Bengali e-newsletter: COVID-19 funding shortfall + Stars in Memory ✨ and your mental health

Having trouble viewing this email? View it as a Web page.

Tower Hamlets banner
Cost of covid-19 response

করোনাভাইরাস মোকাবেলার ব্যয় মেটাতে সরকারের প্রতি কাউন্সিলের আহ্বান

করোনাভাইরাসের কারণে অতিরিক্ত ব্যয় এবং একই সাথে আয় কমে যাওয়ার কারনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তহবিল ঘাটতির পরিমান দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭২ মিলিয়ন পাউন্ড। এপ্রিল, মে ও জুন - এই তিন মাসে এই পরিমাণ অর্থ ঘাটতি হয়েছে, যা বারার মোট জনসংখ্যার জনপ্রতি ১০৮ পাউন্ড অতিরিক্ত ব্যয়ের সমান।

জনগুরুত্বপূর্ণ সার্ভিসসমূহ পরিচালনা করতে গিয়ে, যেমন প্রাপ্ত বয়স্কদের সামাজিক পরিচর্যা অর্থাৎ সোশ্যাল কেয়ার সার্ভিস প্রদান, গৃহহীন লোকজনের জন্য আবাসনের ব্যবস্থা করা, খাবার সরবরাহ এবং দুর্বল ও অসহায় লোকজনের সুরক্ষা নিশ্চিতকরণ, পিপিই (পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যূইপমেন্ট) এর ব্যবস্থা করা ইত্যাদি খাতে এই অতিরিক্তি ব্যয় হয়েছে। পক্ষান্তরে, একই সময়ে ব্যবসা বাণিজ্য থেকে পাওয়া আয় ও কাউন্সিল ট্যাক্স সহ যেসকল উৎস থেকে আমরা সাধারণত ফি ও চার্জ আদায় করে থাকি, সেসব খাত থেকে লক্ষ্যনীয় পরিমাণে রাজস্ব আয় হ্রাস পেয়েছে।

সারা দেশের ব্যবসায় ও পরিবারগুলোর মত কাউন্সিলগুলোও মহামারীর আর্থিক প্রভাব থেকে মুক্ত নয়। মহামারী মোকাবেলায় সরকার ‘যা যা করা দরকার, তা করা হবে’ বলে যে অঙ্গিকার করেছিলো, তা রক্ষা করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে বিস্তারিত পড়তে হলে নিচের লিঙ্ক ভিজিট করুন –

Read more >


Stars in memory

প্রয়াত প্রিয়জন স্মরণে বিশেষ ক্যাম্পেইন ‘স্টার ইন মেমোরি’

বর্তমান মহামারীতে যারা মারা গেছেন, তাদের স্মরণ করতে এবং লোকজনকে একত্রিত করতে কেয়ার কমিউনিটি অর্থাৎ পরিচর্যা সেবার সাথে সংশ্লিষ্টরা ‘স্টার ইন মেমোরি’ নামের বিশেষ একটি প্রচারাভিযান শুরু করেছেন।
স্বজন হারানো শোকাহত যে কেউ একটি তারকা বানিয়ে তা তাদের ঘরের জানালায় সেঁটে দেয়ার মাধ্যমে অথবা #StarsInMemory – এই হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মাধ্যমে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে পারেন।

এই স্টার বা তারা যেকোন সাইজের এবং যে কোন জিনিস দিয়ে বানানো যেতে পারে। অথবা আপনি ন্যাশনাল কেয়ার ফোরাম থেকে তাদের অনলাইন টেমপ্লেট ব্যবহার করেও বানাতে পারেন তারকা। উপরের ছবিটিতে দেখা যাচ্ছে বেথনাল গ্রীনের রাশিয়া লেন ডে সেন্টারের বানানো চমৎকার তারকা, যা শোভা পাচ্ছে তাদের জানালায়।

আমরা সবাই জানি যে বর্তমান সময়টি খুবই কঠিন এবং এখনো মহামারী শেষ হয়নি। দয়া করে এটা মনে রাখবেন, যারা স্বজনহারা হয়েছেন, তাদের জন্য বিভিন্ন ধরনের সহায়তামূলক সেবা পাওয়া যাচ্ছে। এব্যাপারে আরো তথ্য জানতে নীচের বাটনে ক্লিক করুন।

Find support >


Summer reading challenge 2

সামার রিডিং চ্যালেঞ্জে অংশ নিন

আমাদের আইডিয়া স্টোরগুলোতে খুবই শিগগিরই আসছে দ্যা সিলি স্কোয়াড সামার রিডিং চ্যালেঞ্জ। এবারের বই পড়া উৎসবে উদযাপন করা হবে সুখ, আনন্দ ও হাস্যরস।

বাচ্চাদেরকে অংশ নিতে দিন ভীষণ মজার প্রাণী দলের সাথে যারা কয়েকটি সেরা বইয়ের দারুণ সব মজার চরিত্রকে ধারন করে মেতে ওঠবে আনন্দে। এই উৎসবে অংশগ্রহণকারী শিশুরা আমাদের ই-লাইব্রেরী থেকে বিনা মূল্যে বই ধার নিতে পারবে। আজই সাইন-আপ করুন এই রিডিং চ্যালেঞ্জে এবং মেতে ওঠুন বই পড়ার আনন্দে।

অথবা যদি গল্পগুলো আপনার বাচ্চাদের ভালো লাগে, তাহলে এটা মনে রাখবেন যে, আমাদের আইডিয়া স্টোরের স্টাফরা সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ১০.৩০টায় পরিচালনা করছেন স্টোরি টাইম, মানে গল্প বলার আসর। রিডিং চ্যালেঞ্জে অংশ নিতে আগ্রহীরা ক্লিক করতে পারেন নীচের লিঙ্কে –

Take the challenge >


Mental Health

পরিচর্যা করুন আপনার মানসিক স্বাস্থ্যের

আপনার ক্ষেত্রে কিংবা আপনার কোন প্রিয়জন অথবা কর্মস্থলে মহামারীর প্রভাব নিয়ে আপনি যদি উদ্বিগ্ন হন, তাহলে সেই দুশ্চিন্তা দূর করতে সহায়তা পাওয়া যাচ্ছে।

কোভিড এর এই সময়কে ভালোভাবে মোকাবেলা করা সংক্রান্ত এনএইচএস নেতৃত্বাধীন বিশেষ ওয়েবিনার বা অনলাইন সেমিনার সমূহ পরিচালনা করছে থ্রাইব এলডিএন। আপনার মানসিক সুস্থ্যতা নিশ্চিত করা এবং উদ্বিগ্নতা, বিষন্নতা অথবা নিদ্রাহিনতার মতো সমস্যা কিভাবে মোকাবেলা করবেন, সেব্যাপারে আপনাকে সহযোগিতা করাই এইসব অনলাইন সেমিনারের মূল লক্ষ্য।

অথবা আপনি টাওয়ার হ্যামলেটস টকিং থেরাপির কাছ থেকেও সহযোগিতা পেতে পারেন। এনএইচএস কর্তৃক পরিচালিত আরেকটি ফ্রি সার্ভিস হচ্ছে এটি এবং বিভিন্ন ধরনের কর্মশালা, প্রশিক্ষণ কোর্স ও গ্রুপ সেশনসমূহ পরিচালনা করে থাকে। এছাড়া আপনি আপনার সমস্যাগুলো নিয়ে ফোনে কিংবা ভিডিও কলে কথা বলতে পারেন। প্রশিক্ষিত থেরাপিস্টরা আপনাকে আপনার বাজে অভিজ্ঞতা থেকে বের হয়ে আসতে সহায্য করবেন।
মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা লাভ করতে চাইলে নীচের বাটনে ক্লিক করুন।

Mental health support >


Discretionary Grants Scheme

ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য অনুদান তহবিল : আবেদনের শেষ তারিখ ৬ জুলাই 

মহামারী মোকাবেলার অংশ হিসেবে সরকার স্মল বিজনেস গ্র্যান্ট ফান্ড এবং দ্যা রিটেল, লেজার এন্ড হসপিটালিটি গ্র্যান্ট ফান্ড এর মাধ্যমে ছোট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দিচ্ছে।

যদিও এই তহবিল অনেকের জন্য স্বস্তি বয়ে আনলেও নির্দিষ্ট ক্যাটাগরির অন্তর্ভূক্ত না হওয়ায় এবং বিজনেস রেটপেয়ার্স না হওয়ায় কিছু কিছু ব্যবসায় এই অনুদানগুলো থেকে বাদ পড়েছে।

ক্ষুদ্র ব্যবসা, মার্কেট ট্রেডার্স এবং চ্যারিটি বা দাতব্য সংগঠনগুলো, যারা আগের স্কীমগুলোতে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারেনি, তাদেরকে সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন অনুদান স্কীম চালু করা হয়েছে। এই স্কীমে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে ১৫ জুন থেকে। আবেদনের শেষ তারিখ ৬ জুলাই ২০২০ সোমবার।

Read more >


Pride 2020

অনলাইন প্রাইড উৎসব: ভার্চ্যূয়াল পার্টি ১০ জুলাই

এবছরের প্রাইড উৎসব আমরা পালন করছি অনলাইনে। ইস্ট লন্ডন আউট পার্টনারশীপ (ইএলওপি) এর সাথে মিলে আমরা জুন ও জুলাই মাস জুড়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও আলোচনাধর্মী অনুষ্ঠান অনলাইনে পরিচালনা করে আসছি।
এরই অংশ হিসেবে আগামী ১০ জুলাই সন্ধ্যা ৭.৩০টায় অনুষ্ঠিত হবে ভার্চ্যূয়াল পার্টি, যেখানে থাকবে নাচ, লাইভ মিউজিক, কোয়ার (দলীয় সঙ্গীত) ইত্যাদি।

Virtual Pride events > 


Mela 2019

ঘরে বসে উপভোগ করুন মেলা

আমাদের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী মেলা এই উইকেন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। করোনাভাইরাসের কারণে তা না হলেও ঘরে বসেই মেলার আনন্দ আমরা কিছুটা হলেও উপভোগ করতে পারি।

আমাদের আর্টস এন্ড ইভেন্টস টিম এই উৎসবের আর্কাইভ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, যাতে করে আপনি ঘরে বসে অনলাইনে উপভোগ করতে পারেন বর্ণাঢ্য মেলার ধারনকৃত অংশগুলো। ২০১৮ ও ১৯ সালে অনুষ্ঠিত মেলায় আগত হাজার হাজার দর্শকদের মাতিয়ে রাখা মামজি স্ট্রেঞ্জার, ব্যান্ড দল চিরকুট, বেলি আফরোজ সহ বাংলাদেশী শিল্পীদের গান সহ অনেক পারফরমেন্স থেকে আপনি বেছে নিতে পারেন নিজের পছন্দেরটা। ঘরে বসে মেলার আনন্দ উপভোগ করতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন –

Mela fun at home >


Thank you drawing Brick Lane area

একত্রিত হোন এবং ধন্যবাদ জানাতে যোগ দিন সবার সাথে

‘টুগেদার’ অর্থাৎ একত্রিত হওয়ার নতুন একটি জাতীয় উদ্যোগে আমরা অংশ নিচ্ছি, যার লক্ষ্য হচ্ছে বর্তমান কঠিন সময়ে যারা আমাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাতে সর্বস্তরের মানুষকে একত্রিত করা।

সপ্তাহজুড়ে চলা এই উদ্যোগে নানাভাবে আপনিও অংশ নিতে পারেন। বিশেষ করে এই উইকেন্ডে এনএইচএস এর বার্থডে উদযাপনের দিকেই বিশেষভাবে নজর দেয়া হচ্ছে।

এখনো যদি আপনি এই উদ্যোগে অংশ না নিয়ে থাকেন, তাহলে আমাদের #TowerHamletsTogether video ভিডিও দেখুন, যা আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে আমাদের কমিউনিটিকে উদ্বুদ্ধ করে যাচ্ছি।

Find out more >


Tenants

লাইসেন্সবিহীন প্রোপার্টি মালিকদের বিরুদ্ধে অভিযান

আমরা গত বছর দুর্বৃত্ত বাড়িওয়ালাদের কাছ থেকে ১০০ হাজার পাউন্ডেরও বেশি অর্থ ফিরে পেতে ভাড়াটাদেরকে সহায়তা করেছি।

রেন্ট রিপেমেন্ট অর্ডার ব্যবহার করে এই অর্থ উদ্ধার করা হয়। এই অর্ডার প্রয়োগ করে লাইসেন্সবিহীন বাড়ির মালিকদের কাছ থেকে সর্বোচ্চ ১২ মাসের ভাড়ার অর্থ ফেরত আনতে কাউন্সিল এবং টেনেন্টরা সক্ষম হন।

লাইসেন্স ছাড়া বাড়ি বা প্রোপার্টি ভাড়া দিলে সংশ্লিষ্ট ল্যান্ডলর্ড বা মালিকদের বিচারের মুখোমুখি হওয়া, ফৌজদারি সাজা বা সীমাহীন আর্থিক জরিমানা দিতে হতে পারে। এছাড়া লাইসেন্সবিহীন বাড়িওয়ালারা তার ভাড়াটিয়ার বিরুদ্ধে উচ্ছেদ সংক্রান্ত আইনি ক্ষমতা প্রয়োগের সক্ষমতাও হারাতে পারেন।

Find out more >


Social distancing in shops

নিরাপদে ব্যবসায় ফিরছেন ব্যবসায়িরা

সরকারি নির্দেশনাগুলোর সাথে সামঞ্জস্য রেখে অনেক ব্যবসায়ি ও মার্কেট ট্রেডার ধীরে ধীরে ব্যবসায় ফিরছেন। শনিবার ৪ জুলাই থেকে আরো বেশি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়েছে।

করোনাইভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে আপনি লোক সমাগম বেশি হয় এমন জায়গায় মুখে মাস্ক পড়ে এবং অন্যের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থানীয়ভাবে কেনাকাটা করুন। এভাবেই আপনি সহযোগিতা করতে পারেন ব্যবসায়িদের।

ক্ষুদ্র ব্যবসায়ী ও মার্কেট ট্রেডার্স, যারা সরকারি সহায়তা পাননি, তারাও ৬ জুলাই মধ্যাহ্নের মধ্যে আমাদের ডিসক্রেশনারি গ্র্যান্ট স্কীম থেকে অনুদান চেয়ে আবেদন করতে পারবেন।

Guidance for businesses >


Shielding advice

শিল্ডিংয়ে থাকা লোকজনদের প্রতি সরকারি নির্দেশনা

শিল্ডিং অর্থাৎ অতিরিক্ত সুরক্ষিত অবস্থায় থাকা লোকজনদের জন্য নতুন গাইডলাইন ঘোষনা করেছে সরকার, যা ৬ জুলাই সোমবার থেকে কার্যকর হবে।

হালনাগাদকৃত এই নির্দেশনার মধ্যে রয়েছে, শিল্ডিংয়ে থাকা লোকজন তার পরিবারের বাইরের সর্বোচ্চ ৬ জন লোকের সাথে সাক্ষাত করতে পারবেন। যদি আপনি একা বসবাস করে থাকেন অথবা একক অভিভাবক হন, তাহলে আপনি একটি ‘সাপোর্ট বাবল’ অর্থাৎ কয়েকজনকে নিয়ে একটি পরিমন্ডল গড়ে তুলতে পারবেন এবং ঘরে ভেতরে অথবা বাইরে এই সাপোর্ট বাবল এর মধ্যে থাকা লোকজনের সাথে দুই মিটারের কম দূরত্বে থেকে মেলামেশা করতে পারবেন এবং রাতও কাটাতে পারবেন।

যদি সংক্রমণের হার অব্যাহতভাবে কম থাকে, তাহলে জুলাই মাসের শেষ নাগাদ এই শিল্ডিং অবস্থা স্থগিত করা হতে পারে। যখন শিল্ডিং তুলে নেয়া হবে, তখনও করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোরভাবে মেনে চলা অব্যাহত রাখাটা আপনার নিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্ডিং বিষয়ক নতুন গাইডেন্স বা নির্দেশিকা জানতে নীচের বাটনে ক্লিক করুন।

Guidance for shielding > 


Cycle lane

বারার পূর্বাংশের ট্রান্সপোর্ট লিঙ্কগুলোকে উন্নত করা হচ্ছে

বারার বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ অর্থাৎ সংযুক্তিকরণ ব্যবস্থাকে আরো উন্নত করতে এবং পায়ে হেঁটে ও সাইকেলে চলাচলকে আরো সহজতর করতে চাই আমরা।

কীভাবে সংযোগ ব্যবস্থাকে আরো উন্নত করা যায় এবং এ১২ মহাসড়ক ও বো ক্রিক এলাকার আশেপাশে সাইকেলিং ও হাঁটাহাঁিটর সংখ্যা কিভাবে আরো বাড়ানো যায়, সেসম্পর্কে আপনার আইডিয়া জানতে আগ্রহী আমাদের প্ল্যানিং টিম। আমাগী ১২ জুলাইয়ের মধ্যে আমাদের ইন্টারএক্টিভ ম্যাপে আপনার অভিমত ও আইডিয়া শেয়ার করার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন।

Have your say >


Helpline - Bangla

করোনাভাইরাস সাপোর্ট লাইন – খোলা থাকার পরিবর্তিত সময়সূচি

করোনাভাইরাস সাপোর্ট ফোনলাইন (০২০ ৭৩৬৪ ৩০৩০) এর অপেনিং আওয়ার্স অর্থাৎ খোল থাকার সময়ে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এই ফোনলাইনটি সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া নাম্বারটি আগের মতো আর উইকেন্ডে (শনি ও রবিবার) অথবা বিকাল ৫টার পর খোলা থাকবে না।

Get support >


Coronavirus: useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link

Updates in other languages

If you know someone who would like to receive advice in Bengali, they can subscribe to 'Bengali newsletter' for weekly news and updates.