Bengali e-newsletter: Covid-19 cases are still rising ⚠️ Free meals for kids And more local news

Having trouble viewing this email? View it as a Web page.

Newsletter banner 2020
Follow this rules

নিজের এবং অন্যদের সুরক্ষার জন্য নিয়মগুলো মেনে চলুন

সরকারের কোভিড-১৯ লকাল এ্যালার্ট সিস্টেম বা স্থানীয় সতর্কীকরণ পদ্ধতির অধীনে লন্ডনকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা সত্বেও টাওয়ার হ্যামলেটসে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
তাই, নিজেকে, নিজেদের পরিবার পরিজনকে এবং নিজের কমিউনিটিকে সুরক্ষিত রাখতে প্রত্যেকেরই নিয়মকানুনগুলো মেনে চলা এবং নিজ নিজ দায়িত্ব পালন করে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিয়মগুলোর মধ্যে রয়েছে:

  • নিজেদের ঘরের মধ্যে হোক অথবা সর্বসাধারণের স্থানেই (পাবলিক প্লেস) হোক, যেকোন ইনডোর বা অভ্যন্তরীন পরিবেশে নিজের পরিবার (যাদের সাথে বসবাস করছেন) কিংবা সাপোর্ট বাবল অর্থাৎ সহায়তাকারীদের বলয় বা গ্রুপের অন্তর্ভূক্ত লোকজন ছাড়া আর কারো সাথেই সামাজিকভাবে মেলামেশা করা থেকে বিরত থাকুন।
  • বাইরের পরিবেশে, সেটা বাড়ির গার্ডেনে কিংবা পার্কেই হোক, ৬ জনের বেশি কোন গ্রুপের সাথে মেলামেশা করবেন না।
  • কর্মস্থল কিংবা স্কুলে যাওয়া আসা অথবা পাবলিক প্লেসগুলোতে যাওয়ার প্রয়োজন হলে বিধিবিধানের সাথে সামঞ্জস্য রেখে যাতায়াত করুন, তবে যতটুকু সম্ভব আপনার ভ্রমণ বা যাতায়াতের সংখ্যা কমিয়ে আনুন এবং যদি সম্ভব হয়, তাহলে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ গণপরিবহন (বাস, ট্রেন, টিউব ইত্যাদি) এড়িয়ে চলার চেষ্টা করুন।
    সম্ভব হলে ঘরে থেকেই কাজ করুন।
  • মনে রাখবেন, আপনি যদি ‘হাত-মুখ-স্থান (ব্যবধান)’ বিধি অনুসরণ করেন, তাহলেই আপনি সবচেয়ে নিরাপদ থাকবেন।

নতুন রুলস্ বা নিয়মগুলো সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

What are the rules? >


Free school meals map

অক্টোবর হাফ-টার্মে ফ্রি স্কুল মিলস এবং অন্যান্য সহায়তা

স্কুলগুলোর চলতি হাফ-টার্ম বিরতিতে অভূক্ত থাকা অর্থাৎ ক্ষুধা নিবারণের লক্ষ্য নিয়ে কাউন্সিল হিসেবে আমরা আমাদের অংশিদারদের সাথে কাজ করে যাচ্ছি।

সম্মিলিতভাবে, আমরা পুরো সপ্তাহ জুড়ে বিভিন্ন ধরনের সহায়তামূলক সেবা দিয়ে যাচ্ছি। এর মধ্যে রয়েছে তৈরী খাবারের প্যাকেট বিরতণ, যা আগামীকালও (শুক্রবার, ৩০ অক্টোবর) বারার ৭টি লকেশন থেকে সংগ্রহ করা যাবে। এব্যাপারে বিস্তারিত তথ্য পাবেন নিচের লিঙ্কে।

Latest information >


Stay safe this Halloween

এবারের হ্যালোউইনে থাকুন নিরাপদে

৩১ অক্টোবর শনিবার হচ্ছে হ্যালোউইন উৎসব এবং এবছরের এই উৎসবটি যদিও ভিন্ন এক পরিস্থিতিতে এসেছে, তারপরও অনেকগুলো পন্থায় নিরাপদেই উদযাপন করা যাবে ভয় জাগানিয়া এই উৎসব।

আপনার পরিবারগুলোর জন্য আমরা বিকল্প কর্মসূচিসমূহের বা এক্টিভিটিজের একটি নির্দেশিকা তৈরী করেছি। এর মধ্যে রয়েছে, ভিক্টোরিয়া পার্কে নিজ-নেতৃত্বে স্টিকার ট্রেইল, পাম্পকিন ক্যার্ভিং, ভৌতিক সিনেমা দেখা, নিজের ঘরকে উৎসবের থিমে সাজানো এবং আরো অনেক কিছু।

মনে রাখবেন, কিছু কিছু হ্যালোউইন কর্মসূচি অন্যদের চেয়ে বেশি ঝুঁকি বহন করে। আপনি যেটাই করার জন্য বেছে নেন না কেন, দয়া করে আপনার নিজের জন্য, আপনার বাচ্চাদের জন্য এবং সর্বপরি অন্যদের জন্য ঝুঁকি কমিয়ে রাখতে নিয়মগুলো মেনে চলুন এবং টাওয়ার হ্যামলেটসকে নিরাপদ রাখতে সাহায্য করুন।

একইভাবে, ৫ নভেম্বর বৃহস্পতিবার উদযাপিত হবে বনফায়ার নাইট। মহামারির কারণে এবারের আতশবাজী উৎসব বাতিল করা হয়েছে। এই উৎসব নিরাপদে উদযাপন করতে, কোভিড-১৯ সংক্রান্ত সকল বিধিনিষেধ এবং লন্ডন ফায়ার ব্রিগেড এর পরামর্শগুলো সর্বাত্মকভাবে অনুসরণ করার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি।

Have a safe Halloween >


Screenshot of video message from mayor and MPs

মেয়র ও স্থানীয় এমপিদের গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা

মেয়র জন বিগস, বেথনাল গ্রীণ এন্ড বো’র এমপি রুশনারা আলী এবং পপলার এন্ড লাইমহাউজের এমপি আপসানা বেগম টাওয়ার হ্যামলেটসের সকল বাসিন্দাদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দিয়েছেন।

সরকারের কোভিড-১৯ লকাল এ্যালার্ট সিষ্টেমের অধীনে লন্ডনকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা (হাই রিস্ক এরিয়া) হিসেবে শ্রেণীভূক্ত করার পরপরই তারা এক যৌথ ভিডিও বার্তায় বাসিন্দাদেরকে নিজের এবং নিজ নিজ পরিবার পরিজন ও কমিউনিটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিধিসমূহ মেনে চলাসহ নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার আবেদন জানান। লন্ডনে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে জনসাধারণের প্রতি তাদের এই আবেদনের গুরুত্ব অপরিসীম। ভিডিওবার্তাটি দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Watch the video >


Shielding update

শিল্ডিংয়ে থাকা ব্যক্তিদের জন্য উচ্চ সতর্কতামূলক বিধি ও হালনাগাদ তথ্য

সংক্রমণ ও ঝুঁকির ভিত্তিতে লন্ডন এখন উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং টিয়ার ২ রেস্ট্রিকশন্স বা বিধিনিষেধগুলো অর্থাৎ লকাল এ্যালার্ট সিস্টেমের স্তর-২ এর বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। এর মানে হলো, ইনডোর বা অভ্যন্তরীন পরিবেশে হাউজহোল্ড বা পরিবারগুলোর মেলামেশা নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে, এক পরিবারের লোক অন্য পরিবারের সাথে মেলামেশা করতে কারো বাসা যেতে পারবে না কিংবা অন্যকোন অভ্যন্তরীণ পরিবেশ যেমন রেস্টুরেন্ট, ক্যাফে বা বারে মিলিত হতে পারবেন না। আপনার প্রতিদিনকার যাতায়াতের সংখ্যা যতটুকু সম্ভব কমিয়ে আনুন এবং সম্ভব হলে ঘরে বসে কাজ করুন।

শিল্ডিংয়ে থাকা বাসিন্দাদের জ্ঞাতার্থে-

আগে থেকেই গুরুতর স্বাস্থ্য সমস্যা রয়েছে, এমন লোকজনের ক্ষেত্রে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারাত্মকভাবে অসুস্থ্য হয়ে পড়ার ঝুঁকি থাকায় সরকারের পক্ষ থেকে তাদেরকে আগেরবার সেল্ফ-আইসোলেট অর্থাৎ স্ব-বিচ্ছিন্ন অবস্থায় থাকতে বলা হয়েছিলো। যাহোক, অতিরিক্ত সুরক্ষামূলক ব্যবস্থার আওতায় থাকার কর্মসূচি বা ব্যবস্থা, যেটাকে সরকার ‘শিল্ডিং প্রোগ্রাম’ হিসেবে প্রথমবার ঘোষনা করেছিলো, সেটি এখন স্থগিত রাখা হয়েছে এবং সেইসব লোকজনকে বর্তমানে শিল্ডিংয়ে থাকার জন্য পরামর্শ দেয়া হচ্ছেনা। শিল্ডিংয়ে থাকা লোকজনের জন্য আমরা আমাদের স্থানিয়ভিত্তিক পরামর্শগুলোকে হালনাগাদ (আপডেট) করেছি এবং অতিরিক্তি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তারা এই পরামর্শগুলো অনুসরণ করতে পারেন। শিল্ডিং বিষয়ক সর্বশেষ পরামর্শগুলো জানতে হলে ক্লিক করুন -

Shielding advice >


Budget

আমাদের বাজেট সম্পর্কে আপনার অভিমত জানান

জনসাধারণকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে এবং জীবনমান উন্নত করতে এ বছর আমরা পাবলিক সার্ভিসেস বা গণসেবা খাতগুলোতে সর্বমোট ১.২ বিলিয়ন পাউন্ড (৩৪৫.৫ মিলিয়ন পাউন্ড নেট এক্সপেনডিচার বাজেট) ব্যয় করছি।

আমাদের নেট বাজেটের অর্ধেকের বেশি ব্যয় করা হয় শিশু এবং ভালনেরেবল বা দুর্বল প্রাপ্ত বয়স্কদের সহায়তামূলক সার্ভিসগুলোতে। কোভিড-১৯ মহামারী এবার আমাদের সার্ভিসগুলোর ওপর এবং বাজেটের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। তাই, এই বিষয়টি বিবেচনায় রেখে আমরা এবারের বাজট প্রস্তাবণা তৈরী করছি।

২০১০ সাল থেকে আমরা ২০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে এবং কোভিড-১৯ মহামারীজনিত পরিস্থিতি মোকাবেলা সহ নানাবিধ অতিরিক্ত চাপসমূহ মোকাবেলায় আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। ২০২৪ সালের মধ্যে আমাদেরকে আরো ৩০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে হবে।

আমাদের সমুদয় অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আয় বাড়াতে নানা উদ্ভাবনী পন্থা ও উপায় আমাদের অবলম্বন করতে হবে। তাই, সকলের ভবিষ্যত গঠনের স্বার্থে বাজেট তৈরীতে আমাদের সহায়তা করতে এবারের বাজেট আলোচনা বা কথোপকথনগুলোতে অংশ নেয়ার জন্য আমরা আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

আমাদের মতামত জরিপ বা সার্ভে ৯ ডিসেম্বর ২০২০ বুধবার বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

Shape our budget >


Christmas card competition 2020

শুরু হলো মেয়র’স্ ক্রিসমাস কার্ড কম্পিটিশন

এটি বিশ্বাস করা বেশ শক্ত হলেও, উৎসবের মওসুমটি ঘনিয়ে আসছে এবং বরাবরের মতো মেয়র জন বিগস এবছরের ক্রিসমাস কার্ড ডিজাইন করার জন্য বারার বাচ্চাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী কিংবা স্থানীয় স্কুলে অধ্যয়নরত ৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য বার্ষিক ক্রিসমাস কার্ড ডিজাইন প্রতিযোগিতা শুরু হয়েছে। এ বছরের নির্বাচিত ই-কার্ডগুলোর দেখার পাশাপাশি তিনজন ভাগ্যবান বিজয়ী ডিজাইনার পাবে বুক টোকেন।

আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১টার মধ্যে বাচ্চাদের সৃজনশীল চিত্রকর্ম বা ডিজাইনগুলো (ডাকযোগের না পাঠিয়ে) ইমেইলে পাঠানোর জন্য অভিভাবক, কেয়ারার এবং শিক্ষকদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

Get creative >


Hands-Face-Distance

কোভিড – ১৯ এর প্রাদুর্ভাব রুখতে নিয়মকানুন মেনে চলুন

জাতীয় পরামর্শগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য আমাদের সকলকে অবশ্যই অব্যাহতভাবে ভূমিকা পালন করে যাওয়া এবং নিরাপদ থাকার লক্ষ্যে ব্যবস্থা নেওয়া উচিত। ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে স্থানীয়ভাবে আমাদের যা যা করা সম্ভব আমাদের করতে হবে। সকলের সার্বিক সুরক্ষার স্বার্থে নীচের নিয়মকানুনগুলো কঠোরভাবে মেনে চলুনঃ

  • নিয়মিত এবং প্রতিবার কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুয়ে ফেলুন। যদি সাবান-পানি না থাকে, তাহলে হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করুন।
  • গণপরিবহন (অর্থাৎ বাস, টিউব, ট্রেন, ডিএলআর ইত্যাদি), দোকানপাটের ভেতরে এবং অন্যান্য সকল আবদ্ধ স্থানে মুখে মাস্ক বা আচ্ছাদন পরুন। অথবা যে স্থানে শারিরীকভাবে দূরত্ব বজায় রাখ সম্ভব নয়, সেখানেও মুখ ঢেকে রাখুন।
  • আপনার পরিবারের বাইরের যেকোন লোকের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন (যেখানে সম্ভব সেখানে দুই মিটার দূরত্ব)
  • যদি আপনার মধ্যে কোভিড-১৯ এর কোন লক্ষণ বা উপসর্গ, যেমন খুব বেশি জ্বর, নতুন করে অথবা ক্রমাগত কাশি, কিংবা স্বাদ/ঘ্রাণের স্বাভাবিক অনুভূতিতে পরিবর্তন আসে বা কমে যায়, তাহলে বিনামূল্যে টেস্ট বুক করুন এবং টেস্টের রেজাল্ট না পাওয়া পর্যন্ত ঘরের মধ্যে থাকুন।
  • আপনার টেস্ট এর ফল যদি পজিটিভ হয়, তাহলে যেদিন থেকে লক্ষণ দেখা দিয়েছে, সেদিন থেকে পরবর্তি ১০ দিন ঘরের মধ্যে অবস্থান করুন। সিম্পটম বা লক্ষণ দেখা দেয়া থেকে টেস্টের জন্য অপেক্ষাকালীন সময় এর মধ্যে অন্তভূক্ত থাকবে।
  • কোভিড-১৯ টেস্ট পজিটিভ হয়েছে এমন কারো সংস্পর্শে যদি আপনি এসে থাকেন এবং এনএইচএস টেস্ট এন্ড ট্রেস কর্তৃক আপনাকে সেল্ফ-আইসোলেট বা স্ব-বিচ্ছিন্ন অবস্থায় থাকার জন্য বলা হয়, তাহলে নিজ ঘরে অবস্থান করুন।
  • নিজেকে, নিজের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের এবং বৃহত্তর কমিউনিটিকে সুরক্ষিত রাখতে আমাদের প্রত্যেকেরই ভূমিকা পালন করা জরুরী।

NHS advice >


Whitechapel area

হোয়াইটচ্যাপলের ভবিষ্যত বিনির্মানে সাহায্য করুন

হোয়াইটচ্যাপল এলাকায় হাঁটাচলা, সাইকেল চালানো এবং গণপরিবহনে যাতায়াতকে কীভাবে আরো সহজ ও নিরাপদ করা যায়, তা নিয়ে আমরা স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ি সম্প্রদায় ও এখানে আগত লোকজনের সাথে কথা বলছি।

আমাদের লাইভেবল স্ট্রিটস্ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে, বারার ১৭টি নেইবারহুডকে অধিকতর নিরাপদ, সবুজ ও ঘোরাফেরাকে সহজ করে তোলা।

আমাদের সার্ভে এবং ইন্টারেক্টিভ ম্যাপ ব্যবহার করে আপনি আপনার সুপারিশ বা পরামর্শগুলো আমাদের জানাতে পারেন, যা হোয়াইটচ্যাপল এলাকাকে বসবাস, কাজ ও বেড়ানোর ক্ষেত্রে আরো সুন্দর জনপদ হিসেবে গড়ে তোলার ভবিষ্যত উন্নয়ন প্রস্তাবণা তৈরীতে সাহায্য করবে।

এই সার্ভে বা জরিপ কার্যক্রম ২২ নভেম্বর ২০২০ রোববার মধ্যরাত পর্যন্ত চলবে।

Liveable Streets Whitechapel >


Op c

মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার

মাদক কেনাবেচা, সহিংসতা ও অপরাধ এবং সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটস পুলিশের নিয়মিত অভিযান ‘অপারেশন কোন্টিনাম’ পরিচালনা করেছে। গত সপ্তাহে এই সাড়াশি অভিযানকালে বারাসহ পূর্ব লন্ডনের বিভিন্ন ঠিকায় ২০টি সার্চ ওয়ারেন্টের আওতায় একযোগে তল্লাশি চালানো হয়। এসময় ১৪ জনকে গ্রেফতার, নগদ ৬ হাজার পাউন্ড এবং ২০০ প্যাকেট ক্লাস এ ড্রাগ বা মাদক জব্ধ করা হয়।

টাওয়ার হ্যামলেটস ও পার্শ্ববর্তী হ্যাকনি বারায় ড্রাগ ডিলিং বা মাদক কেনাবেচা, মাদক ব্যবহার এবং মাদক সংশ্লিষ্ট নানা অপরাধমূলক তৎপরতার ব্যাপারে পাওয়া তথ্য ও রিপোর্টের ভিত্তিতে অপারেশন কোন্টিনাম পরিচালনা করা হয়।

Read more >


Women's group

মহিলাদের প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে আপনার অভিমত জানান

স্থানীয় ভিত্তিক সংগঠন টাওয়ার হ্যামলেটস উইমেনস হেলথ গ্রুপ স্থানীয় প্রজনন স্বাস্থ্য সেবাসমূহকে একটি শেপ বা আকৃতি দিতে সহায়তা করার জন্য স্থানিয় মহিলাদের অভিমত এবং তাদের অভিজ্ঞতার কথা জানতে চায়। এক বছর মেয়াদি এই পাইলট প্রকল্পটির লক্ষ্য হচ্ছে, ১৪ থেকে ৪৪ বছর বয়সী মহিলাদের কী প্রয়োজন এবং বারার হেলথ সার্ভিসগুলো থেকে তারা কী চান, সেসম্পর্কে তাদের কাছ থেকে জানা।

সংক্ষিপ্ত এই সার্ভে বা মতামত জরিপ পূরণ করতে মাত্র ১০ মিনিট সময় লাগবে। এতে যারা অংশ নিবেন, তাদের কোন তথ্য বা যোগাযোগের তথ্য সংগ্রহ করা হবেনা। সার্ভেতে অংশ নিতে চাইলে, নিচের লিঙ্কে ক্লিক করুন।

Take survey >


ULEZ

আল্ট্রা লো এমিশন জোন সম্প্রসারিত হতে আর মাত্র এক বছর বাকী

লন্ডনের বাসিন্দারা যাতে বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারেন, তা নিশ্চিত করতে আল্ট্রা লো এমিশন জোন (ইউএলইজেড) টাওয়ার হ্যামলেটস বারায় কার্যকর হতে আর মাত্র এক বছর বাকী। গত উইকএন্ড থেকেই ক্ষণ গণনা শুরু হয়ে গেছে।
প্রতিটি ৫টি গাড়ির মধ্যেই ৪টিই ইউএলইজেড নির্গমন মান (এমিশন স্ট্যান্ডার্ড) পূরণ করতে সক্ষম হয়েছ্।ে তবে আগামী বছরের অক্টোবর মাসে এটি কার্যকর হওয়ার আগেই পুরনো গাড়ির মালিকদেরকে উপযুক্ত পদক্ষেপ নেয়া দরকার, তা না হলে তাদেরকে চার্জ দিতে হবে। আপনার গাড়িটির এমিশন স্ট্যান্ডার্ড যাচাই করে দেখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।

Check your vehicle >


BAME survey

স্বাস্থ্যসেবা খাতের অসমতাগুলো সম্পর্কে আপনার মতামত দিন

ব্ল্যাক, এশিয়ান এন্ড মাইনোরিটি এথনিক ইনইক্যূয়েলিটিজ কমিশন আগামী ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় হেলথ ইনইক্যূয়েলিটিজ অর্থাৎ স্বাস্থ্যসেবা খাতের অসাম্যগুলো নিয়ে আলোচনা করবে। বিভিন্ন ইস্যূ, যেমন জাতি-বর্ণগত পক্ষপাতের মতো বিষয় কিভাবে স্বাস্থ্যপরিচর্যা সেবার ওপর এবং বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে থাকতে পারে, সেসম্পর্কে কমিশনাররা জানতে চান।

আপনার মতামত ও ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমিশনারদের কাজে এগুলো অনেক সাহায্য করতে পারে। যদি স¤ম্ভব হয়, তাহলে অনুগ্রহ করে ৩ নভেম্বরের মধ্যে সার্ভে বা জরিপটি পূরন করুন (যদিও এটি এই বছরের শেষ নাগাদ পর্যন্ত খোলা থাকবে।

Have your say >


Volunteer

অতিরিক্ত তহবিল পেলো কোভিড–১৯ ভলান্টিয়ার হাব

মহামারীজনিত পরিস্থিতি মোকাবেলায় কোভিড-১৯ ভলান্টিয়ার হাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা বাসিন্দাদের সাহায্য করতে এই হাব আমাদের স্বেচ্ছাসেবী ও কমিউনিটি সেক্টরকে অতিরিক্ত সহায়তা দিয়ে তাদের সক্ষম করে তুলতে ভূমিকা রেখেছে।

টাওয়ার হ্যামলেটসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকার প্রেক্ষিতে এই হাবকে অব্যাহতভাবে সহযোগিতা করে যাওয়ার জরুরী প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা ওয়াকিবহাল আছি। তাই অত্যন্ত গুরুত্বপূলর্ণ এই সংস্থাটির জন্য আরো এক বছরের তহবিল বরাদ্দ করা হয়েছে।

বাসিন্দাদের সহযোগিতা করতে এ পর্যন্ত ২,৩০০ লোক স্বেচ্ছাসেবী হিসেবে নাম তালিকাভূক্ত করেছেন। কেয়ারাদের ঘরে পিপিই (পার্সোনাল প্রটেক্টিভ ইক্যূইপমেন্ট) পৌঁছে দেয়া থেকে শুরু করে কোন কমিউনিটি কিচেনে স্বেচ্ছাশ্রম দেয়ার মাধ্যমে আমাদের স্বেচ্ছাসেবী এবং তৃণমূল পর্যায়ের সংগঠনগুলো বারার সবচেয়ে অসহায় লোকজনকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন।

আমাদের এই বিনিয়োগের ফলে বারার জীবন যাত্রা স্বাভাবিক হওয়া পর্যন্ত তাদের অসাধারন কাজ অব্যাহত রাখতে সাহায্য করবে।

Become a volunteer >


 

আমাদের ত্রৈমাসিক প্রকাশনা আওয়ার ইস্ট এন্ড সম্পর্কে পাঠকদের অভিমত জানারজন্য আমরা রিডার সার্ভে শুরু করেছি। দয়া করে মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে এইপাঠক জরিপ বা রিডার সার্ভেতে অংশ নিয়ে আপনার অভিমত আমাদের জানান।

রিপে অংশগ্রহণকারী সকলের নাম প্রাইজ ড্রতে অন্তর্ভূক্ত হবে এবং ভাগ্যবান একজনজিতে নেবেন ১০০ পাউন্ডের আমাজন ভাউচার।

 

Our East End

Useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link

Updates in other languages

If you know someone who would like to receive advice in Bengali, they can subscribe to 'Bengali newsletter' for weekly news and updates.