিট করুন, যেখানে আপনি খাবার সংরক্ষণ করে রাখার ও রেসিপি সংক্রান্ত টিপস পাবেন।

বড় ধরনের পরিত্যক্ত সামগ্রী বাল্ক ওয়্যেস্ট সংগ্রহও স্থগিত রয়েছে। দয়া করে বড় ধরনে আইটেম যেমন ম্যাট্রেস, আসবাবপত্র ইত্যাদি রাস্তায় ফেলে রাখবেন না, যা এই সময়ে আমাদের সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

ইস্টার কালেকশন

ইস্টার এর ছুটির সময় বারার রাস্তাগুলোকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যে সকল হাউজহোল্ড আবর্জনা সময়মত সংগ্রহ হয়নি, সেগুলো অপসারণে আমাদের আবর্জনা সংগ্রহকারি টিমের সদস্যরা কঠোর পরিশ্রম করবেন।

দয়া করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, সেখানে আপনি আগামী সপ্তাহের গৃহস্থালি আবর্জনা (সোমবার, ১৩ এপ্রিল থেকে) কালেকশনের পরিবর্তিত তারিখগুলো অবহিত হতে পারবেন। আমাদের স্বাভাবিক কালেকশন সময়সূচি ২০ এপ্রিল সোমবার থেকে আগের মতো শুরু হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন


Greenwich foot tunnel

গ্রীণউইচ ফুট টানেল বন্ধ থাকবে উইকেন্ডে

ইস্টার ব্যাংক হলিডে উইকেন্ডে, অর্থাৎ আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সোমবার রাত ১০টা পর্যন্ত গ্রীণউইচ ফুট টানেলটি সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

গত সপ্তাহান্তে বিপুল সংখ্যক লোক বিনা প্রয়োজনে চলাচল ও সাইকেল চলানোর কারণে ২ মিটার সামাজিক দূরত্ব বজায় রাখাটা প্রায় দুরূহ হয়ে পড়ায় এবং এতে অসংখ্য মানুষের জীবন ঝুঁকিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতে রয়াল বরা অব গ্রীণউইচ টানেলটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

খুব বেশি প্রয়োজনে ডিএলআর এর মাধ্যমে নদী পরাপার করা যাবে। উইকেন্ড, ব্যাংক হলিডের দিনগুলোতে এবং অফ পিক সময়ে সাইকেল নিয়ে ডিএলআর ট্রেনে আরোহন করতে দেয়া হয়।


Staff and volunteers

স্বেচ্ছাসেবি নিয়োগ করছে ভলান্টিয়ার সেন্টার

ভলান্টিয়ার সেন্টার টাওয়ার হ্যামলেটস বিভিন্ন দায়িত্বে স্বেচ্ছাসেবক নিয়োগ করছে। এই মুহুর্তে যে সব দায়িত্ব পালনের জন্য স্বেচ্ছাসেবক লাগবে, তার মধ্যে রয়েছে যেসকল বাসিন্দাদের প্রয়োজন, তাদের ঘরে খাবার পৌছে দেয়া, ফুড পার্সেল প্যাকিংয়ে সহযোগিতা করা এবং বারার বাচ্চাদের জন্য কাউন্সিলের ইস্টার হলিডেজ মিলস সরবরাহে সাহায্য করা।
আগামী দিনগুলোতে আরো অনেক দায়িত্বে স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হবে। স্বেচ্ছাসেবি হিসেবে সহযোগিতা করার জন্য আগ্রহীদের নিজেদের নাম নিবন্ধন করতে দ্যা ভলান্টিয়ার সেন্টার টাওয়ার হ্যামলেটস্ এর ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।
এ পর্যন্ত ভলান্টিয়ার সেন্টার ২২ টি পৃথক দায়িত্বের জন্য প্রয়োজনীয় সংখ্য স্বেচ্ছাসেবী ১০টি ভলান্টিয়ার ও কমিউনিটি ভিত্তিক সংগঠনের মাধ্যমে পূরণ করেছে এবং অবিশ্বাস্য হলেও সত্য, স্বেচ্ছাসেবি হিসেবে সহযোগিতা করতে এ পর্যন্ত ১২ শয়েরও বেশি মানুষ নিবন্ধিত হয়েছেন।



Pharmacist

ইস্টার উইকেন্ডে হেলথ সার্ভিস চালু থাকবে

করোনাভাইরাসজনিত কারণে গোটা স্বাস্থ্য ব্যবস্থার ওপর বর্তমানে যে চাপ রয়েছে, তা কমাতে সহায়তা করার জন্য ইস্টার ব্যাংক হলিডে উইকেন্ডে (শুক্রবার থেকে সোমবার) টাওয়ার হ্যামলেটসের জিপি প্র্যাক্টিস ও ফার্মেসিগুলো খোলা থাকবে।

সারাদেশের স্বাস্থ্যসেবাগুলোর সাথে সামঞ্জস্য রেখে এবং বর্তমানের অত্যধিক ব্যস্ত সময়ে চাহিদার সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করতে বারার সকল ডক্টরস্ সার্জারি এবং ফার্মেসিগুলো গুড ফ্রাইডে (১০ এপ্রিল, শুক্রবার) এবং ইস্টার মানডে (১৩ এপ্রিল সোমবার) স্বাভাবিক দিনের মতোই খোলা থাকবে।

রোগীদেরকে এটা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে, ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে ই-কনসালট সার্ভিসটি ব্যবহার করুন। এটি হচ্ছে একটি অনলাইন পোর্টাল, যার মাধ্যমে একজন রোগী তার উপসর্গগুলো নিজে নিজেই যাচাই করতে পারবেন এবং চব্বিশ ঘন্টাই মেডিক্যাল পরামর্শ লাভ করতে সক্ষম হবেন। অথবা আপনি আপনার সার্জারিতে ফোন করতে পারেন।

More information >


Talking Therapies

আপনি যদি উদ্বিগ্নতা বা হতাশা বোধ করেন, তাহলে টকিং থেরাপি আপনার উপকারে আসতে পারে

‘টাওয়ার হ্যামলেটস্ টকিং থেরাপি’ হচ্ছে আমাদের ফ্রি এনএইচএস সার্ভিস এবং যারা বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কোন সমস্যার সম্মুখিন হচ্ছেন, তাদের সহায়তা করছে এটি।

যদি কেউ বিষন্নতা, উদ্¦িগ্নতা, বা কোনরূপ চাপ অথবা হতাশা বোধ করেন, তাহলে অভিজ্ঞ থেরাপিস্টরা ফোনে কিংবা ভিডিও কলের মাধ্যমে এ ধরনের মানসিক পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সাহায্য করতে পারবেন। বিশেষ করে বর্তমান করোনাভাইরাস মহামারীর সাথে সম্পর্কিত কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এমন বাসিন্দাদেরকেও সাহযোগিতা করা হবে।

করো সাথে কথা বলাটা সত্যিই অনেক সাহায্য করতে পারে। যদি আপনি কোন বিষয়ে নিজের সাথে লড়াই করতে থাকেন বা কোনরূপ সাহায্য আপনার দরকার মনে করেন, তাহলে আপনি অনলাইনে অথবা ০২০ ৮৪৭৫ ৮০৮০ নাম্বারে কল করে আপনার নিজেকে রেফার করতে পারেন।


Food supplies

অসহায় বাসিন্দাদের ঘরে পৌঁছে দেয়া হচ্ছে ফুড ও গ্রোসারি প্যাকেজ

এ পর্যন্ত টাওয়ার হ্যামলেটসের ১৯৯টি পরিবারের ৩৯৫ জন বাসিন্দার কাছে খাদ্যসামগ্রী ও গ্রোসারি বক্স পৌঁছে দিয়েছেন আমাদের স্টাফ ও স্বেচ্ছাসেবীরা।

সরকারের কাছ থেকে পাওয়া পণ্যের চালানের সাথে বাসিন্দাদের পুষ্টিমান নিশ্চিত করতে এসব বক্সে কাউন্সিলের পক্ষ থেকেও অতিরিক্ত কিছু তাজা খাবার সরবরাহ করা হয়।

যারা ‘সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন’ বলে এনএইচএস কর্তৃক চিহ্নিত এবং যাদেরকে চলমান পরিস্থিতিতে ঘরের বাইরে বের না হাওয়ার পরামর্শ দেয়া হয়েছে, তাদের ঘরেই এই খাবারের বক্স পৌঁছে দেয়া হচ্ছে। অসহায় ও দূর্বল বাসিন্দাদের ঘরে খাবার পৌঁছে দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া খাবার লাভের আর কোন উপায় বা পন্থা তাদের সামনে খোলা নেই।

আমাদের নতুন ফোনালাইনে আমরা বিপুল সংখক কল পাচ্ছি। কোরোনাভাইরাসের কারণে অতি ঝুঁকির মধ্যে যারা রয়েছেন এবং যারা খুবই অসহায়, বিশেষ করে এই মহামারীর সময়ে যারা খুবই উদ্বিগ্ন, তাদের সাহায্য করতেই নতুন এই টেলিফোন নাম্বার চালু করা হয়েছে।

‘অতীব দূর্বল’ গ্রুপের লোকজন ছাড়াও যে সকল বাসিন্দাদের অন্য জরুরি প্রয়োজনীয়তা রয়েছে এবং যারা অসুস্থ্যতার কারণে হয় সেল্প-আইসোলেশনে (নিজ ঘরে নিজেক অবরুদ্ধ রাখা) আছেন কিংবা অন্য কোন স্বাস্থ্যগত সমস্যার কারণে তারাও উচ্চতর ঝুঁকির মধ্যে রয়েছেন, তাদেরকেও আমরা খাদ্য সরবরাহ করছি।

বাসিন্দাদের সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর, তবে যদি কেউ সবচেয়ে অসহায় অবস্থার মুখোমুখি হন কিংবা জরুরিভাবে সাহায্যের দরকার হয়, তাহলেই এই ফোনালাইনে (020 7364 3030) কল করুন।

How to request support >


Appeal for carers

জরুরিভিত্তিতে কেয়ার ওয়ার্কার দরকার

করোনাভাইরাসের বিরুদ্ধে কমিউনিটির চলমান লড়াইয়ে কি আপনি অংশ নিতে চান? আমাদের কিছু অসহায় বা দূর্বল বাসিন্দাদের কেয়ার ও সাপোর্ট সার্ভিস প্রদানের লক্ষ্যে নিয়োজিত অসাধারণ টিমে জরুরী ভিত্তিতে কিছু লোক নিয়োগ দিতে চাচ্ছে আমাদের কেয়ার প্রোভাইডাররা (পরিচর্যা সেবা প্রদানকারীরা)।

কেয়ারিং বা পরিচর্যার দায়িত্বে যদি আপনার অভিজ্ঞতা থাকে কিংবা অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার মানসিকতা আপনার থাকে, তাহলে আপনাকেই চাই আমরা।

এক্ষেত্রে অনেক ধরনের সবেতন কাজের সুযোগ রয়েছে এবং কেয়ার প্রোভাইডাররা স্বল্প ও দীর্ঘকালীন সময়ের জন্য স্টাফ নিয়োগ করতে চাচ্ছে। শূণ্য পদসমূহের মধ্যে রয়েছে, মানুষের ঘরে গিয়ে পরিচর্যা সেবা প্রদান এবং সাপোর্টেড ও এক্সট্রা কেয়ার হাউজিং অথবা রেসিডেন্সিয়াল কেয়ার হোমস্ এ বসবাসকারী বাসিন্দাদেরকে সেবা প্রদানকারী টিমের সদস্য হওয়া।

আপনার আগ্রহ জানাতে অথবা এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে হলে 020 7364 2280 নাম্বারে ফোন করে আমাদের কেয়ার ওয়ার্কার রিক্রুটমেন্ট টিমের সাথে কথা বলুন অথবা ইমেইল করুন - CareWorkerRecruitment@towerhamlets.gov.uk.


Royal London Hospital

হাসপাতাল ভিজিট সংক্রান্ত নির্দেশিকা

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে বেশির ভাগ হাসপাতাল অন্যদের ভিজিট হয় পুরোপুরি বন্ধ অথবা উল্লেখযোগ্যভাবে সীমিত করেছে। ভিজিটে যাওয়ার আগে অবশ্যই হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ পরামর্শগুলো অবহিত হোন।

বার্টস হেলথ এনএইচএস ট্রাস্ট এর ওয়েবসাইটে তাদের হাসপাতালগুলো পরিদর্শন বা ভিজিট সংক্রান্ত বিস্তারিত পরামর্শ প্রকাশ করা হয়েছে।

অনলাইনে তথ্যাবলী অবহিত হওয়ার পাশাপাশি ভিজিটে যাওয়ার আগ মূহুর্তে সংশ্লিষ্ট ওয়ার্ডে ফোন করে ব্যক্তিবিশেষের পরিস্থিতি নিয়ে কথা বলতে বাসিন্দাদের প্রতি অনুরোধ করা হয়েছে। বার্টস হসপিটালগুলোর যোগাযোগ তথ্যাবলী তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আমরা এটা স্বীকার করি যে, কিছু কিছু ক্ষেত্রে এই বিধিনিষেধ আপনার জন্য হতাশা অথবা মর্মপীড়ার কারণ হতে পারে। তবে অসহায় মানুষগুলোর সার্বিক সুরক্ষা এবং জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে এই বিধিনিষেধ আরোপ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

করোনাভাইরাস মহামারী চলাকালীন সময়ে কিভাবে পরিপূর্ণ নিরাপত্তার সাথে হাসপাতালে চিকিৎসাধীন কাউকে দেখতে যেতে পারেন, সেব্যাপারে একটি নির্দেশিকা প্রকাশ করেছে এনএইচএস।


Team for helap

স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে নতুন বিশেষায়িত টীম গঠন

গোটা লন্ডনের স্বাস্থ্যপরিচর্যা এবং ইমার্জেন্সী সার্ভিসগুলো থেকে বিশেষভাবে অভিজ্ঞ লোকদের নিয়ে নতুন একটি বিশেষায়িত টিম গঠন করা হয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ফলে কেউ মারা গেছেন বলে বিবেচিত হলে, এ ঘটনায় কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, সেব্যাপার তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। দাফন কিংবা কবরস্ত বা দাহ করার আগে প্রিয়জনের মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়া বা শবস্থানে নিয়ে যাওয়ার জন্য আন্ডারটেকার বা দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা করতে এই টিমের সদস্যরা শোকাহত পরিবারগুলোকে সংবেদনশীলতার সাথে সহায়তা করবেন।

প্যানডেমিক মাল্টিএজেন্সি রেসপন্স টিমস (পিএমএআরটি) নামের নতুন এই ইউনিটগুলোর লক্ষ্য হচ্ছে নিজের ঘরে, কেয়ার হোমে অথবা হসপিস এ কোভিড-১৯ এ কারো মৃত্যুর প্রেক্ষিতে নিরাপদ ও সংবেদনশীল পদক্ষেপ গ্রহণ নিশ্চিত এবং এর ফলে লন্ডন এম্বুলেন্স সার্ভিসের ওপর চাহিদার চাপ কমিয়ে আনা।

দুঃখজনকভাবে যারা মারা গেছেন, তাদের পরিবারের কাউকে প্রিয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে এখন আর কাউকে ব্যক্তিগতভাবে রেজিস্টার অফিসে যেতে হবেনা। এই প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন করবে বারার পিএমএআরটি এবং টেলিফোনে ডেথ রেজিষ্ট্রেশন বা মৃত্যু নিবন্ধন করতে লোকজন অনলাইনে এপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।


Domestic abuse image

পারিবারিক নিগৃহের শিকার হচ্ছেন যারা, তাদের জন্য সহযোগিতা 

চলমান করোনাভাইরাস মহামারীর এই সময়ে পারিবারিক নির্যাতন বা নিগ্রহের হার বৃদ্ধি পাওয়া নিয়ে অসংখ্য মানুষ উদ্বিগ্ন।

পরিস্থিতির কারণে যদিও অনেক সার্ভিসেই পরিবর্তন আনা হয়েছে, তারপরও যারা ডমেস্টিক এবিউজ বা পারিবারিক নিগ্রহের শিকার হচ্ছেন, তাদের সুরক্ষায় সহায়তামূলক সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। কাউন্সিল ওয়েবসাইটে আপনি স্থানিয়ভাবে পাওয়া যায় এমন সকল সার্ভিসের তালিকাসহ যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন। নির্যাতনকারীর কারো সাথে বসবাসকারীদের জন্য নিরাপত্তামূলক পরামর্শ এবং যদি আপনি কোন প্রতিবেশি কিংবা বন্ধুকে নিয়ে উদ্বিগ্ন হোন, তাহলে কি করবেন সে সংক্রান্ত পরামর্শও পাবেন এখানে।

মনে রাখবেন, জরুরী প্রয়োজনে সর্বদা ৯৯৯ এ কল করবেন। আপনি যদি বিপদের মধ্যে থাকেন এবং ফোনে কথা বলতে না পারেন, তাহলে ৯৯৯ নম্বারে কল করুন এবং ৫৫ প্রেস করুন। সাথে সাথে আপনার কলটি স্বয়ংক্রিয়ভাবে স্থানিয় পুলিশের কাছে চলে যাবে এবং আপনি কথা বলতে না পারা সত্বেও তারা আপনার সাহায্যে এগিয়ে আসবে।

পারিবারিক নির্যাতনের চিহ্ন বা ধরনগুলো চিহ্নিত করার যাবতীয় তথ্য এবং আপনি যদি পারিবারিক সহিংসতা ও নির্যাতনের শিকার হোন তবে কি করবেন, সে সম্পর্কিত পরামর্শ ক্রাইমস্টোপারস এর ওয়েবসাইটেও রয়েছে।


Clapping

কেয়ারারদের জন্য করতালি - এখন থেকে প্রতি বৃহস্পতিবার!

আমাদের কেয়ারারদের জন্য করতালিতে যারা টাওয়ার হ্যামলেটস বরাকে মুখরিত করেছিলেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। 

যারা আমাদের ভালো রাখতে, সুস্থ্য রাখতে, নিরাপদে রাখতে অত্যাবশকীয় কাজে নিয়োজিত রয়েছেন, সেই সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বিপুল সংখ্যক মানুষের করতালির শব্দে মুখর হয়ে উঠেছিলো টাওয়ার হ্যামলেটসের প্রতিটি জনপদ।

আমাদের স্থানিয় ফায়ার ব্রিগেডও হর্ণ বাজিয়ে, সাইরেন বাজিয়ে অংশ নিয়েছিলো এই কৃতজ্ঞতা প্রকাশের উদ্যোগে।
যারা আমাদের অত্যাবশকীয় সার্ভিসগুলো অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন, সারাদেশে একযোগে করতালির মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে দেশবাসি। এইসকল গুরুত্বপূর্ণ কর্মীদের মধ্যে রয়েছেন, এনএইচএস স্টাফবৃন্দ, স্বাস্থ্যপরিচর্যায় নিয়োজিত কর্মীবৃন্দ, সোশ্যাল কেয়ারার, ইমার্জেন্সি সার্ভিসেস এর কর্মীবৃন্দ, ডেলিভারি ড্রাইভারবৃন্দ, দোকানপাটের কর্মীবৃন্দ, শিক্ষক, আবর্জনা সংগ্রহকারী কর্মীগণ, উৎপাদকারী, ডাক কর্মীবৃন্দ, ক্লিনার, ইঞ্জিনিয়ার, বাস ড্রাইভার, কাউন্সিল অফিসারসহ অসংখ্য জনগুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিতরা।

এবং, যদি আপনি মিস করে থাকেন: তালি দেওয়া, উল্লাস করা, ড্রাম বাজানো, যতটা শব্দ করা যায়, তা করে কৃতজ্ঞতা জানানোটা এখন সাপ্তাহিক রীতিতে পরিণত হয়েছে। কারণ, এখন থেকে প্রতি বৃস্পতিবার রাত ৮টায় সারাদেশের মানুষের সাথে মিলে আপনিও এই উদ্যোগে অংশ নিতে পারেন।

টুইটারে #TowerHamletsTogether এই হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার ভিডিও শেয়ার করতে পারেন এবং পেতে পারেন আরো তথ্য।


Enforcement Team

আমাদের সুরক্ষিত রাখতে মাঠে রয়েছেন এনফোর্সমেন্ট অফিসাররা

বারার জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরকারের নিয়ন্ত্রণমূলক নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণ করছেন কি-না তা নিশ্চিত করার মাধ্যমে আমাদের সকলকে নিরাপদ রাখতে আমাদের এনফোর্সমেন্ট অফিসাররা কাউন্সিলের সিসিটিভি টিম, পুলিশ ও অন্যান্যদের সাথে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্ছেন। যেমন নিয়ম বহির্ভূতভাবে অধিক সংখ্যক মানুষের সমাবেশ ছত্রভঙ্গ করা এবং কোথাও লোকজন সোশ্যাল ডিসটেন্সিং রুল বা সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি মানছেন বলে রিপোর্ট পাওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা।

সরকার এবং এনএইচএস এর পক্ষ থেকে দেয়া পরামর্শগুলোর ব্যাপারে জনসাধারণকে সচেতন করতেও এনফোর্সমেন্ট অফিসাররা বারার সর্বত্র টহল দিচ্ছেন। এছাড়া বারার কোন অসহায় বাসিন্দার কোন ধরনের সাহায্য লাগবে কি-না, এবং তাদের সুস্থ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরাপদ দূরত্ব বজায় রেখেই খোঁজ খবর নিচ্ছেন।

কাউন্সিলের সকল বিভাগের কর্মীরা আমাদের গুরুত্বপূর্ণ সেবাখাতগুলো অব্যাহত রাখছেন এবং প্রতিদিন যেকোন পরিস্থিতির উদ্ভব হলে সেই অনুযায়ি ব্যবস্থা নিচ্ছেন। আমাদের করোনাভাইরাস ওয়েবপেজ এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন।


Stay Homo - EN-BN

এই উইকেন্ডে ঘরেই থাকুন

এই উইকেন্ড অর্থাৎ শনি-রোববার আবহাওয়া যা-ই হোকনা কেন, অনুগ্রহ করে ঘরেই থাকুন। শুধুমাত্র অত্যাবশকীয় হলে, এনএইচএস এর গাইডলাইনে উল্লেখিত চারটি প্রয়োজনের যে কোন একটির জন্য ঘরের বাইরে যেতে পারেন। বিস্তারিত তথ্য পাবেন এনএইচএস ওয়েবসাইটে

আমরাও বুঝি যে এটা বেশ দুরূহ, তবে ঘরে ‘থাকা - এনএইচএসকে রক্ষা করা - জীবন বাঁচানো’ - সরকারের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদি আপনি প্রতিদিনের অনুশীলন বা ব্যায়ামের জন্য ঘর থেকে বের হোন, তাহলে গ্রীণ স্পেস বা সবুজ স্থানসামাজিক দূরত্ব সংক্রান্ত নির্দেশনা (নিচে উল্লেখিত) অনুসরণ করুন -

  • নিজের এলাকায় থাকুন এবং ঘরের কাছাকাছি যে খোলা জায়গা/পার্ক আছে, সেটা ব্যবহার করুন - অহেতুক ভ্রমণ করবেন না
  • আপনি শুধুমাত্র একা অথবা আপনার সাথে বসবাস করেন এমন একজনের সাথে ঘরের বাইরে যেতে পারবেন
  • আপনার সাথে/ঘরে থাকেন না, এমন যে কারো সাথে সর্বদা কমপক্ষে ২ মিটার বা ৬ ফুট দূরত্ব বজায় রাখুন।
    পার্ক অথবা অন্য যেকোন পাবলিক স্পেসে (সর্বসাধারণের স্থান) দুই জনের বেশি জড়ো হওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং পুলিশ এটি কার্যকর করবে।
  • যখন ঘরের বাইরে যাবেন, তখন হাইজিন বা স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করুন এবং ঘরে ঢোকার সাথে সাথে ভালো করে হাত ধুয়ে ফেলুন।

বারার সকল আউটডোর জিম, প্লেগ্রাউন্ড ইক্যুপমেন্ট এবং স্কেট পার্কগুলো বন্ধ রয়েছে এবং কোন অবস্থাতেই এগুলো ব্যবহার করা উচিত হবে না।

লন্ডনবাসীদের উদ্দেশ্যে খোলা চিঠি

  • আমাদের বারার পাশেই অবস্থিত কুইন এলিজাবেথ ওলিম্পিক পার্ক, রয়েল পার্কস, লী ভেলি রিজিওনাল পার্কস অথরিটি এবং সিটি অব লন্ডন এর পক্ষ থেকে লন্ডনবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখা হয়েছে। অনুগ্রহ করে অনলাইন পড়ুন

Coronavirus: useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link

Spread the word