Bengali E-Newsletter - New phoneline to help vulnerable residents

Having trouble viewing this email? View it as a Web page.

Tower Hamlets banner
New phoneline

অসহায়-দুর্বল বাসিন্দাদের সহায়তার জন্য নতুন ফোনলাইন চালু করেছে কাউন্সিল

বারার যেসকল বাসিন্দা খুবই ভালনারেবল বা অসহায় এবং করোনাভাইরাসের কারণে কভিড-১৯ রোগে গুরুতর অসুস্থ্ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন, তাদেরকে সহায়তা দেয়ার জন্য আমরা একটি নতুন ফোনলাইন চালু করেছি।

কারো কোন জরুরী প্রয়োজনীয়তা দেখা দিলে, তা সাথে সাথে কাউন্সিলকে জানানোর জন্য টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা, তাদের পরিবার বা কেয়ারারদের জন্য এই নাম্বারটি খোলা হয়েছে।

এই লাইনে ফোন করে সামাজিক বিচ্ছিন্নতা সম্পর্কে যে কোন উদ্বেগ, উৎকন্ঠা নিয়ে কথা বলা যাবে; আরো খাবারদাবার সরবরাহ, ওষুধপত্র পাওয়া কিংবা ঋণ-দায় নিয়ে দুশ্চিন্তা ইত্যাদি নিয়েও কথা বলা যাবে।

করোনাভাইরাসের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন - এনএইচএস এর মাধ্যমে চিহ্নিত টাওয়ার হ্যামলেটসের সেইসকল বাসিন্দাদের প্রয়োজনীয় পরিচর্যাসেবা, ভালো রাখা ও সহযোগিতা দিতে কাউন্সিল তার যোগাযোগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। নতুন ফোনলাইন নাম্বার হচ্ছে: ০২০৭ ৩৬৪ ৩০৩০

প্রয়োজনীয় সকল তথ্য জানতে ক্লিক করুন: Find out more>


আমাদের অসহায় বাসিন্দাদের সুরক্ষিত করা

বিদ্যমান অসুস্থ্যতা এবং আগে থেকে স্বাস্থ্যগত সমস্যা রয়েছে - এমন লোকজন কভিড-১৯ এ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

আপনিও অত্যন্ত ঝুঁকিতে থাকতে পারেন, যদি:

  • আপনার কোন অঙ্গ প্রতিস্থাপন হয়ে থাকে
  • নির্দিষ্ট ধরনের ক্যান্সারের চিকিৎসা চলছে
  • রক্ত বা অস্থি মজ্জা ক্যান্সার, যেমন লিউকোমিয়া
  • ফুসফুসের মারাত্মক অবস্থা, যেমন সিস্টিক ফাইব্রোসিস বা মারাত্মক হাঁপানি
  • এমন শারিরিক অবস্থা, যার ফলে আপনার সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়
  • আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এমন ওষুধ সেবন করা
  • গর্ভবতী এবং হৃদযন্ত্রের অবস্থা গুরুতর হলে

আপনি যদি অসুস্থ হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকেন, তাহলে এনএইচএস এর পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করবে। কোন অবস্থাতেই আপনার জিপি কিংবা হেলথকেয়ার টিমের সাথে যোগাযোগ করবেননা।

২৯ মার্চ রোববারের মধ্যে যদি আপনি কোন চিঠি না পান, তাহলে আপনার যে কোন উদ্বেগ নিয়ে জিপি অথবা হসপিটাল ক্লিনিশয়ানের সাথে কথা বলতে পারেন।

আপনি যদি চরমভাবে দুর্বল হোন, তাহলে কিভাবে নিজেকে রক্ষা করবেন:

ভাইরাসে সংক্রমিত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে অতিরিক্ত কিছু সতর্কতা আপনার অবলম্বন করা উচিত। এর মধ্যে রয়েছে:

  • ঘর ছেড়ে বাইরে বের হবেন না - শপিং করতে, ওষুধ কিনতে বা এক্সারসাইজ করতে ঘরের বাইরে একদমই বের হবেন না
  • নিজ ঘরের ভেতরেই অন্যদের থেকে কমপক্ষে দুই মিটার (তিন পা বা কদম) দূরে থাকার যথাসম্ভব চেষ্টা করুন

প্রতিবেশি, পরিবারের অন্য সদস্য বা বন্ধুদেরকে বলুন আপনার জন্য কেনাকাটা ও ওষুধপত্র সংগ্রহ করে এনে দিতে। তারা এগুলো এনে আপনার ঘরের দরোজার বাইরে রেখে যাবে। সর্বাবস্থায় অন্যের সাথে মুখোমুখি যোগাযোগ আপনাকে অবশ্য এড়াতে হবে।

যদি আপনি উচ্চ ঝুঁকিতে থাকেন, তাহলে এই অতিরিক্ত পদক্ষেপগুলো আপনাকে পরবর্তী ১২ সপ্তাহের জন্য অবশ্যই মেনে চলা উচিত।

খাদ্যদ্রব্যের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেতে যদি আপনার সাহায্যের দরকার হয়, তাহলে করোনাভাইরাস সাপোর্টের জন্য আপনি নিজের নাম রেজিস্টার বা নিবন্ধন করতে পারেন। যে সকল বাসিন্দা মারাত্মক ঝুঁকির মধ্যে আছেন, তাদের জন্য সহযোগিতাকে সমন্বয় করতে কাউন্সিল কাজ করে যাচ্ছে।

করোনাভাইরাসের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ার সর্বোচ্চ ঝুঁকিতে যারা আছেন এবং অত্যন্ত অসহায় বা ভালনারেবল বাসিন্দারা আমাদের নতুন ফোনলাইনে কাউন্সিলকে কল দিতে পারেন। নতুন ফোনলাইন নাম্বার হচ্ছে: ০২০৭ ৩৬৪ ৩০৩০। এটি শুধুমাত্র টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা, তাদের পরিবার বা তাদের কেয়ারারদের জন্য। যদি কারো কোন জরুরী প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহলে তারা এই নাম্বারে কাউন্সিলকে জানাতে পারেন।

আরো তথ্য জানতে হলে ক্লিক করুন: MORE INFO


Local updates and advice


আমাদের রেজিস্টার অফিস সম্পর্কিত বিজ্ঞপ্তি

বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে, আমাদের রেজিস্টার অফিস এখন শুধুমাত্র মৃত্যু নিবন্ধন কাজ করছে। এছাড়া আমরা এখন ‘শুধুমাত্র এপয়েন্টমেন্ট’ সার্ভিস পরিচালনা করছি।

যদি এপয়েন্টমেন্ট বুক করতে চান, তাহলে ইমেইল করুন register.office@towerhamlets.gov.uk। আমাদের পক্ষে যত দ্রুত সম্ভব হবে, আমরা উত্তর দেবো।

আমরা আমাদের রেজিস্টার অফিসের পরিসেবারগুলোর ব্যাপারে শিগগিরই নতুন আইন আসার প্রত্যাশা করছি এবং এটি পাওয়া মাত্রই সংশ্লিষ্ট সকল তথ্য অবহিত করা হবে। আমাদের সার্ভিসসমূহে কোন আপডেট বা পরিবর্তন সম্পর্কে জানতে দয়া করে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।


All Points East

বর্তমান পরিস্থিতির কারনে, ইভেন্ট আয়োজকদের পক্ষ থেকে অল পয়েন্ট ইস্ট ২০২০ বাতিল ঘোষণা করা হয়েছে। অত্যন্ত জনপ্রিয় এই ইভেন্টটি আগামী মে মাসে ভিক্টোরিয়া পার্কে হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে আরো তথ্য আপনি জানতে পারবে All Points East ওয়েবসাইটে।


Free Scchool Meals - Bangla

প্রতারকদের ব্যাপারে সতর্ক থাকুন

সরকার, পুলিশ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি National Crime Agency (এনসিএ) এবং অন্যরা জনসাধারণকে এই মর্মে সতর্ক করছে যে, অপরাধীরা করোনাভাইরাসকে ব্যবহার করে লোকজনকে প্রতারণা করছে।

কিছু ওয়েবসাইটস, ইমেইল বা ফোন নম্বর দেখতে কোন কোন সরকারি সার্ভিসের বলে মনে হলেও এগুলো আদতে ফেইক বা নকল হতে পারে। আপনি যদি নিশ্চিত না হন, তাহলে দয়া করে এসবে সাড়া দেবেন না।

এসব স্ক্যাম বা প্রতারণার ক্ষেত্রে ক্রিমিনালরা সরকারের ব্র্যান্ডিংঅর্থাৎ লোগো, রঙ সবকিছু একই রকম নকল করে  ব্যবহার করে লোকজনকে প্রতারিত করার চেষ্টা করে থাকে। যেমন, এইচএমআরসি (HMRC) সেজে আর্থিক সাহায্যের মিথ্যা অফার দিতে পারে অথবা জালিয়াতির উদ্দেশ্যে বাচ্চাদের স্কুল মিলস বা স্কুলের খাবারের ব্যাপারে অভিভাবকদের সাহায্য করার নামে ব্যাংকের যাবতীয় তথ্যাবলি চাইতে পারে।

  • কোন ইমেইল, টেক্সট ম্যাসেজ বা ওয়েবসাইট সম্পর্কে আপনি শত ভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন অবস্থাতেই আপনার ব্যক্তিগত তথ্য (যেমন ব্যাঙ্ক একাউন্ট সম্পর্কিত বিবরণ বা পাসওয়ার্ড) দেবেন না, কোন টেক্স্ট ম্যাসেজের জবাব দেবেন না, এটাচড্ বা সংযুক্তি ফাইল ডাউনলোড বা লিঙ্ক এ ক্লিক করবেন না।

আরো পরামর্শের জন্য পড়ুন >


Groceries at door

নিজের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কিভাবে অন্যকে সহায়তা করবেন

চলমান করোনাভাইরাস মহামারির সময় নিজেদের বন্ধু-বান্ধব, পরিবার পরিজন এবং দুর্বল ব্যক্তিবিশেষকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বহু লোক তাদের ভূমিকা পালনে এগিয়ে এসেছেন।

এই টাওয়ার হ্যামলেটসে এমন মানবিকতার ঘটনা সত্যিকার অর্থেই উৎসাহব্যঞ্জক। তবে সাহায্যের হাত প্রসারের ক্ষেত্রে সবদিক দিয়ে সুরক্ষা নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনি কীভাবে সহায়তা করতে পারেন এবং কীভাবে এটি করতে পারেন নিরাপদে, সেসম্পর্কিত সরকারী নির্দেশিকা updated government guidance পড়ুন।


Self employed

সেল্ফ-এমপ্লয়েড (স্ব-নিযুক্ত) কর্মীদের জন্য সহায়তা

করোনাভাইরাস (COVID-19) সেল্ফ-এমপ্লয়মেন্ট ইনকাম সাপোর্ট স্কীম (coronavirus (COVID-19) Self-employment Income Support Scheme) থেকে কিভাবে অনুদান পাওয়া যাবে, সেসম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সরকার।

যদি আপনি স্ব-নিযুক্ত বা সেল্ফ এম্পলয়েড হন অথবা অংশীদারদের একজন হন এবং করোনাভাইরাসের কারনে আয় রোজগার হারিয়ে থাকেন, তাহলে আপনি এই স্কীমের আওতায় আবেদন করতে পারেন।

এই স্কীমর আওতায় আপনি আগামী তিন মাস পর্যন্ত প্রতি মাসে আপনার ট্রেডিং মুনাফার ৮০ শতাংশ পর্যন্ত, সর্বোচ্চ ২,৫০০ পাউন্ড পর্যন্ত করযোগ্য অনুদানের আবেদন করতে পারেন। প্রয়োজন হলে, এটি বাড়ানো হতে পারে।


Coronavirus: useful links


Thank you for reading

We hope you have found this bulletin useful. Share this with your family and friends to ensure they have the latest advice on coronavirus. Anyone can subscribe using this link

Spread the word