Bengali newsletter: Back to school and big news for Brick Lane

Having trouble viewing this email? View it as a Web page.

Tower Hamlets banner

Ask the Mayor

অনলাইনে মেয়রকে প্রশ্ন করুন

মেয়র জন বিগস আগামী ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৭ থেকে ৮ টা পর্যন্ত অনলাইনে ‘আস্ক দ্যা মেয়র ইভেন্ট’ (মেয়রকে প্রশ্ন করার অনুষ্ঠান) পরিচালনা করবেন।

ঘরে বসেই আপনি স্থানীয় যেসব ইস্যূ আপনার ওপর প্রভাব ফেলছে, সেসব ব্যাপারে মেয়রের কাছ থেকে সরাসরি জানার সুযোগ পাবেন।

এই অনলাইন ইভেন্টে অংশ নিতে চাইলে আজই আপনার নাম নিবন্ধন করুন এবং চাইলে আপনি অগ্রিম প্রশ্নও জমা দিতে পারেন। অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Event details >


Back to School_BN

স্কুলে সবাইকে স্বাগত জানাতে আমরা উন্মুখ

আর মাত্র ক'দিন পরই, টাওয়ার হ্যামলেটসের সকল শিশু কিশোর বয়সী শিক্ষার্থীদের স্কুলে ফিরে যেতে হবে। আমাদের স্কুলগুলো নিরাপদ এবং শেখার সেরা জায়গা – নতুন শিক্ষাবর্ষের জন্য স্কুলগুলোকে প্রস্তুত করতে স্কুলের স্টাফরা লকডাউন এবং গ্রীষ্মকালীন ছুটির পুরো সময়টা জুড়ে কঠোর পরিশ্রম করে চলেছেন। সেপ্টেম্বরে আবারও সবাইকে স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।

সর্বশেষ তথ্য, পরামর্শ ও সহায়তা এবং কিছু সাধারণ প্রশ্নের উত্তর জানতে ভিজিট করুন– www.towerhamlets.gov.uk/backtoschool । এই ওয়েবসাইটটি সব সময় আপডেট করা হচ্ছে,  তাই নিয়মিত ভিজিট করতে ভুলবেন ন।

Find out more >


Brick Lane

পদচারি ও ভোজনকারীদের জন্য ব্রিক লেনে যান চলাচল বন্ধ

রেস্টুরেন্ট কাষ্টমারদের জন্য আউটডোর সিটিংস (বাইরে বসার ব্যবস্থা) এবং পদচারিদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ব্রিক লেন এর কিছু অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করা হয়েছে।

সোশ্যাল ডিসটেন্সিং অর্থাৎ সামাজিক দূরত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে তুলে ধরতে এবং চ্যালেঞ্জিং ট্রেডিং পরিস্থিতির মুখোমুখি হওয়া রেস্টুরেন্টগুলোর ব্যবসা বাড়াতে আজ (২৭ আগষ্ট, বৃহস্পতিবার) থেকে, বারার বিখ্যাত এই রাস্তার কিছু অংশে যান চলাচল বন্ধ রয়েছে।

নতুন বিধি অনুযায়ি, খাবারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আউটডোরে অর্থাৎ তাদের প্রতিষ্ঠানের বাইরে ফুটপাতে/রাস্তায় টেবিল সার্ভিস চালু করতে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।  

Further details >


Deborah Millington

বর্ষসেরা এন্টারপ্রাইজ পরামর্শক হলেন কাউন্সিল কর্মকর্তা ডেভরাহ

কাউন্সিলের একজন কমকর্তা, যিনি বারার তরুণদের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করছেনস, তিনি লন্ডন এন্টারপ্রাইজ এডভাইজার অব দ্যা ইয়ার হওয়ার গৌরব অর্জন করেছেন।

উদীয়মান উদ্যোক্তাদের আইডিয়া বা ধারনাগুলোকে বাস্তবে রূপ দিতে কাউন্সিলের এন্টারপ্রাইজ টিম ম্যানেজার ডেবরোহ মিলিংটন তাদের সাথে কাজ করছেন। দীর্ঘ দিন ধরে এই দায়িত্ব পালন করতে গিয়ে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন, তা কাজে লাগানোর একটা সুযোগ পান গত বছর এবং নিজের অবসর সময়ে স্বেচ্ছাসেবী হিসেবে পরামর্শ দেয়ার জন্য তিনি লন্ডন এন্টারপ্রাইজ এডভাইজার নেটওয়ার্কের স্কুল ক্যারিয়ার প্রোগ্রামে যোগ দেন।

এরপর থেকে তিনি ক্যানরি ওয়ার্ফ কলেজের শিক্ষার্থীদের সাথে কাজ করে চলেছেন এবং তাদেরকে বাস্তব জীবনের নিয়োগকর্তাদের সাথে দেখা করার এবং কাজের জগত ও বিভিন্ন ক্যারিয়ার সম্পর্কে বিশদ জানার সুযোগ প্রদান করেন। সাবাস, ডেবরোহ!

More this way >


Safer Together

‘লন্ডন টানেল রান’ রুখতে নানা উদ্যোগ

আগামী ৩০ আগষ্ট রোববার ‘লন্ডন টানেল রান’ নামের একটি মোটরযান র‌্যালি আয়োজন করা হয়েছে, যেটি লাইমহাউজ লিঙ্ক টানেল অতিক্রম করবে। অতীতে এই র‌্যালির কারণে এখানে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিলো, বিপুল সংখ্যক গাড়ির সমাগম ঘটেছিলো এই এলাকায় এবং সমাজবিরোধী আচরণের নানা ঘটনা ঘটেছিলো।

‘টানেল রান’ নামের এই গাড়ি দৌড় প্রতিযোগিতা বারায় যাতে নানা আসতে পারে, সেজন্য আমরা পুলিশের সাথে কাজ করে যাচ্ছি। ঐদিন আমাদের এনফোর্সমেন্ট অফিসাররা সংশ্লিষ্ট এলাকায় দিনের শুরু থেকেই টহল দেবেন এবং যেকোন গাড়িকে সরে যেতে বলবেন। আমাদের সিসিটিভি টিম এলাকার ওপর সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে এবং ‘সেকশন ৩৫ অর্ডার’ বলে পুলিশ যেকোন গাড়িকে ছত্রভঙ্গ বা সরিয়ে দিতে পারবে। এন্টিসোশ্যাল বিহেভিয়ার বা সমাজবিরোধী কার্যকলাপে ব্যবহৃত যেকোন গাড়ি জব্দ করা হবে।

এ ব্যাপারে পুলিশের টুইট ম্যাসেজ অনুসরণ করতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Follow police tweets >


Keep London Safe Test and Trace image

কোভিড-১৯ এর কোন লক্ষণ দেখা দিলে দ্রুত টেস্ট বুক করতে দেরী করবেন না

আপনার মধ্যে যদি কোভিড-১৯ এর কোন উপসর্গ বা লক্ষণ (খুব জ্বর, নতুনভাবে ক্রমাগত কাশি, অথবা গন্ধ বা স্বাদ না পাওয়া বা কমে যাওয়া) দেখা দেয়, তাহলে সাথে সাথে টেস্ট বুক করুন। লক্ষণ দেখা দেয়ার প্রথম ৫ দিনের মধ্যেই আপনাকে পরীক্ষা করতে হবে।

এনএইচএস টেস্ট এন্ড ট্রেস হচ্ছে একটি জাতীয় কর্মসূচি, যার লক্ষ্য হচ্ছে কারো মধ্যে যদি কোভিড-১৯ এর লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুততার সাথে তার পরীক্ষা করার বিষয়টি নিশ্চিত করা। বর্তমানে বারায় ভ্রাম্যমান টেস্টিং ইউনিট পরিচালনা করা হচ্ছে। এছাড়া হোম টেস্টিং কিটের অর্ডার দেয়া যাবে। পরবর্তী মোবাইল টেস্টিং এর তারিখগুলো হচ্ছে: ২৮ আগষ্ট এবং ৩, ৬, ৯, ১২ ও ১৫ সেপ্টেম্বর।

এছাড়া টেস্ট এন্ড ট্রেস প্রোগ্রাম সম্পর্কে আপনার অভিমত আমরা জানতে আগ্রহী। এতে করে টাওয়ার হ্যামলেটসে এই কর্মসূচি যতটা সম্ভব কার্যকরী করতে আমরা সক্ষম হবো।

যদি আপনার মধ্যে কোভিড-১৯ এর কোন উপসর্গ থাকে, তাহলে অতিসত্বর তা পরীক্ষার জন্য বুক করুন - সময় ক্ষেপন করবেন না। নিচের বাটনে ক্লিক করে আপনি সহজেই টেস্ট বুক করতে পারবেন।

Book a test >


Underbelly Festival

ভিক্টোরিয়া পার্কে স্ট্রিট ফুড, পানীয় এবং লাইভ মিউজিক

ভিক্টোরিয়া পার্কে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত খাবার ও পানীয়ের পপ-আপ স্টল খোলা থাকবে।

‘স্ট্রিটইট্’ এর এই আয়োজনে অংশ নিয়েছে সেরা মানের স্বতন্ত্র কিছু স্ট্রিট ফুড ট্রেডার, উন্মুক্ত বারসমূহ (পানীয়ের স্টল)। আপনি ঘরের বাইরের উন্মুক্ত পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থাপন করা সিটিং-পডে বসে খাবার ও পানীয়ের স্বাদ নেয়ার পাশাপাশি উপভোগ করবেন লাইভ মিউজিক, ডিজে, ক্যাবারে পারফর্মেন্স ইত্যাদি।

এই আয়োজনে লোকজনকে ঘরের বাইরের উন্মুক্ত পরিবেশে আনন্দ বিনোদনে কিছুটা সময় কাটানোর সুযোগ দেয়ার পাশাপাশি সরকারী গাইডলাইন অনুযায়ি সামাজিক দূরত্বের বিধানকে কঠিনভাবে কার্যকরা করা হচ্ছে এবং হাইজিন বা পরিচ্ছন্নতার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।

What's on > 


Tower Hamlets

টাওয়ার হ্যামলেটসের ইতিহাসে আপনার চিহ্ন রাখুন

করোনা মহামারী মোকাবেলায় আমাদের কমিউনিটির যে প্রতিক্রিয়া, এখানে বসবাসকারী ও কর্মজীবিদের দ্বারা নির্মিত নানা উপাদান ধরে রাখতে টাওয়ার হ্যামলেটস লকাল হিস্ট্রি লাইব্রেরী এন্ড আর্কাইভস উদ্যোগ নিয়েছে।
এটি কেবল অতীতের ঐতিহাসিক রেকর্ড সংরক্ষণ করা নয়, ভবিষ্যতের প্রজন্মের কাছে আজকের ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণ করে রাখা আমাদের দায়িত্বেরই অংশ।

নানাভাবে আপনিও হতে পারেন ইতিহাসের অংশ - "মেকিং হিস্ট্রি - ডকুমেন্টিং করোনাভাইরাস ইন দ্যা ইস্ট এন্ড" তথ্যচিত্র নির্মানে অংশ নেয়ার পাশাপাশি ব্যবসা ও কমিউনিটি সংগঠন হিসেবে আপনার রেকর্ডগুলোকে সংরক্ষনে সহযোগিতা লাভের মাধ্যমেও আপনি অবদান রাখতে পারেন।

Get involved >


Eat out

৫০% ডিসকাউন্টে রেস্টুরেন্টে খাবারের শেষ দিন - ৩১ আগষ্ট

টাওয়ার হ্যামলেটসের অসংখ্য খাবারের ব্যবসা প্রতিষ্ঠান সপ্তাহের তিন দিন খাবার ও নন-এ্যালকোহলিক ড্রিঙ্কে ৫০% ডিসকাউন্ট দিয়েছে - যার শেষ দিন হচ্ছে সোমবার ৩১ আগষ্ট।

সরকারের ‘ইট আউট টু হেল্প আউট’ স্কীমের আওতায় আগামী সোমবার ৩১ আগষ্ট ৫০ শতাংশ ছাড়ে খাবার খাওয়ার বিশেষ এই সুযোগ নিতে পারেন আপনিও। আগামী সোমবার আপনি স্থানীয় রেস্টুরেন্ট বা ক্যাফেতে যান এবং আপনার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন। যতবার ইচ্ছা ততবার এই ছাড়ের সুযোগ নিতে পারেন আপনি। টাওয়ার হ্যামলেটসের কোন্ কোন্ খাবারের ব্যবসা প্রতিষ্ঠান এই ডিসকাউন্ট দিচ্ছে, তা জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Find a restaurant > 


Keep TH Open

আসুন, টাওয়ার হ্যামলেটসকে সচল রাখি

টাওয়ার হ্যামলেটস বরায় আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, এবং এটা অব্যাহত রাখতে আমাদের সকলেরইদায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সচেতন থাকা, স্বাস্থ্যবিধি সংক্রান্ত পরামর্শ অনুসরণ করা এবং কোভিড-১৯এর কোন লক্ষণ দেখা দেয়ার সাথে সাথে তা পরীক্ষা করার মাধ্যমে আমরা নিজেদের এবং সর্বোপরি আমাদেরকমিউনিটির সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে পারি।

তাই অনুগ্রহ করে, নিজের পরিবারের বাইরের লোকজনের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিয়মিত ন্যূনপক্ষে ২০সেকেন্ড খুব ভালো করে হাত ধোয়া এবং নির্দেশনা অনুযায়ি মুখে মাস্ক বা আচ্ছাদন পরার মাধ্যমে ভাইরাসের বিস্তাররোধে আপনার সহযোগিতা অব্যাহত রাখুন। সর্বশেষ পরামর্শ ও তথ্যগুলো জেনে নিন। সবাই মিলে আমরা টাওয়ারহ্যামলেটসকে সুরক্ষিত রাখতে পারবো।

Latest advice >


Keep TH Safe

মুখ ঢেকে রাখার বিষয়টি ভুলে যাবেন না

আপনাকে এটা মনে রাখতে হবে যে, এখন থেকে অনেক বেশি সংখ্যক জায়গা ও ভেন্যুর অভ্যন্তরে মুখ ঢেকে রাখতে হবে। দোকানপাট, গণপরিবহন, হাসপাতাল ইত্যাদি ছাড়া আরো যেসকল পাবলিক স্পেস ও ভেন্যুতে মুখ ঢাকা বাধ্যতামূলক করা হয়েছে, তার মধ্যে রয়েছে: সিনেমা হল, উপাসনালয়, জাদুঘর, সেলুন, লাইব্রেরী, কমিউনিটি সেন্টারসমূহ এবং আরো অনেক স্থান।

মুখে আচ্ছাদন পরিধান করা মানে আপনার নাক ও মুখ উভয়ই ঢেকে রাখতে হবে এবং এটি মুখের উভয় পাশে যথাযথভাবে যেন সেঁটে থাকে, তা নিশ্চিত করুন। যখন আপনি সঠিকভাবে মাস্ক বা মুখের আচ্ছাদন পরিধান করবেন, তখন তা অতি সহজেই আপনার চারপাশের লোকদের রক্ষা করবে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধে সহায়তা করবে।

দয়া করে মনে রাখবেন, বেশিরভাগ লোক মুখে আচ্ছাদন পরিধান করতে পারলেও চিকিৎসা বা স্বাস্থ্যজনিত এবং নিরাপত্তাজনিত কারণে কিছু কিছু লোক মাস্ক বা আচ্ছাদন নাÑও পরতে পারেন। অনুগ্রহ করে মনে রাখবেন, মাস্ক বা আচ্ছাদন পরিধান করতে না পারার কারণ অন্যের কাছে দৃশ্যমান না-ও হতে পারে। তাই, এ ব্যাপারে সকলকে সচেতন থাকার জন্য আমরা অনুরোধ করছি। 

Cover up >


Useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link

Updates in other languages

If you know someone who would like to receive advice in Bengali, they can subscribe to 'Bengali newsletter' for weekly news and updates.