Bengali newsletter: New rules from 2 December and our Covid-19 teams are here to help

Having trouble viewing this email? View it as a Web page.

Newsletter banner 2020

Tier 2

‘উচ্চ সতর্কতা’ অঞ্চলের জন্য নতুন নিয়ম–কানুন

টাওয়ার হ্যামলেটস হচ্ছে ‘উচ্চ সতর্ক’ এলাকা এবং সরকারের কোভিড-১৯ লকাল এলার্ট সিষ্টেমের টায়ার-২ এর অন্তর্গত। তাই, এসংক্রান্ত সকল বিধিনিষেধ যথাযথভাবে অনুস্মরণ করুন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রুখতে এবং কমিউনিটিকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে আমাদের সকলকে অবশ্যই বিধিনিষেধ অনুসরণ করতে হবে। মনে রাখবেন, সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে কোভিড-১৯ সংক্রান্ত পরামর্শগুলো দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই সর্বশেষ পরামর্শগুলো সম্পর্কে অবগত থাকুন।

Find out more >


Get ready for winter

এই শীতে ভালো থাকুন

শীতকাল চলে এসেছে। তাপমাত্রা ক্রমশই নামছে নীচের দিকে। শীতের এই মাসগুলোতে কিভাবে নিরাপদ ও ভালো থাকা যাবে, সেব্যাপারে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদেরকে পরামর্শ দেয়া হচ্ছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব থাকায় বর্তমানের এই সময়ে নিজেদেরকে এবং চারপাশের মানুষদের নিরাপদ রাখাটা অন্যান্য যেকোন সময়ের তুলনায় অধিকতর গুরুত্বপূর্ণ।

শীত মওসুমের জন্য উপযুক্ত প্রস্তুতির মাধ্যমে আপনি অসুস্থ্তা থেকে নিজেকে যেমন রক্ষা করতে পারেন, তেমনি অত্যাবশকীয় স্বাস্থ্যসেবাগুলোর ওপর অতিরিক্ত চাপ কমাতেও সহায়তা করতে পারেন। শীতের সময় নিজেকে উষ্ণ রাখা ও ভালো থাকার টিপস্ এবং আরো তথ্য স্থানীয় সহায়তামূলক সার্ভিসগুলো সম্পর্কে জানতে হলে নিচের লিংকে ক্লিক করুন:

Find out more >


Foodhub graphic

জরুরী খাদ্য সহায়তার আবেদন

কোভিড-১৯ মহামারির চলমান চ্যালেঞ্জের মধ্যে এই শীতে লোকজন যাতে ক্ষুধার্ত না থাকে, তা নিশ্চিত করতে আমরা একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছি।

বারার অস্বচ্ছল অসহায় লোকজনকে খাদ্য সহায়তা দিতে মাসে ৫০০০ পাউন্ডের মতো ব্যয় নির্বাহের লক্ষ্য নিয়েই বারার ৩১টি ফুড ব্যাংকের পক্ষ থেকে এই আপীল করা হয়েছে। স্থানীয় অনেক খাবার সরবরাহকারী সংঠন চাহিদার নজিরবিহীন বৃদ্ধি লক্ষ্য করে আসছে এবং এখন এটি প্রায় সংকট পর্যায়ে পৌঁছেছে।

মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত যাদের প্রয়োজন, তাদের কাছে আমরা ১৯০ টন খাবার পৌঁছে দিয়েছি এবং আমাদের রেসিডেন্টস সাপোর্ট স্কীমের মাধ্যমে প্রায় ৯ লাখ ৫০ হাজার পাউন্ড এ খাতে ব্যয় করেছি। তারপরও এবছরের প্রয়োজন অন্য যেকোন সময়ের তুলনায় অনেক বেশি।

তাই, আমরা এখন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও আমাদের সকল অংশীদারদের প্রতি আবেদন করছি – আমাদের এই ক্রাউডফান্ডিং অর্থাৎ তহবিল সংগ্রহ অভিযানে সাড়া দিন এবং আর্থিক সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতার ফলে স্থানীয় ফুড ব্যাংকগুলোর পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাদ্য সহায়তা সেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে। তাই, দয়া করে এই আপীলের প্রতি সংহতি দেখান এবং স্থানীয় কমিউনিটিগুলোকে সহায়তা দিতে আমাদের সাহায্য করুন। দান করতে চাইলে ‘ডোনেট নাও’ বাটনে ক্লিক করুন।

Donate now >>


Covid-19 support teams

বারাকে সুরক্ষিত রাখতে কাজ করছে কোভিড-১৯ টিম

বারার বাসিন্দাদের কোভিড-১৯ সংক্রান্ত সকল নির্দেশিকা ভালোভাবে বুঝাতে ও তা যথাযথভাবে অনুসরণে তাদেরকে উদ্বুদ্ধ করতে এবং সকলেই যেন নিজেদেরকে ও কমিউনিটিকে সুরক্ষিত রাখতে ভূমিকা রাখেন তা নিশ্চিত করতে কাউন্সিল বিশেষ দু’টি দল মোতায়েন করা হয়েছে। 

যে সকল এলাকায় সবচেয়ে বেশি লোক সমাগম হয়, সেখানে ৫ সদস্য বিশিষ্ট এই দলগুলো বাসিন্দাদের সাথে কথা বলছেন, কোভিড-১৯ বিষয়ক সকল পরামর্শ, সহায়তা ও বিধিনিষেধগুলো বুঝাচ্ছেন এবং বাসিন্দাদের যদি কোন প্রশ্ন থাকে, সেগুলোরও উত্তর দিচ্ছেন।

জাতীয় নির্দেশিকা সম্পর্কে বেশিরভাগ মানুষ অবহিত থাকলেও প্রযুক্তির ব্যবহারে যারা পিছিয়ে রয়েছেন এবং প্রবীণ জনগোষ্টি এবং যারা সাধারণত নিজেদের ভাষায় কথা বলেন, তারা নির্দেশিকাগুলো সম্পর্কে ওয়াকিবহাল না-ও থাকতে পারেন। কাউন্সিলের বিশেষ এই দল দু’টি বিভিন্ন কমিউনিটি ভাষায় অনুদিত লিফলেট হস্তান্তর করছেন।
এছাড়া এনভায়রনমেন্টাল হেলথ এর দলগুলোও গোটা বারায় ব্যবসায়িদেরকে কোভিড-১৯ বিধি অনুসরণে সহযোগিতা এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের সাথে কাজ করে যাচ্ছে।

Find out more >


Xmass card

ক্ষুদে সৃজনশীলরা ডিজাইন করেছে কাউন্সিলের ক্রিসমাস কার্ড

কাউন্সিলের ক্রিসমাস কার্ড ডিজাইন কম্পিটিশনে জমা পড়া অর্ধ শতাধিক ডিজাইন থেকে তিনটি বিজয়ী নকশা বাছাই করতে গিয়ে মেয়র জন বিগস, চীফ এক্সিকিউটিভ উইল টাকলি ও শিশু ও সংস্কৃতি বিভাগের কর্পোরেট ডিরেক্টর জেমস থমাসকে বেশ হিমসিমই খেতে হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো বারার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা। তাদের আঁকা ও তৈরী করা নকশাগুলো থেকে সেরা তিনটি বেছে নেয়া হয়েছে এবারের ক্রিসমাস কার্ডের ডিজাইন হিসেবে। বিজয়ী নকশাগুলো সম্পর্কে পড়ুন -

Read about the winning designs >


ELBA toy appeal

এলবা’র টয় আপিল ২০২০ - ভালো কাজের মধ্য দিয়ে পার করুন বছরটি

ডিসেম্বর মাস চলে এসেছে। এই মাস শেষ হওয়ার সাথে সাথে চলে যাবে ২০২০ সাল। ইস্ট লন্ড বিজনেস এ্যালায়েন্স (ইএলবিএ বা এলবা) এনুয়্যাল টয় আপিল অর্থাৎ বার্ষিক খেলনা দান করার আবেদন নিয়ে মাঠে নেমেছে। আসন্ন ক্রিসমাসে ইস্ট লন্ডন এবং ইজলিংটনের বাচ্চাদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতেই এলবা প্রতি বছর এই টয় আপিল কার্যক্রম চালিয়ে থাকে।

৩ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ১৮ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত এই আপীল চলবে। বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে থাকা, যেমন পারিবারিক সহিংসতার মুখোমুখি হওয়া, কিংবা জরুরী আবাসনে বসবাসকারী পরিবার ও শিশু, রিফিউজি অথবা ডিজেবিলিটিজ রয়েছে এমন শিশুদের নিয়ে যে সংগঠনগুলো কাজ করছে, তাদের মাধ্যমে দানকৃত খেলনাগুলো বন্টন করা হবে।

এই ক্রিসমাসে আপনি যদি আপনার এলাকার বাচ্চাদের জন্য অতিরিক্ত খেলনা কেনার সামর্থ্য রাখেন, তাহলে আপনার উপহারটি মোড়ক না খুলে ক্যানরি ওয়ার্ফের জুবিলি প্লেস লোয়ার মল এর ড্রপ অব পয়েন্টে জমা দিন (সোমবার থেকে শনিবার, সকাল ৯টা থেকে বিকাল ৫টা, রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)।

যদি আপনি নির্ধারিত এই ড্রপ অব পয়েন্টে গিয়ে গিফটি জমা দিতে অপরাগ হন, এবং এই উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকতে চান, তাহলে অনলাইনেও অনুদান দিতে পারেন।

Donate online > 


Day support consultation

ডে সাপোর্ট সার্ভিসের ওপর কন্সালটেশনে অংশ নিন

প্রাপ্ত বয়স্কদের জন্য পরিচর্যা সেবা অর্থাৎ এডাল্ট সোশ্যাল কেয়ারের অন্তর্ভূক্ত ডে সাপোর্ট সার্ভিসের ক্ষেত্রে প্রস্তাবিত পরিবর্তনগুলো নিয়ে আপনি কী ভাবছেন, তা আমরা সরাসরি আপনার কাছ থেকে জানতে আগ্রহী। তাই, অনুগ্রহ করে আমাদের অনলাইন কনসালটেশন এবং এনগেইজমেন্ট সাইট লেটস্ টক্ টাওয়ার হ্যামলেটস্ ভিজিট করে আপনার অভিমত আমাদের জানান।

এছাড়া এ বিষয়ের ওপর আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার অনলাইন এনগেইজমেন্ট ইভেন্ট অনুষ্ঠিত হবে। অনলাইনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে যেকেউ আমাদের প্রস্তাবণা সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরতে পারবেন। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য এবং কীভাবে অনলাইনে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরা যাবে, তা জানতে নীচের বাটনে ক্লিক করুন।

Share your thoughts >


Support to get your shop online

অনলাইন ব্যবসায় আগ্রহীদের জন্য ফ্রি সহায়তা

ব্যবসা বাণিজ্যের জন্য বর্তমানের কঠিন পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা যাতে অনলাইনে তাদের পণ্য বিক্রি এবং ডেলিভারি সার্ভিস পরিচালনা শুরু করতে পারেন, সেজন্য প্রযুক্তিগত সেবা গড়ে গুলতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আমরা তাদের সাথে ঘনিষ্টভাবে কাজ করছি।

ওয়েবসাইট তৈরী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, ‘ক্লিক-এন্ড-কালেক্ট অথবা হোম ডেলিভারি চালুর মতো বিষয়ে ফ্রি ট্রেনিং ও সহায়তা দেয়া হচ্ছে। আপনি যদি অনলাইনে শপ চালু করতে আগ্রহী হন, তাহলে ইমেইল করুন: towncentres@towerhamlets.gov.uk.

Latest support >


Idea Store

লাইব্রেরী সার্ভিসের ভবিষ্যত সম্পর্কে মতামত দিন

টাওয়ার হ্যামলেটস বরার লাইব্রেরী সার্ভিসের ভবিষ্যত সম্পর্কে নিজেদের অভিমত দেয়ার জন্য কাউন্সিলের পক্ষ থেকে বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। লাইব্রেরী সার্ভিসের ভবিষ্যত নির্ধারণে কাউন্সিল ৩০ নভেম্বর সোমবার থেকে গণপরামর্শ অর্থাৎ কনসালটেশন কার্যক্রম শুরু করেছে।

কাউন্সিল ফান্ডিং অর্থাৎ অর্থায়নের ক্ষেত্রে সরকারের অব্যাহত কর্তন এবং কোভিড-১৯ সংকট মোকাবেলার কারণে কাউন্সিলকে ২০২৪ সালের মধ্যে ৩০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে হবে। অতিরিক্ত সাশ্রয় নিশ্চিত করতে কাউন্সিলকে সকল ক্ষেত্রেই ব্যয় কমিয়ে আনতে হবে, লাইব্রেরী সার্ভিসও এর মধ্যে রয়েছে।

আগামী ২৯ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত এই অনলাইন কনসালটেশন চলবে। talk.towerhamlets.gov.uk/ideastores - এই ওয়েবসাইটে গিয়ে আপনি সহজেই অনলাইন সার্ভেতে অংশ নিয়ে আপনার মতামত জানাতে পারেন। যদি আপনার নিজস্ব ওয়াই-ফাই কিংবা কম্পিউটার ব্যবহারের সুবিধা না থাকে, তাহলে বো, ক্রিসপ স্ট্রিট অথবা হোয়াইটচ্যাপল আইডিয়া স্টোরে গিয়ে কম্পিউটার ব্যবহারের জন্য সেশন বুক করতে পারেন। যদি অনলাইন সার্ভে ফরম পূরণ করতে আপনার কোন সহযোগিতার দরকার হয়, তাহলে ০২০ ৭৩৬৪ ০২৩৭ নাম্বারে যোগাযোগ করুন।

Share your thoughts >


Old Ford Road proposals

লিভেবল স্ট্রিটস্ বো এর কনসালটেশনের ফল প্রকাশ

বো এলাকার রাস্তাসমূহ ও পাবলিক স্পেস বা সর্বসাধারণে স্থানগুলোতে কী ধরনের উন্নয়ন স্থানীয় বাসিন্দারা দেখতে চাইবেন, সেসম্পর্কে তাদের ধারনা দিতে লাইভেবল স্ট্রিটস্ টীম গত ১৮ মাস বো কমিউনিটির সাথে কাজ করেছে।
চলতি বছরের জুলাই মাসে এই টিম তাদের প্রস্তাবগুলো শেয়ার করে এবং গণপরামর্শ কার্যক্রমে এব্যাপারে মতামত দিতে জনসাধারণকে অনুরোধ জানায়। এই এলাকা থেকে ২,১০০ এরও বেশি লোক এতে সাড়া দেন, যার ৭০ শতাংশই সামগ্রিকভাবে এই প্রকল্পকে সমর্থন করেছেন।

মেয়র অব টাওয়ার হ্যামলেটস, জন বিগস বলেন, ব্যাপক কনসালটেশনের পর সিদ্ধান্ত চূড়ান্ত হলেও কিছু কিছু মানুষের উদ্বেগ সম্পর্কে আমি ওয়াকিবহাল রয়েছি। তাই কিভাবে এই স্কীম তাদের এলাকার জন্য অধিকতর কার্যকর করা যায় এবং সকলেই যেন তাদের জীবনযাত্রা স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করতে কতটুকু কী করা যায়, তা নিয়ে আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাবো। ব্লু ব্যাজ হোল্ডারদের সহায়তাকারী লোকজনদেরকে ছাড় দেয়ার বিষয়টি আমরা সক্রিয়ভাবে বিবেচনা করছি এবং এই প্ল্যান নিয়ে লোকজনের সাথে আলোচনা আমরা চালিয়ে যেতে চাই।

বেথনাল গ্রীণের ওল্ড ফোর্ড রোড এলাকার বাসিন্দারাও তাদের নিজেদের এলাকার জন্য একই ধরনের প্রস্তাবসমূহের ওপর নিজেদের অভিমত তুলে ধরতে পারবেন।

Bow results >



Budget consultation

আপনার স্থানীয় অগ্রাধিকারগুলো সম্পর্কে আমাদের বলুন

চলতি বছর আমরা বারার বাসিন্দাদের সহায়তায় এবং তাদের জীবন মান উন্নত করার সেবাখাতগুলোতে সর্বমোট ১.২ বিলিয়ন পাউন্ড (নেট বাজেট হচ্ছে ৩৫৪.৫ মিলিয়ন পাউন্ড) ব্যয় করছি। কোভিড-১৯ এর প্রভাব ব্যাপক এবং এই মহামারীর প্রভাব যাদের ওপর মারাত্মকভাবে পড়েছে, তাদেরকে প্রয়োজনীয় সহায়তা করার জন্য আমরা বারাজুড়ে আমাদের অংশিদারদের সাথে কাজ করে চলেছি।

২০১০ সাল থেকে এ পর্যন্ত আমরা ২০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে কঠোর পরিশ্রম করেছি এবং এখন ২০২৪ সালের মধ্যে আমাকের আরো ৩০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে হবে। অনুগ্রহ করে আমাদের বাজেটকে চূড়ান্ত করতে সাহায্য করুন এবং ৯ ডিসেম্বর বুধবার বিকাল ৫টার মধ্যে বাজেট প্রস্তাবণা সম্পর্কে আপনার ফিডব্যাক আমাদের জানান।

Share your views >


Useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link

Updates in other languages

If you know someone who would like to receive advice in Bengali, they can subscribe to 'Bengali newsletter' for weekly news and updates.