Bengali Newsletter - Watch out for scams, thanks to volunteers & local coronavirus advice

Having trouble viewing this email? View it as a Web page.

Tower Hamlets banner
Message from the Mayor

করোনাভাইরাস মোকাবেলায় আমাদের পদক্ষেপসমূহ

আশা করি আপনারা সুস্থ এবং নিরাপদে আছেন। আপনি জেনে খুশি হবেন যে, বর্তমান পরিস্থিতির কারনে যে সকল স্থানীয় বাসিন্দা অসহায় ও বিপদগ্রস্থ হয়ে পড়েছেন, তাদের সুরক্ষার পাশাপাশি সকল ধরণের সহযোগিতা করতে স্থানীয়ভাবে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এখানে আমি এমনই কয়েকটি পদক্ষেপের সর্বশেষ অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে চাই।

বাসিন্দাদের জন্য সহযোগিতা

  • আমাদের স্টাফ ও ভলান্টিয়াররা এখন খাবারের প্যাকেট (ফুড প্যাকেজ) প্রস্তুত করছেন। বারার যেসকল বাসিন্দা পরিস্থিতির কারনে ঘর থেকে বের হতে পারছেন না এবং সবচেয়ে বেশি অসহায় অবস্থার মধ্যে রয়েছেন, খাবারের প্যাকেটগুলো তাদের হাতে হাতে পৌঁছে দেয়া হবে। সেলফ-আইসোলেশন এর ফলে কোন বাসিন্দার যদি কোনোরূপ সহযোগিতার দরকার হয়, তাহলে আমরা তাদেরও সাপোর্ট বা সহযোগিতা দিচ্ছি।
  • কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ার মারাত্মক ঝুঁকির মধ্যে থাকা বাসিন্দাদের সহযোগিতা করার জন্য আমরা একটি ফোনলাইন চালু করেছি। আপনি যদি ঝুঁকির মধ্যে থাকেন এবং কোন ধরনের সাহায্যের দরকার হয়, তাহলে আপনি ০২০ ৭৩৬৪ ৩০৩০ নাম্বারে ফোন করুন।
  • আমাদের গুরুত্বপূর্ণ সকল সার্ভিস বা সেবাখাতগুলো চালু রাখতে কাউন্সিলের স্টাফরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিদিন পরিবর্তিত পরিস্থিতির আলোকে তারা তাদের দায়িত্ব পালন করছেন। পার্ক স্টাফ থেকে শুরু করে এনফোর্সমেন্ট অফিসার বা প্রয়োগকারী কর্মকর্তা, সোশ্যাল কেয়ার ওয়ার্কার্স, শিক্ষক সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত স্টাফবৃন্দ - আমাদের সকলের প্রচেষ্টা হচ্ছে, এই মুহুর্তে যে সার্ভিসগুলো বারার বাসিন্দাদের  সবচেয়ে বেশি দরকার, সেগুলো চালু রাখা এবং নতুন নতুন উপায়ে সহযোগিতা প্রদানের ওপর দৃষ্টি নিবদ্ধ করা।  আমাদের ওয়েবসাইটে আমরা নিয়মিতভাবে আপডেটগুলো প্রকাশ করছি, যেখানে আপনি কাউন্সিল টেক্স, বেনিফিটসমূহ, হাউজিং সম্পর্কিত পরামর্শ এবং বিভিন্ন সার্ভিসে আনা পরিবর্তনগুলো সম্পর্কে জানতে পারবেন।

করোনাভাইরাস সংকট মোকাবেলায় আমরা পাবলিক হেলথ ইংল্যান্ড, এনএইচএস, পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলোর সাথে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্ছি। আমাদের অতীব গুরুত্বপূর্ণ সার্ভিসগুলো অব্যাহতভাবে চালিয়ে যাওয়া এবং বাসিন্দাদের সুরক্ষা ও সহায়তা করা আমাদের অগ্রাধিকার।

স্বেচ্ছাসেবা সম্পর্কিত আপডেট

করোনাভাইরাসে আক্রান্তদের সহযোগিতা করার জন্য টাওয়ার হ্যামলেটস ভলান্টিয়ার সেন্টারের মাধ্যমে অসংখ্য বাসিন্দা স্বেচ্ছাসেবী হিসেবে নিবন্ধিত হওয়ায় আমরা তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।

বারায় ভলান্টিয়ার ও কমিউনিটি সেক্টরের (ভিসিএস) এর সাথে সম্পর্কিত সংগঠনগুলোর মধ্য থেকে বিভিন্ন দায়িত্বে স্বেচ্ছাসেবী চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে দ্যা ভলান্টিয়ার সেন্টার। যেসকল দায়িত্বের জন্য স্বেচ্ছাসেবী চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে ড্রাইভার, অভিজ্ঞ শেফ, শপিং ডেলিভারি, টেলিফোনে সান্তনা দেওয়া বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, পারিবারিক সহিংসতার হাত থেকে রক্ষা পাওয়াদের এবং সাপোর্টেড আবাসনে বসবাসকারী আধুনিক দাসত্বের শিকার লোকদের সহযোগিতা করা।

আপনি যদি স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিতে আগ্রহী হোন, তাহলে ভলান্টিয়ার সেন্টারের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করুন। আগামী দিনগুলোতেও এদিকে নজর রাখুন - আরো অনেক দায়িত্বে স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে।

ঘরের মধ্যে থাকুন

যারা নিজ নিজ ঘরে অবস্থান করছেন এবং নিতান্তই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুধু নিজেকে এবং অন্যকেই রক্ষা করছেন না, এনএইচএস স্টাফ, সোশ্যাল ওয়ার্কার, স্ট্রিট ক্লিনার, সুপারমার্কেট স্টাফ সহ অসংখ্য কী-ওয়ার্কার, যাদের কাজে যেতেই হচ্ছে, তাদের সুরক্ষাও আপনি নিশ্চিত করছেন। আমি জানি যে আপনারাও তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যারা গুরুত্বপূর্ণ সকল সার্ভিস প্রদান অব্যাহত রেখেছেন।

যে চারটি গ্রহণযোগ্য কারনে আপনি ঘরের বাইরে যেতে পারেন, সেগুলো জানতে হলে এনএইচএস ওয়েবসাইট ভিজিট করুন। আমি জানি যে এটা খুবই কঠিন - তদুপরি নির্দেশনা মেনে চলা আমাদের প্রত্যেকের কর্তব্য।

ভিডিও কল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সাথে যতটা সম্ভব যোগাযোগ রাখুন। এই চ্যালেঞ্জিং সময়ে আপনার মানসিক স্বাস্থ্য ও সুস্থ্যতা নিশ্চিত করতে এনএইচএস এর ব্যবহারিক পরামর্শগুলো অনুসরণ করুন।

করোনাভাইরাস মোকাবেলায় স্থানীয়ভাবে আমরা যখনই কোন উদ্যোগ নিবো বা পরিবর্তন আনবো, তা সাথে সাথে আপনাদের অবহিত করা হবে। সকল আপডেট ও পরামর্শগুলো পড়ুন, জানুন এবং অন্যদেরকে অবহিত করুন

সবাই নিরাপদে থাকুন

মেয়র জন বিগস


Screenshot of Mayor's Video

'আমরা একটি শক্তিশালী এবং প্রাণোচ্ছল কমিউনিটি, তবে বর্তমান সময়টি খুবই কঠিন। এমতাবস্থায় আমাদের সকলকে একসাথে কাজ করা দরকার এবং আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা রয়েছি এখানে' - @MayorJohnBiggs মেয়র জন বিগস এর এই ভিডিও বার্তাটি বারার বাসিন্দা, বিশেষত যারা অতিশয় দুর্বল ও অসহায়, তাদের জন্য -

#TowerHamletsTogether #LondonTogether #coronavirus


করোনাভাইরাস - এর কারণে যারা উপাসনালয়ে যেতে পারছেননা, বিভিন্ন কমিউনিটির ধর্ম বিশ্বাসী সেই সকল মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে BBC লোকাল রেডিও।

প্রতি শুক্রবার ভোর ৫ টা ৫০ মিনিটে বিবিসি রেডিও লন্ডন @BBCRadioLondon থেকে প্রচারিত হবে পবিত্র কোরানের বাণী। 

প্রতি রবিবার সকাল ৮ টায় সম্প্রচারিত হচ্ছে ক্রিশ্চিয়ান সার্ভিস।

Faith Prog on BBCradio

Adult social care

কেয়ার প্যাকেজ লাভকারীদের জ্ঞাতার্থে

বর্তমান চ্যালেঞ্জিং সময়ে সরাসরি পেমেন্ট এবং/অথবা পার্সোনাল হেলথ (ব্যক্তিগত স্বাস্থ্য) বাজেট লাভকারী লোকজনদের সহযোগিতা অব্যাহত রাখতে আমরা আমাদের পার্টনার বা সহযোগি সংস্থা যেমন পিপলসপ্লাস, রিয়েল এবং এনএইচএস এর সাথে কাজ করে যাচ্ছি। এই পার্টনারশীপের ফলে দ্রুত সাড়াদান এবং যখন যে প্রয়োজন দেখা দেবে সে অনুযায়ি পরিবর্তন আনতে আমরা সক্ষম হচ্ছি। এর মধ্যে রয়েছে:

  • জরুরি বাজেটের জন্য সকল ডিরেক্ট পেমেন্ট বা সরাসরি অর্থ প্রদানের হার ১০ শতাংশ বৃদ্ধি করা।
  • কোন ব্যক্তিবিশেষের প্রয়োজনীয়তা মেটাতে, সাপোর্ট প্যাকেজে কোন পরিবর্তন আনার দরকার হলে, সে অনুযায়ি অতিরিক্ত নমনিয়তা আনা। এর মধ্যে উপযুক্ততা বিবেচনায় পরিবারের সদস্যদের নিয়োগ দেয়ার অপশন বা বিকল্পও অন্তর্ভূক্ত রয়েছে।
  • ডিরেক্ট পেমেন্ট গ্রহণকারীদের পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যূইপমেন্ট (অর্থাৎ ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম) পেতে সহায়তা করা।

বিস্তারিত জানতে ক্লিক করুন >


Phone scam

দয়া করে প্রতারকদের ব্যাপারে সাবধান থাকুন

সরকার, পুলিশ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে জনসাধারণকে এই মর্মে সতর্ক করা হচ্ছে যে, প্রতারকরা করোনাভাইরাসকে ব্যবহার করে লোকজনকে প্রতারণায় সক্রিয় রয়েছে।

কিছু ওয়েবসাইটস, ইমেইল বা ফোন নম্বর দেখতে কোন কোন সরকারি সার্ভিসের মত মনে হলেও এগুলো আদতে ফেইক বা নকল হতে পারে। আপনি যদি নিশ্চিত না হন, তাহলে দয়া করে এসবে সাড়া দেবেন না।

সকল প্রতারণার ঘটনার প্রায় তিনভাগের এক ভাগই হয়ে থাকে টেলিফোনের মাধ্যমে। তাই কিভাবে ফোনের মাধ্যমে প্রতারণা করা হয়ে থাকে এবং এ ব্যাপার কিভাবে সচেতন থাকতে হবে, সেসম্পর্কিত পুস্তিকা (booklet of phone scams) পড়ার জন্য মেট্রোপলিটান পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।


Animation for children

করোনাভাইরাস: বাচ্চাদের সাথে কথা বলা এবং পিতামাতার জন্য তথ্যাবলি

যখন আমরা সবাই - বাবা মা, পরিচর্যাকারী ও শিশুরা একসাথে ঘরের মধ্যে সময় কাটাচ্ছি, তখন সকলের জন্য উপযোগী অসংখ্য রিসোর্সেস (তথ্যাবলি সহ ব্যবহারিক উপাদান) সম্বলিত একটি আলাদা সেকশন বা অধ্যায় আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। এসবের মধ্যে রয়েছে বিবিসি, ডিপার্টমেন্ট ফর এডুকেশন, এনএইচএস, স্পোর্টস ইংল্যান্ড, এনএসপিসিসি সহ আরো অনেক সংস্থার কনটেন্ট।

নতুন এই অধ্যায়ে অন্যতম একটি সংযোজন হলো এল্ডার হে চিলড্রেন্স এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের বাচ্চাদের জন্য সহজ ও বন্ধুত্বপূর্ণ এনিমেশন। এর উদ্দেশ্য হচ্ছে, শিশুদেরকে করোনাভাইরাস কী, হাত ধোয়ার গুরুত্ব এবং ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করা কেন দরকার - তা বুঝতে সহায়তা করা।

Access resources >


Park in Tower Hamlets

পার্ক ও উন্মুক্ত সবুজ স্থানগুলো সম্পর্কিত সরকারি নির্দেশনা

সরকার গ্রীণ স্পেস হিসেবে পরিচিত পার্ক, খোলামেলা সবুজ এলাকাগুলো ব্যবহারে নতুন নির্দেশনা প্রকাশ করেছে, যা সামাজিক দূরত্ব সম্পর্কিত বিদ্যমান দিকনির্দেশনার পরিপূরক হিসেবে বিবেচিত হবে।

শুধুমাত্র প্রয়োজনেই আপনি ঘরের বাইরে যেতে পারবেন, তবে আপনাকে অবশ্যই -

  • নিজের এলাকায় থাকুন এবং ঘরের কাছাকাছি যে খোলা জায়গা/পার্ক আছে, সেটা ব্যবহার করুন - অহেতুক ভ্রমণ করবেন না
  • আপনি শুধুমাত্র একা অথবা আপনার সাথে বসবাস করেন এমন একজনের সাথে ঘরের বাইরে যেতে পারবেন
    আপনার সাথে/ঘরে থাকেন না, এমন যে কারো সাথে সর্বদা কমপক্ষে ২ মিটার বা ৬ ফুট দূরত্ব বজায় রাখুন।
  • পার্ক অথবা অন্য যেকোন পাবলিক স্পেসে (সর্বসাধারণের স্থান) দুই জনের বেশি জড়ো হওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং পুলিশ এটি কার্যকর করবে।
  • যখন ঘরের বাইরে যাবেন, তখন হাইজিন বা স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করুন এবং ঘরে ঢোকার সাথে সাথে ভালো করে হাত ধুয়ে ফেলুন।
  • ভিক্টোরিয়া পার্ক ছাড়া টাওয়ার হ্যামলেটসের অন্য সব পার্ক বর্তমানে খোলা রয়েছে।

ভুলে যাবেন না, আমাদের সকল আউটডোর জি, প্লেগ্রাউন্ড ইক্যুইপমেন্ট বা খেলার মাঠের সরঞ্জামাদি এবং বারার স্কেট পার্কগুলো বন্ধ রয়েছে এবং এগুলো কোন অবস্থাতেই ব্যবহার করা উচিত নয়। এটা সুস্পষ্টভাবে জানাতে যেখানে সম্ভব হয়েছে আমরা সাইন লাগিয়েছি এবং অবকাঠামোগুলোকে (ইক্যূপমেন্ট) মুড়ে দেয়া হয়েছে।
শক্ত কোন কিছুর ওপরে করোনাভাইরাস তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং কোন লক্ষণ বা উপসর্গ নেই - এমন ব্যক্তিরাও এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। আপনার এবং অন্যদের স্বাস্থ্য সুরক্ষায় এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে।


Met Police

১০১ নাম্বারে কল এখন ফ্রি

নন-ইমার্জেন্সি বা জরুরি নয় এমন কোন বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ১০১ জনসাধারণের জন্য ফ্রি করে দেয়া হয়েছে।

আগে স্থানিয় পুলিশ ফোর্স বা নিজেদের পছন্দের কোন ফোর্সের সাথে যোগাযোগে ১০১ নাম্বারে কল করলে, প্রতিটি কলের জন্য ১৫ পেন্স করে চার্জ করা হতো।

১ এপ্রিল থেকে বিপুল সংখ্যক মানুষ সম্পূর্ণ বিনা মূল্যে এই নাম্বারে কল করতে পারবেন। তবে, ১ জুলাই পর্যন্ত কিছু কিছু ছোট অপারটর কর্তৃক ১০১ সার্ভিস ব্যবহারকারিদের চার্জ করার সম্ভাবনা থাকতে পারে। যদি এটা করা হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কলদাতাকে তার অর্থ ফেরত দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট অপারেটরদের অনুরোধ করা হবে।


Stay Home-Protect NHS

ঘরে অবস্থান করায় সত্যিই জীবন রক্ষা পাচ্ছে

পরিশেষে, সবাইকে এটা আবারো মনে করিয়ে দেয়া হচ্ছে যে, ভাইরাসটির বিস্তার রোধে আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

  • কেবলমাত্র খাবার সংগ্রহ, স্বাস্থ্যগত কারণ বা কাজের জন্য (যদি আপনি ঘরে বসে কাজ করতে না পারেন) বাইরে যেতে পারেন।
  • যদি আপনি ঘরের বাইরে যান, তাহলে সর্বাবস্থায় অন্যদের থেকে দুই মিটার বা ৬ ফুট দূরে থাকুন।
  • ঘরে পৌঁছেই হাত ধুয়ে ফেলুন।

অন্যদের সাথে, এমন কি বন্ধু বা পরিবারের অন্য সদস্যদের সাথে মেলামেশা করবেন না।

আপনার যদি কোন উপসর্গা না-ও থাকে, তারপরও আপনি ভাইরাসটি ছড়িয়ে দিতে পারেন।

যখন আমাদের মধ্যে বেশিরভাগ লোককেই বাড়িতে থাকতে হচ্ছে এবং সামাজিক যোগাযোগ ও অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করত হচ্ছে, তখন টাওয়ার হ্যামলেটসে বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত গুরুত্বপূর্ণ কর্মীরা (কী ওয়ার্কার), যেমন এনএইচএস এবং আমাদের নিজস্ব কাউন্সিল স্টাফরা এই চ্যালেঞ্জিং সময়ে অন্যদের সাহায্যের জন্য বেরিয়ে আসছেন। আমাদের সহকর্মী ও পার্টনার বা অংশিদাররা সবসময়ই আমাদের চিন্তাভাবনায় আছেন এবং গুরুত্বপূর্ণ সকল পরিসেবা অব্যাহতভাবে চালিয়ে যেতে তাদের চলমান প্রচেষ্টার জন্য আমরা তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

Find out more >


Coronavirus: useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link

Spread the word