Bengali e-newsletter: Tell us how you’re impacted by coronavirus, standing up to racism and celebrating our volunteers

Having trouble viewing this email? View it as a Web page.

Tower Hamlets banner
Survey

করোনাভাইরাস মহামারী নিয়ে অভিজ্ঞতা শুনতে চাই আমরা

করোনাভাইরাস মহামারী আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। তবে, আমাদের মধ্যে অনেক কিছুই কমন বা মিল থাকলেও কারো কারো জীবনে এমন কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা অন্যদের থেকে অনেক বেশি প্রকট। 

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের ওপর মহামারির প্রভাব কীভাবে পড়ছে তা আরো ভালোভাবে বুঝতে আমাদের সহায়তা করার জন্য আমরা একটি সমীক্ষা বা জরিপ শুরু করেছি। আগামী দিনগুলোতে বারার বাসিন্দারা যে ধরনের সুনির্দিষ্ট ইস্যূর মুখোমুখি হবেন, সে অনুযায়ি আমাদের সার্ভিসগুলোর যথাযথ পরিকল্পনা তৈরী করতে এই সমিক্ষা থেকে পাওয়া উপাত্ত আমাদের সাহায্য করবে। 

মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করুন এবং অনুগ্রহ করে আগামী ১৭ জুনের মধ্যে আমাদের এই অনলাইন সার্ভেতে অংশ নিয়ে আপনার মতামত জানান। অনলাইন জরিপে অংশ নেয়ার ক্ষেত্রে আপনি যদি নবিশ হোন, তাহলে সহযোগিতার জন্য আপনার সাথে বাস করেন (অথবা এমন কেউ যিনি নিরাপত্তার সাথে আপনার কাছাকাছি আসতে পারেন, যেমন কেয়ারার) এমন কারো সাহায্য নিতে পারেন। যদি অনলাইনে এই সমীক্ষায় অংশ নিতে আপনি সমর্থ না হন, তাহলে ০২০ ৭৩৬৪ ৩০৩০ নাম্বারে ফোন করে আমাদের যে কোন সাহায্যকারী কর্মকর্তাকে আপনার উত্তর জানাতে পারেন। কল রিসিভকারী অফিসাররা প্রতিটি প্রশ্ন আপনাকে ভালোভাবে ব্যাখ্যা করবেন এবং আপনার উত্তর নথিভূক্ত করবেন।

Share your thoughts >


Bromly Public Hall in purple

বর্ণবাদ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নির্মমভাবে নিহত জর্জ ফ্লোয়েডের মৃত্যুর ঘটনায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামে বিশ্বব্যাপি যে আন্দোলন এখন চলছে, তার প্রতি সংহতি জানিয়ে ৩ জুন আমরা ব্রোমলি পাবলিক হলকে বেগুনি রংয়ের আলোয় উদ্ভাসিত করি। 

বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সুদীর্ঘ ইতিহাস আমাদের রয়েছে, তা নিয়ে আমরা গর্বিত এবং এই টাওয়ার হ্যামলেটস হচ্ছে এমন একটি জনপদ, যেখানে ঘৃণার কোন স্থান নেই

মেয়র জন বিগস বলেছেন, মেয়র জন বিগস বলেছেন: "অবিচার ও বর্ণবাদের শিকার ব্যক্তিদের প্রতি আমরা সংহতি প্রকাশ করি এবং সাম্যতার জন্য চলমান লড়াইয়ে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা কী করতে পারি, তারই প্রতিফলন ঘটাতে পারি ।"

সাম্য এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের প্রত্যেকেরই ভূমিকা রয়েছে।

Pledge against hate >


Celebrating the volunteers

করোনাভাইরাস মহামারী নিয়ে আপনার অভিজ্ঞতা শুনতে চাই আমরা

করোনাভাইরাস মহামারী আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। তবে, আমাদের মধ্যে অনেক কিছুই কমন বা মিল থাকলেও কারো কারো জীবনে এমন কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা অন্যদের থেকে অনেক বেশি প্রকট। 

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের ওপর মহামারির প্রভাব কীভাবে পড়ছে তা আরো ভালোভাবে বুঝতে আমাদের সহায়তা করার জন্য আমরা একটি সমীক্ষা বা জরিপ শুরু করেছি। আগামী দিনগুলোতে বারার বাসিন্দারা যে ধরনের সুনির্দিষ্ট ইস্যূর মুখোমুখি হবেন, সে অনুযায়ি আমাদের সার্ভিসগুলোর যথাযথ পরিকল্পনা তৈরী করতে এই সমিক্ষা থেকে পাওয়া উপাত্ত আমাদের সাহায্য করবে। 

মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করুন এবং অনুগ্রহ করে আগামী ১৭ জুনের মধ্যে আমাদের এই অনলাইন সার্ভেতে অংশ নিয়ে আপনার মতামত জানান। অনলাইন জরিপে অংশ নেয়ার ক্ষেত্রে আপনি যদি নবিশ হোন, তাহলে সহযোগিতার জন্য আপনার সাথে বাস করেন (অথবা এমন কেউ যিনি নিরাপত্তার সাথে আপনার কাছাকাছি আসতে পারেন, যেমন কেয়ারার) এমন কারো সাহায্য নিতে পারেন। যদি অনলাইনে এই সমীক্ষায় অংশ নিতে আপনি সমর্থ না হন, তাহলে ০২০ ৭৩৬৪ ৩০৩০ নাম্বারে ফোন করে আমাদের যে কোন সাহায্যকারী কর্মকর্তাকে আপনার উত্তর জানাতে পারেন। কল রিসিভকারী অফিসাররা প্রতিটি প্রশ্ন আপনাকে ভালোভাবে ব্যাখ্যা করবেন এবং আপনার উত্তর নথিভূক্ত করবেন।

Share your thoughts >


NHS test & Trace

এনএইচএস টেস্ট ও ট্রেসিং সার্ভিস চালু

করোনাভাইরাসের সংক্রমণ সনাক্তকরণ, ছড়িয়ে পড়া সীমিত করণ এবং নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার সারা দেশব্যাপি এনএইচএস টেস্ট এন্ড ট্রেসিং সার্ভিস নামের নতুন একটি কন্টাক্ট ট্রেসিং প্রোগ্রাম অর্থাৎ ভাইরাসে আক্রান্ত ও তার সাথে সম্পৃক্ত হয়েছে এমন লোকদের খুজে বের করার কর্মসূচি চালু করেছে। 

এই কর্মসূচির অংশ হিসেবে, পরীক্ষায় যাদের করোনাভাইরাস পজিটিভ পাওয়া যাবে, এনএইচএস টেস্ট এন্ড ট্রেস সার্ভিসের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হবে এবং সাম্প্রতিক দিনগুলোতে কাদের কাদের সাথে যোগাযোগ হয়েছে, সম্পৃক্ততার সেই তথ্য তাদের কাছে জানতে চাওয়া হবে। এর মধ্যে যারা তার সাথে বসবাস করছেন, যাদের সাথে সরাসরি যোগাযোগ হয়েছে অথবা দুই মিটার দূরত্ব বজায় রাখলেও ১৫ মিনিটের বেশি সময় ছিলেন এমন যে কেউ থাকতে পারেন।

করোনা টেস্টে পজিটিভ হওয়া কারো কাছাকাছি হওয়া ব্যক্তিদের চিহ্নিত করার পর তাদের মধ্যে কোন উপসর্গ না থাকলেও ১৪ দিনের জন্য নিজ ঘরে স্ব-বিচ্ছিন্ন অবস্থায় থাকার পরামর্শ দেয়া হবে। আইসোলেশনে থাকাবস্থায় কারো মধ্যে কোন উপসর্গ দেখা দিতে শুরু করলে তাকে অবশ্যই https://www.nhs.uk/coronavirus ওয়েবসাইটে গিয়ে অথবা ১১৯ নাম্বারে ফোন করে টেস্টের জন্য বুক করতে হবে।

কাউন্সিল স্থানিয়ভাবে টেস্ট এন্ড ট্রেস কার্যক্রমে কিভাবে সহাযোগিতা করবে, সেসম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লিংকে ক্লিক করুন-

Read more >


Parking restrictions

পার্কিং বিধিনিষেধ ফের কার্যকর হলো

পয়লা জুন থেকে বারায় স্বাভাবিক সময়ের মতোই পার্কিং রেস্ট্রিকশনস্ বা বিধিনিষেধ পুণরায় কার্যকর হয়েছে এবং কন্ট্রোলড পার্কিং সময়ে গাড়ি পার্ক করার ক্ষেত্রে বাসিন্দাদের পারমিট লাগবে। এখন থেকে পারমিট ছাড়া গাড়ি পার্ক করা হলে আগের মতই পেনাল্টি চার্জ নোটিশ পেতে পারেন।

আমরা কী ওয়ার্কারদেরকে এ পর্যন্ত ৪ হাজারেরও বেশি অস্থায়ি পার্কিং পারমিট প্রদান করেছি। নতুন পেপারলেস ভার্চুয়াল পারমিট ব্যবহার করে ফ্রন্টলাইন এনএইচএস এবং স্কুল স্টাফ, ইমার্জেন্সি সার্ভিসেস এবং কাউন্সিলের সোশ্যাল ওয়ার্কাররা বিনামূল্যে গাড়ি পার্ক করতে পারবেন।
ওয়াপিং হাই স্ট্রিটের বাস গেট পুণরায় চালু হয়েছে। গাড়ি চালকদের অবহিত করতে বিভিন্ন স্থানে সাইন বা নোটিশবোর্ড লাগানো হয়েছে।

More details >


Teacher reading a book to children

মে হলিডে চাইল্ড কেয়ার স্কীমে অংশ নেয় ৬৩ শিশু

মে মাসের হাফ টার্ম হলিডের সময় জনগুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের সন্তানসহ বারার দুর্বল ও অসহায় শিশুদের পরিচর্যার লক্ষ্যে আমরা একটি হলিডে চাইল্ডকেয়ার স্কীম পরিচালনা করি। এতে ৩০টি স্কুলের ৬২টি শিশু অংশ নেয় এবং এভাবে আমরা ২৭ টি কী ওয়ার্ক ফ্যামিলিকে তাদের গুরুত্বপূর্ণ কাজ অব্যাহত রাখতে সাহায্য করি।

চাইল্ডকেয়ার স্কীমে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে, কী ধরনের এক্টিভিটিজ হয়েছে, কে কোন এওয়ার্ড জিতেছে, ইত্যাদি জানতে এবং স্টাফ, অভিভাবক ও বাচ্চাদের কাছ থেকে পাওয়া ফিডব্যাক পড়তে চাইলে নীচের লিংকে ক্লিক করুন।

Read more >


Medical tubes

ক্লিনিক্যাল বর্জ্য সঠিকভাবে ফেলুন

আবর্জনা অপসারণকালে আমরা ইদানিং বিপুল পরিমাণে ক্লিনিক্যাল বর্জ্য পাচ্ছি। যেমন প্লাস্টিকের ডায়ালিসিস টিউব, খাওয়ানোর টিউব এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি, যা ভুলভাবে রিসাইক্লিং বা পূণঃব্যবহার উপযোগী ব্যাগে এবং কমিউন্যাল রিসাইক্লিং বিনে রাখা হচ্ছে।

ক্লিনিক্যাল বর্জ্যগুলো রোগবালাই ছড়ানোর হুমকি তৈরী করে। সাধারণ উদাহরণ হলো কারো মুখের লালা বা ইঞ্জেকশনের সুঁচ। যদি আপনার ঘরে ক্লিনিক্যাল বর্জ্য তৈরী হয় এবং আপনি এধরনের চিকিৎসা সম্পর্কিত আবর্জনা বা বর্জ্য সংগ্রহের সার্ভিসটি না পেয়ে থাকেন, তাহলে দয়া করে রেফারেলের জন্য আপনার জিপির সাথে যোগাযোগ করুন।

ক্লিনিক্যাল ওয়্যেস্ট বা চিকিৎসাসম্পর্কিত বর্জ্য সম্পর্কে আরো তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এছাড়া আপনার যদি করোনাভাইরাসের লক্ষণ থাকে, তাহলে কিভাবে নিরাপদে বর্জ্য অপসারণ করবেন, সে সম্পর্কিত নির্দেশিকাও এখানে পাবেন।

More about waste collections >


Street Space for London

নিরাপদে চলাফেরায় সহযোগিতা করুন

সরকার লকডাউন বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করায় এবং করোনাইভাইরাসের বিস্তার কমিয়ে আনার এই সময়ে বারার বিভিন্ন এলাকায় চলাফেরায়র ক্ষেতে আমাদের অনেক বেশি নিরাপদ স্থান দরকার।

দোকানপাট ও গণপরিবহনের মতো আবদ্ধ জায়গায় দুই মিটার দূরত্ব বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও পাবলিক স্পেস হিসেবে পরিচিত জনগণের চলাচল ও ব্যবহারের যে স্থানগুলোতে সবচেয়ে ভিড় হয়, সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখাটা আরো কঠিন। কীভাবে আমরা পথচারি ও সাইকেল চালকদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি সহজ করে তুলতে পারি এবং প্রতিবন্দ্বীদের জন্য হুইলচেয়ার একসেস কীভাবে আরো উন্নত পারি, সেসম্পর্কে আপনার ভাবনা আমরা শুনতে চাই। নিচের বাটনে ক্লিক করে আপনার ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করুন।

Have your say >


Liveable Streets Bethnal Green

আগামী সপ্তাহ থেকে শুরু হবে লাইভেবল স্ট্রিটস্ এর কাজ

বেথনাল গ্রীণের বাসিন্দা, স্কুলসমূহ এবং ব্যবসা বাণিজ্যের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্থানীয় রাস্তাগুলোর উন্নয়নে আমাদের লাইভেবল স্ট্রিটস্ প্রোগ্রামের আওতায় আমরা ২ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছি। এই কর্মসূচির অংশ হিসেবে ১২ জুন থেকে ওল্ড বেথনাল গ্রীণ রোডের নিরাপত্তা বৃদ্ধিকরণ, লাইটিং ও সিসিটিভি স্থাপন সহ উন্নয়ন কাজ শুরু হবে।

এজন্য ক্লার্কসন স্ট্রিট এবং ম্যানসফোর্ড স্ট্রিটের জাংশনে যানচলাচল ডাইভার্ট অর্থাৎ অন্যদিকে সরানো হবে। তবে পথচারি, সাইকেল ও জরুরি সার্ভিসের জন্য চলাচল বজায় থাকবে।
বিস্তারিত তথ্য জানতে নীচের বাটনে ক্লিক করুন।

Find out more >


Food bank image

ফুড ব্যাংকে দান করার মাধ্যমে পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসুন

করোনাভাইরাস মহামারীর কারনে যারা আর্থিকভাবে মারাত্মক চাপের মুখোমুখি হয়েছেন, তাদেরকে সহায়তা করছে বারার ফুড ব্যাংকগুলি। দান করার মাধ্যমে বারার বাসিন্দারা অভূতপূর্ব মহানুভবতা দেখিয়ে আসছেন। তবে কিছু আইটেমের সরবরাহ কম, যার মধ্যে রয়েছে:
৫০০ গ্রাম / ১ কেজি ব্যাগের চাল, ডাল, ময়দা, পাস্তা ও ছোলা। টিনজাত সব্জি, টিনজাত মাংস, চিনাবাদামের বাটার, রাইস পুডিং, জ্যাম ও রান্নার তেল।

আগ্রহীরা নীচে উল্লেখিত যে কোন ঠিকায় অনুদানগুলো পৌঁছে দিতে পারেন:

  • ল্যাংডন পার্ক ক্যাশ এন্ড ক্যারি / Langdon Park Cash & Carry – 4 - 6 Spey Street, E14 6PZ – 07984 151957
  • সিম্পলি ফ্রেশ / Simply Fresh – 201 - 203 Roman Road, E2 0QY - 07809 251238
  • পপলার ওরিয়্যান্টাল গ্রোসারি / Poplar Oriental Grocery – 181 East India Dock Road, E14 0EA - 020 7515 0845

Coronavirus: useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link